ফিরছেন অনুব্রত।

Anubrata Mondal: অনুব্রতর জামিনের খবরে খুশির হাওয়া কেষ্ট-গড়ে…! গুড়-বাতাসা-সবুজ মিষ্টি বিলি বীরভূম জুড়ে

সুপ্রতিম দাস, সিউড়ী, বীরভূম: অনুব্রত মণ্ডলের জামিনের খবর পেয়েই খুশিতে মাতলেন সিউড়িবাসী। গুড়-বাতাসা বিলি তো চলছেই, সঙ্গে রয়েছে সবুজ মিষ্টিও।

গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে৷ সিবিআই-এর পর এবার ইডি মামলাতেও জামিন পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ ফলে তিহাড় জেল থেকে মুক্তি পাবেন তিনি৷  কয়েকদিন আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল৷ তারপর থেকেই খুশির মেজাজ বীরভুম জুড়ে। আজ সিউড়িতে রক্ষাকালী মন্দিরে অনুব্রতের মঙ্গল কামনা ও তাঁর জামিন মঞ্জুর হওয়ার পুজো দেন তৃণমূল সমর্থকেরা। পুজোর সামগ্রীতে ছিল গুড়-বাতাসা। সিউড়ি পুরসভার ৩ নন্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর সাউ ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিত সাউ পুজো শেষে সবুজ মিষ্টিও বিলি করেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত…! ৫ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! দুর্যোগ বাংলায়?

আরও পড়ুন: বড় খবর! লাখ-লাখ যাত্রীর জন্য বিরাট সুখবর দিল রেল, না জানলেই পস্তাবেন!

২০২২ সালের অগাস্ট মাসে গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকেই সিবিআই৷ এর পর তাঁকে গ্রেফতার করেছিল ইডি-ও৷ এর আগে সিবিআই-এর দায়ের করা মামলায় অনুব্রত জামিন পেলেও ইডি মামলায় জামিন না পাওয়াতেই তৃণমূল নেতার জেলমুক্তি আটকে ছিল৷ অনুব্রত জামিন পেয়ে জেলায় ফিরে আসার পর তৃণমূলের অভ্যন্তরীন সমীকরণ কোন পথে এগোয়, তা নিয়ে বীরভূমের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।