উত্তর ২৪ পরগনা: অ্যাপ ক্যাবের চালকের সততায় লক্ষাধিক টাকার গয়না ফিরে পেলেন দত্তপুকুরের তরুণী। রাজারহাট থেকে লক্ষাধিক টাকার ওই গয়না ফেরত দিতেই বারাসাতে ছুটে আসলেন চালক। জানা যায়, শুক্রবার দুপুরে দত্তপুকুরের বাসিন্দা বারাসাত থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য, অ্যাপ ক্যাব বুক করেন। এরপরই তাড়াহুড়োয় বান্ধবীকে ছাড়তে যাওয়ার সময় তিনি গহনার ব্যাগ গাড়িতে রেখেই নেমে যান।
পরবর্তীতে যখন মনে পড়ে, তখন অ্যাপ ক্যাব চালক বেরিয়ে গিয়েছেন। বহুমূল্যের গহনা হারিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। এরপরই তিনি বারাসাতে ফিরে গোটা ঘটনার কথা জানিয়ে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন।
বারাসাত থানার তরফে ওই অ্যাপ ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যাত্রীর ওই ব্যাগ উদ্ধার করে ফেরত দিতে নিজেই ছুটে আসেন। এরপর নিজের ডিউটি শেষ করে বারাসাত থানায় এসে মহিলার হাতে গহনার ব্যাগ ফিরিয়ে যেন সততা নজির গড়লেন ওই চালক। তাঁক সততার জন্য বারাসাত থানার আইসি চালকের হাতে মিষ্টি এবং ফুলের স্তবক তুলে সম্মান জানান।
রুদ্র নারায়ণ রায়