জানা যায় ক্লাস এইট অবধি পড়াশোনা অনুব্রত মণ্ডলের। এরপর আর স্কুলমুখো হননি। পড়াশোনার প্রতি খুব একটা ইচ্ছে ছিল না অনুব্রতর। স্কুল ছেড়ে বসে পড়েন বাবার দোকানে। ছোট থেকেই গোলগাল চেহারা অনুব্রতর। অমন বিশাল চেহারা, গমগমে গলা। নজর এড়ায়নি সে সময় ক্ষমতার অলিন্দে থাকা কংগ্রেসের।

Anubrata Mondal: ‘দিদির জন্য আছি’, আজ বীরভূমেই মমতা-অনুব্রত সাক্ষাৎ? কলকাতায় নেমেই ছক্কা হাঁকালেন কেষ্ট

কলকাতাঃ ‘দিদির সঙ্গে আছি। শরীর ভাল থাকলে দিদির সঙ্গে দেখা করব’, কলকাতা বিমানবন্দরে নেমেই স্বমেজাজে ফিরলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। 6E 2788 ইন্ডিগো ফ্লাইটে, দিল্লি থেকে ভোর সাড়ে চার’টে নাগাদ কলকাতা নামেন কেষ্ট মণ্ডল। বিমানবন্দরে অনুব্রতকে স্বাগত জানাতে বীরভূমের শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক হাজির ছিলেন। হুইলচেয়ারে বসে বিমানবন্দর থেকে বেরোন অনুব্রত।

এ দিন অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল ও ঘনিষ্ঠ অনুগামী কেরিম খান ও কৃপাময় ঘোষ। বিমানবন্দর থেকে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। তেমন কোনও কথাই কার্যত বলেননি।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ৫ বগি! সাতসকালে কান ফাটানো বিকট শব্দ! গ্রাস করছে তীব্র আতঙ্ক

এ দিকে, আজ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে বীরভূমে। দীর্ঘ দু-বছর পরে কী আজই দলনেত্রীর সঙ্গে দেখা করবেন তিনি? কেষ্ট বলেন, “দিদির সঙ্গে আছি। দিদিকে ভালবাসি। দিদিকে সবাই ভালবাসে। দিদির পায়ে ব্যথা আছে। শরীর ভাল থাকলে দিদির সঙ্গে দেখা করব। অনেকদিন পরে বাড়ি ফিরছি। ভাল লাগছে। কোর্টকে সম্মান করি। কোর্টের নির্দেশ মানব।”