মেসিকে নিয়ে ভাবুক ডাচরা, শেষ আটে আর্জেন্টিনার গোপন অস্ত্র হতে তৈরি অভিজ্ঞ ডি মারিয়া

#দোহা: যত সময় এগিয়ে আসছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের, ততই যেন নিজেদের নিজেরাই মোটিভেট করছেন আর্জেন্টিনার ফুটবলাররা। সবকিছু ভুলে একটাই লক্ষ্য – মিশন নেদারল্যান্ডস। আর্জেন্টিনার জন্য সুখবর আছে। চোটে পড়া উইঙ্গার আনহেল দি মারিয়া মেসিদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। সেশনজুড়েই চনমনে ছিলেন দি মারিয়া। অর্থাৎ ডাচদের বিপক্ষে তাঁর খেলার যথেষ্ট সম্ভাবনা আছে।

‘ক্লারিন’ জানিয়েছে, আজ ‘ক্লোজ ডোর’ অনুশীলন করেছে আর্জেন্টিনা। ডাচ কোচ লুই ফন গালের ৩–৪–১–২ ছক কীভাবে ভাঙা যায়, সেই অঙ্ক কষেছেন স্কালোনি। সৌদি আরবের বিরুদ্ধে লজ্জার হার অতীত! প্রারম্ভিক ধাক্কা সামলে লায়োনেল মেসিরা ফের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর। তবে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্কালোনি-ব্রিগেডের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

আরও পড়ুন – `রোনাল্ডোর অর্ধেক হলেও নিজেকে ধন্য মনে করব’, ক্রিশ্চিয়ানোকেই রোল মডেল বলছেন নতুন তারা গঞ্জালো

নেপথ্যে প্রতিপক্ষ নেদারল্যান্ডসের টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। তবে মেসির শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মাঠে জীবন লড়িয়ে দিতে তৈরি সতীর্থরা। স্বয়ং এলএমটেনও এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাশে থাকার আবেদন জানিয়েছেন সমর্থকদের কাছে। তাঁর কথায়, এখনও পর্যন্ত বিশ্বকাপে তোমরা যেভাবে পাশে থেকেছ, তা অসাধারণ। সামনে কঠিন লড়াই।

তোমরা মাঠে এসে আমাদের উজ্জীবিত কর। তোমাদের মুখে হাসি ফোটাতে মরিয়া চেষ্টা চালাব আমরা। শেষ আটের লড়াইয়ে নামার আগে চোট সমস্যা ভাবাচ্ছে কোচ লায়োনেল স্কালোনিকে। ফিটনেস সমস্যায় গত ম্যাচে খেলতে পারেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বদলি হিসেবে নামা পাপু গোমেজও গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন।

তবে স্কালোনি জানিয়েছেন, ডি মারিয়া এখন সুস্থ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওর খেলার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে, ২০১৪ সালের স্মৃতি এখনও তাড়া করে ডাচ কোচ লুই ফন গলকে। সেবার সেমি-ফাইনালে আর্জেন্তিনার কাছে টাই-ব্রেকারে বশ মেনেছিল নেদারল্যান্ডস। সেই প্রসঙ্গ টেনে ফন গল বলেন, এবার হাসি মুখে মাঠ ছাড়তে চাই আমরা।

মেসি অসাধারণ খেলোয়াড়। একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে কিছুটা চিন্তা রয়েছে রড্রিগো ডে পলকে নিয়ে। তিনি নাকি পায়ে ব্যথা অনুভব করেছেন। আলাদা অনুশীলন করেছেন। তিনি যদি শেষ পর্যন্ত না পারেন, তাহলে তার জায়গায় খেলানো হবে লিওনার্দ পারেদেসকে।