আচমকা এ কী বললেন অনুষ্কা?

Anushka-Virat: ভয়ঙ্কর তথ্য ফাঁস…! ‘মা-বাবা হিসেবে আমরা পারফেক্ট নই’! এ কী বললেন অনুষ্কা? তুমুল শোরগোল

গত বুধবার সকালেই অল-ব্ল্যাক আউটফিটে সুপার স্টাইলিশ মেজাজে মুম্বই বিমানবন্দরে পৌঁছেছেন অনুষ্কা শর্মা। ফেব্রুয়ারিতে পুত্রের জন্মের পর এই প্রথমবারের জন্য দেশে পা রেখেছিলেন তিনি। ফলে স্বাভাবিক ভাবেই এর থেকে শুরু হয়েছিল তীব্র জল্পনা। অভিনেত্রী কেন দেশে ফিরেছেন, সেটা জানতেই উদগ্রীব ছিল ভক্তমহল।
গত বুধবার সকালেই অল-ব্ল্যাক আউটফিটে সুপার স্টাইলিশ মেজাজে মুম্বই বিমানবন্দরে পৌঁছেছেন অনুষ্কা শর্মা। ফেব্রুয়ারিতে পুত্রের জন্মের পর এই প্রথমবারের জন্য দেশে পা রেখেছিলেন তিনি। ফলে স্বাভাবিক ভাবেই এর থেকে শুরু হয়েছিল তীব্র জল্পনা। অভিনেত্রী কেন দেশে ফিরেছেন, সেটা জানতেই উদগ্রীব ছিল ভক্তমহল।
আসলে দেশে ফিরে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনুষ্কা। আর দুই সন্তান ভামিকা এবং অকায়কে বড় করে তুলতে তাঁকে এবং তাঁর ক্রিকেট তারকা স্বামীকে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, সেটাই তুলে ধরলেন অভিনেত্রী।
আসলে দেশে ফিরে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনুষ্কা। আর দুই সন্তান ভামিকা এবং অকায়কে বড় করে তুলতে তাঁকে এবং তাঁর ক্রিকেট তারকা স্বামীকে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, সেটাই তুলে ধরলেন অভিনেত্রী।
স্লার্প ফার্মসের 'ইয়েস মমস অ্যান্ড ড্যাডস' ইভেন্টে অনুষ্কা বলেন, 'পারফেক্ট মা-বাবা হওয়ার প্রচুর চাপ থাকে। কিন্তু আমরা পারফেক্ট নই। আর সেটা একদমই ঠিক আছে। আমরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাই। আর সেটা সন্তানদের সামনে স্বীকার করায় তো কোনও দোষ নেই। যাতে ওরাও বোঝে আমাদের মধ্যেও দোষ-ত্রুটি রয়েছে।'
স্লার্প ফার্মসের ‘ইয়েস মমস অ্যান্ড ড্যাডস’ ইভেন্টে অনুষ্কা বলেন, ‘পারফেক্ট মা-বাবা হওয়ার প্রচুর চাপ থাকে। কিন্তু আমরা পারফেক্ট নই। আর সেটা একদমই ঠিক আছে। আমরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাই। আর সেটা সন্তানদের সামনে স্বীকার করায় তো কোনও দোষ নেই। যাতে ওরাও বোঝে আমাদের মধ্যেও দোষ-ত্রুটি রয়েছে।’
এর পাশাপাশি অনুষ্কা জোর দিয়ে জানান যে, “সন্তানদের কাছে নিজেদের ভুলগুলো মেনে নিলে ওদেরও চাপ অনেকটাই লাঘব হবে। তাঁর বক্তব্য, 'ভাবুন আপনার সন্তান ভাবছে, আমার মা-বাবা তো এরকম’। আর আমাকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে।'
এর পাশাপাশি অনুষ্কা জোর দিয়ে জানান যে, “সন্তানদের কাছে নিজেদের ভুলগুলো মেনে নিলে ওদেরও চাপ অনেকটাই লাঘব হবে। তাঁর বক্তব্য, ‘ভাবুন আপনার সন্তান ভাবছে, আমার মা-বাবা তো এরকম’। আর আমাকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে।’
এর পাশাপাশি অনুষ্কা জোর দিয়ে জানান যে, “সন্তানদের কাছে নিজেদের ভুলগুলো মেনে নিলে ওদেরও চাপ অনেকটাই লাঘব হবে। তাঁর বক্তব্য, 'ভাবুন আপনার সন্তান ভাবছে, আমার মা-বাবা তো এরকম’। আর আমাকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে।'
এর পাশাপাশি অনুষ্কা জোর দিয়ে জানান যে, “সন্তানদের কাছে নিজেদের ভুলগুলো মেনে নিলে ওদেরও চাপ অনেকটাই লাঘব হবে। তাঁর বক্তব্য, ‘ভাবুন আপনার সন্তান ভাবছে, আমার মা-বাবা তো এরকম’। আর আমাকে সেই প্রত্যাশা পূরণ করতে হবে।’
 অনুষ্কা বলে চলেন, 'মানুষ হয়তো আমাদের ডিনারে আমন্ত্রণ জানালেন। কিন্তু আমার মনে হয়, যে সময়ে তোমরা স্ন্যাকস খাবে, ওই সময় আমাদের ডিনার হয়ে যায়।'এভাবেই সন্তানদের বড় করতে গিয়ে জীবনযাত্রার ধরনের পরিবর্তনের দিকটাও তুলে ধরলেন বিরাট-ঘরণী।
অনুষ্কা বলে চলেন, ‘মানুষ হয়তো আমাদের ডিনারে আমন্ত্রণ জানালেন। কিন্তু আমার মনে হয়, যে সময়ে তোমরা স্ন্যাকস খাবে, ওই সময় আমাদের ডিনার হয়ে যায়।’এভাবেই সন্তানদের বড় করতে গিয়ে জীবনযাত্রার ধরনের পরিবর্তনের দিকটাও তুলে ধরলেন বিরাট-ঘরণী।
এছাড়া সন্তানদের মধ্যে মূল্যবোধ তৈরির প্রসঙ্গও উত্থাপন করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, 'মেয়ে খুবই ছোট। আমার মনে হয় না, আমি ওকে সরাসরি কিছু শেখাতে পারব। এটা মূলত আমরা কীভাবে নিজেদের জীবনটা বাঁচতে পারব! আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওটাই বাচ্চারা আমাদের থেকে শিখবে। আসলে ওরা চারপাশে যেটা দেখে, সেটাই ওরা শেখে।' এমনটাই বিশ্বাস অভিনেত্রীর।
এছাড়া সন্তানদের মধ্যে মূল্যবোধ তৈরির প্রসঙ্গও উত্থাপন করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘মেয়ে খুবই ছোট। আমার মনে হয় না, আমি ওকে সরাসরি কিছু শেখাতে পারব। এটা মূলত আমরা কীভাবে নিজেদের জীবনটা বাঁচতে পারব! আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওটাই বাচ্চারা আমাদের থেকে শিখবে। আসলে ওরা চারপাশে যেটা দেখে, সেটাই ওরা শেখে।’ এমনটাই বিশ্বাস অভিনেত্রীর।