Anant Ambani Radhika Merchant: অনন্ত-রাধিকার বাগদানে আংটি কে বয়ে এনেছিল জানেন? ভাইরাল ভিডিও মন ভরাবে! দেখুন

জামনগর: ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। এবার গুজরাতের জামনগরে বসছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বৈবাহিক আসর। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে উদযাপন। তবে এসবের মধ্যেই ভাইরাল হয়েছে অনন্ত ও রাধিকার বাগদানের একটি ভিডিও! আপনি কী জানেন এই জুটির আংটি বহনকারী কে ছিল? জানলে সত্যিই অবাক হবেন! বাগদানের আংটি বয়ে এনেছিল পরিবারের আদরের পোষ্য গোল্ডেন রিট্রিভার!

অনন্ত ও রাধিকার এঙ্গেজমেন্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে! সেখানে দেখা যাচ্ছে ইশা আম্বানি সেই অনুষ্ঠানে তাঁদের প্রিয় পোষ্যকে ডেকে নিচ্ছিলেন! পোষ্যের গলায় একটি লাল কপড়ে সুন্দর করে রাখা ছিল আংটি! সে সোজা চলে আসে স্টেজে! এরপর অনন্ত প্রিয় পোষ্যের থেকে আংটিটি নিয়ে নেন! এই ভিডিও এখন তুমুল ভাইরাল!

 ?

অনন্ত এবং রাধিকা ২০২৩ সালের ১৯ জানুয়ারি গোল ধানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বাগদান সেরেছিলেন। বহু গুণী মানুষ সেদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে! গোল ধানার আক্ষরিক অর্থ হল ধনে বীজ এবং গুড়, যা অনুষ্ঠানে অতিথিদের বিতরণ করা হয়৷ এই অনুষ্ঠান শুভ! এখন এই জুটি তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন! যা ১ থেকে ৩ তারিখ গুজরাতে বসতে চলেছে এই আসর! বহু সেলেব উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে! অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান এবং রজনীকান্ত সহ জনপ্রিয় ভারতীয় অভিনেতারা তাঁদের পরিবারের সঙ্গে উপস্থিত থাকবেন। সলমন খানও এই উৎসবে জামনগর যাবেন। অক্ষয় কুমারও তার স্ত্রী টুইঙ্কেল খান্নাও থাকবেন এই অনুষ্ঠানে!

আরও পড়ুন: পৃথিবীতে মানুষ আর কতদিন? সুমদ্রের মাছ বয়ে আনছে ধ্বংসের ইঙ্গিত! ঘুম উড়েছে বিজ্ঞানীদের!

১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে সমস্ত অতিথিকে বিশেষ চাটার্ড ফ্লাইটে দিল্লি বা মুম্বই থেকে জামনগর নিয়ে আসা হবে! প্রথম দিনকে বলা হচ্ছে ‘ইভনিং ইন এভারল্যান্ড’। ওই দিন সন্ধ্যায় ‘মার্জিত ককটেল’ পোশাক পরবেন অতিথিরা। দ্বিতীয় দিনের ড্রেস কোড হল ‘জঙ্গল ফিভার’। এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জামনগরে আম্বানিদের অ্যানিমাল রেসকিউ সেন্টারের বাইরে। অতিথিদের আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে! আর মেলা রুজের জন্য পরতে হবে সাফারি থিমের পোশাক। এর ড্রেস কোড হল ‘ড্যাজলিং দেশি রোম্যান্স’। আকর্ষণীয় ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয় পোশাক। এছাড়াও ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে অতিথিদের। সব মিলিয়ে জমে উঠতে চলেছে এই অনুষ্ঠান! আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল!