এবার মৃতদের পরিবারের উদ্দেশে ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে জানান, প্রত্যেক মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

Mamata Banerjee: আরজি কর আবহে বড় সিদ্ধান্ত মমতার! ডাক পড়ল সব মন্ত্রী-আমলাদের! সোমবার কী হতে চলেছে?

কলকাতা: আরজিকর আবহেই উচ্চপর্যয়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর একটা থেকে প্রশাসনিক রিভিউ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব দফতরের মন্ত্রীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সব দফতরের মন্ত্রীদের পাশাপাশি সব দফতরের সচিবদেরও উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে।

ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। বিভিন্ন দফতর ধরে ধরে পর্যালোচনা করবেন ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর।

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা! ওড়িশা থেকে চিকেন-ডিম ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার! কী ঘটেছে জানেন?

এদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যসচিব বৈঠকও হয়েছে নবান্নে। মূলত স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী-স্বাস্থ্য সচিব বৈঠক হয়েছে জানা গিয়েছে। রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে পরিষেবা কেমন চলছে? স্বাস্থ্য সচিবের থেকে জেনে নেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর এমনই।

কোন কোন হাসপাতালে কোথায় কোথায় পরিষেবা ব্যাহত হচ্ছে? অস্ত্রোপচার সব জায়গায় হচ্ছে? প্রত্যেকটি হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি কেমন? স্বাস্থ্য সচিবের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলির নিরাপত্তা সহ বিভিন্ন প্রস্তাব নিয়ে খুব শীঘ্রই অর্থের অনুমোদন করা হবে। স্বাস্থ্য সচিবকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিবের সঙ্গেও পৃথক বৈঠক করেন স্বাস্থ্য সচিব।