ব্রাজিলের সাংবাদিক বৈঠকে শ্রোতা এক বিড়াল! ছুঁড়ে ফেলে সমালোচিত মিডিয়া অফিসার, দেখুন ভিডিও

#দোহা: ব্রাজিলের জার্সিতে এবারের বিশ্বকাপে যথেষ্ট নজর টানছেন তরুণ প্রতিভা ভিনিসিয়াস জুনিয়র। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের গোলের খাতা খুলেছিলেন তিনি। ক্রোয়েশিয়া ম্যাচের আগে তাকেই সাংবাদিক সম্মেলনে পাঠিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই সাংবাদিক সম্মেলনে ঘটে গেল একটি অবাক কান্ড।

হঠাৎই ব্রাজিলের ফুটবলার এবং গোটা মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ল একটি বিড়াল। ভিনিসিয়াসের থেকে কিছুটা দূরে বসে সে-ও শুনতে লাগল সাংবাদিক বৈঠক! প্রথমে চমকে গেলেও হাসিতে ফেটে পড়লেন ভিনিসিয়াস এবং উপস্থিত সাংবাদিকরা। এই পর্যন্ত সব ঠিক ছিল।

ব্রাজিল তারকা নিজেও বেশ মজা পাচ্ছিলেন। কিন্তু ব্রাজিলের মিডিয়া অফিসার হঠাৎই সেই বিড়ালটিকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ঘটনা দেখে কিছুটা চমকে গেলেন ভিনি। সাংবাদিকরাও কেউ কেউ ওই অফিসারের সমালোচনা করেন। কিন্তু ভঙ্গিতে ব্রাজিলের ওই মিডিয়া অফিসার বোঝাতে থাকেন এছাড়া তার কিছু করার ছিল না।

সেই কর্মীর মধ্যে কোনও তাপ-উত্তাপ দেখা যায়নি। কাঁধ ঝাঁকিয়ে তিনি নিজের আসনে বসে পড়েন। ভিনি জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ম্যাচ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ক্রোয়েশিয়ার জন্য প্রস্তুত তারা। লড়াই সহজ হবে না। জাতীয় দলের কোচ তিটের পাশাপাশি তার ক্লাব ফুটবল দল রিয়েল মাদ্রিদের কোচ আনসেলোত্তির কাছে কৃতজ্ঞ তিনি। সিনিয়র হিসেবে নেইমার তাকে সব সময় সাহস দেন জানিয়েছেন ভিনি।