প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ১৯৯৮ সালে একটি অ্যাপল ইভেন্টে iMac প্রবর্তন করেন, ‘i’ এবং ‘Mac’ এর মধ্যে লিঙ্ক ব্যাখ্যা করে তিনি বলেছিলেন যে iMac-এ ব্যবহৃত i মানে ইন্টারনেট। এরপর থেকে ইন্টারনেট ছাড়াও, অ্যাপল পণ্যগুলিতে i মানে ব্যক্তি, তথ্য, স্বতন্ত্র নির্দেশ, তথ্য এবং অনুপ্রেরণা হিসাবে সংজ্ঞায়িত করা শুরু হয়।

Apple Stores In India : ভারতের এই শহরগুলিতে আরও তিনটি এক্সক্লুসিভ স্টোর খুলতে চলেছে Apple; সাম্প্রতিক রিপোর্টে মিলল ইঙ্গিত

গত বছরই দিল্লি এবং মুম্বইয়ের মতো বড় শহরে দু’টি এক্সক্লুসিভ স্টোর খুলেছিল Apple। মূলত ভারতে রিটেল ব্যবসা সম্প্রসারণ করার জন্যই এহেন পদক্ষেপ গ্রহণ করেছে ওই সংস্থা। কিন্তু সাম্প্রতিক এক রিপোর্টে নতুন ইঙ্গিত মিলেছে। তাতে জানা গিয়েছে যে, ভারতীয় বাজারে আরও বেশি করে এক্সক্লুসিভ স্টোর খোলার পরিকল্পনা করছে তারা। এমনকী আগামী কয়েক বছরে আরও তিনটি এক্সক্লুসিভ স্টোর খুলবে Apple।

ঘনিষ্ঠ সূত্রের দাবি উল্লেখ করে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, পুণে, বেঙ্গালুরুতে নতুন স্টোর খোলার বিষয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আরও একটি স্টোর দিল্লি-এনসিআর অঞ্চলের নয়ডাতে খোলা হতে পারে। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে যে, সংশ্লিষ্ট শহরগুলির জনপ্রিয় এবং বিখ্যাত মলেই তৈরি হবে এই এক্সক্লুসিভ স্টোর।

আরও পড়ুন : ব্লাড সুগারের যম নাশপাতি! কমায় ওজন, দূর করে কোষ্ঠকাঠিন্যও

এর আগে মূলত ভারতের Apple Store-গুলি পরিচালনা করত রিসেলাররা। কিন্তু এই চিত্রটায় পরিবর্তন এসেছে ২০২৩ সালে। কারণ গত বছরই দিল্লি এবং মুম্বইয়ে যথাক্রমে অ্যাপল সাকেত ও অ্যাপল বিকেসি স্টোরের দরজা প্রথম বারের জন্য খুলেছিল Tim Cook and Co.।

আরও পড়ুন : ডায়াবেটিসের মহৌষধি পেয়ারা! কমায় ওজন, মুক্তি দেয় নানা রোগ থেকে, রইল তালিকা

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারতে মাত্র দু’টো স্টোর নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় Apple। নিজেদের রিটেল বেস আরও সম্প্রসারণের জন্য আগ্রহী তারা। যার মাধ্যমে নতুন গ্রাহকরা অ্যাপল ইকোসিস্টেমে যোগ দিতে পারেন। এটাও উল্লেখ করা হয়েছে যে, Apple WWDC 2024 এক আদর্শ প্ল্যাটফর্ম হতে চলেছে, যেখানে ওই সংস্থার তরফে ভারতের মতো বাজারের স্টোরগুলির জন্য আরও প্রশস্ত রোডম্যাপ শেয়ার করা হবে।

পুণে এবং বেঙ্গালুরুর মতো শহরে স্টোর হলে দেশের তরুণ সম্প্রদায়ের সঙ্গে আরও বেশি করে যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হবে Apple। আসলে যেসব তরুণ-তরুণী আইফোন কিনতে চাইছেন, তাঁরা নিজেদের শহরে বসেই অরিজিনাল অ্যাপল সেলার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সংস্থা লক্ষ্য করেছে যে, অ্যাপল স্টোরের বিক্রয় অনুমানের তুলনায় গড় বেশি। কিন্তু গড় বিক্রয় মূল্য দেশের বিক্রয়মূল্যের পরিসরের সমান। বিশাল মাপের মুম্বই বিকেসি স্টোর থেকে বেশ ভালই লাভ পেয়েছে Apple। দিল্লির অ্যাপল সাকেত স্টোরের তুলনায় তাদের হাতে এসেছে বেশি টাকা। সেই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, খুব শীঘ্রই ভারতে ডেবিউ করতে পারে Apple Vision Pro। আর এর জন্য তারা এখানে অরিজিনাল রিটেল স্টোর এক্সপেরিয়েন্স তৈরি করতে চাইছে।