Bird Flu

Bird flu virus in West Bengal: বার্ড ফ্লু নিয়ে বিশেষ দল পাঠাচ্ছ প্রশাসন, খতিয়ে দেখা হবে ভাইরাস আছে কি না

মালদহ: বার্ড ফ্লু নিয়ে তৎপর প্রশাসন। আবার বিশেষ  দল পাঠানো হচ্ছে মালদহে। জানুয়ারি মাসে একটি শিশু বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়। তার পরেই ব্যবস্থা নেয় প্রশাসন। জুন মাসে মালদহে বিশেষ দল পাঠায় প্রশাসন। সেই অনুযায়ী ২৯ হাজার হাঁস-মুরগির পরীক্ষা করা হয়। তখন অবশ্য কোনও হাঁস-মুরগির শরীরে বার্ড-ফ্লুর ভাইরাস পাওয়া যায়নি। তার পরে আবার দল পাঠাচ্ছে প্রশাসন।

আরও পড়ুন: রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক, সমাজমাধ্যমে কারণও জানালেন তৃণমূলের সেনাপতি

আরও প্রচুর হাঁস-মুরগি খুঁজে দেখা হবে, বার্ড-ফ্লুর জীবাণু খুঁজে পাওয়া যায় কিনা দেখা হবে। বৃহস্পতিবার ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসের নেতৃত্বে আবার দল পাঠানো হচ্ছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম।

প্রসঙ্গত জানুয়ারিতেই মানিকচকের এক শিশুর শরীরে বার্ড-ফ্লুর জীবাণু ধরা পড়ে। শিশুর শরীরে ধুম জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট এবং পেটব্যথার উপসর্গ ছিল। পরে শরীরে বার্ড-ফ্লুর ভাইরাস ধরা পড়ে। সুস্থ হয়ে ওঠার পরেও ফের হাসপাতালে ভর্তি করানো হয় শিশুটিকে। পরে হু জানায়, শিশুটির শরীরে হাস এবং মুরগির খামার ছিল, সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে শিশুটি সংক্রমিত হলেও পরিবারের কেউ সংক্রমিত হয়নি। তবে সতর্ক রয়েছে প্রশাসন। তাই আবার দল পাঠানো হচ্ছে বার্ড-ফ্লুর ভাইরাস আছে কিনা দেখার জন্য।