সরছে বিপজ্জনক জীর্ণ জলের ট্যাঙ্ক 

Howrah News: অবশেষে খবরের জেরে বিপজ্জনক জলের ট্যাঙ্ক সরল মাথার উপর থেকে

হাওড়া: মাথার উপর থেকে সরছে বিপজ্জনক জলের ট্যাঙ্ক! খুশি স্থানীয় মানুষ। অল্প ঝড়-বৃষ্টি হলেই পুরানো ওই জলের ট্যাঙ্ক এর অংশ ঝরে পড়ত। ট্যাঙ্কটির অবস্থা এতটাই জরাজীর্ণ যে, যেকোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ফলে আতঙ্কে থাকত স্থানীয় মানুষ।  অবশেষে বিপদ মুক্ত হতে চলেছে, খবরের জেরে পরিত্যক্ত ওই জলের ট্যাঙ্ক সরানো হল। এদিন পরিত্যক্ত ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হতেই দারুন খুশি এলাকার মানুষ। মৌরীগ্রাম স্টেশন পাড়া সংলগ্ন ট্যাঙ্ক এর নিচেই রয়েছে একটি টালির চালের বাড়ি। ওই বাড়ির সদস্যরা জীবন হাতে করে বসবাস করছিল। পাশাপাশি রয়েছে বেশ কিছু বসতবাড়ি। এছাড়াও ট্যাঙ্কের নিচেই রয়েছে একটি রাস্তা। যেখান দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। এই ট্যাঙ্কএর কারণে পথ চলতি মানুষও আতঙ্কে ছিল।

আরও পড়ুন: মাছের ‘এই’ অংশ মোটেও ফেলবেনা! বিক্রি করে হবেন লাভবান, দিনে আয় প্রায় ১০০ টাকা

গত প্রায় দেড় মাস আগে স্থানীয় মানুষের সমস্যার কথা সামনে আসে, খবর সম্প্রসারিত হয়। খবরের জেড়ে নড়েচড়ে বসার রেল কর্তৃপক্ষ। জলের ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হতেই সকলেই ধন্যবাদ জানায় সংবাদ মাধ্যমকে। এই প্রসঙ্গে স্থানীয় বেবি গুছাইত জানান, প্রায় ৪০ ফুট উচ্চতার এই জলের ট্যাঙ্ক, একটু ঝড় বৃষ্টি হলেই খসে পড়ত। ভয় হত যে কোন মুহূর্তে ভেঙে পড়ার। ঝড় বৃষ্টি হলেই বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হত। এটি রেলের জলের ট্যাঙ্ক, রেলকে বহুবার জানানো হয়েছিল ভেঙে ফেলার জন্য। তবে কোনও কাজ হয়নি। শেষমেষ সংবাদ সম্প্রচারিত হবার পর, ট্যাঙ্কটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। বিপদ মুক্ত হচ্ছে আমরা, তাই আনন্দ লাগেছে সকলের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি