২০২১ কোপা থেকে দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের ভাগ্য ফিরেছিল লিওনেল মেসির। তারপর জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ। এবার টানা চতুর্থ ট্রফির লক্ষ্যে মেসিরা।

Argentina vs Colombia Copa America 2024 Final: কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? টানটান সেমিতে হল ভাগ্য নির্ধারণ

নিউ ইয়র্ক: কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশষ সেই অপেক্ষাতেই ছিল গোটা ফুটবল বিশ্ব। অবশেষে টানটান দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করল কলম্বিয়া। মেসির টানা চতুর্থ আন্তর্জাতিক ট্রফি জয়ের সামনে এবার জেমস রড্রিগেজের দল। পুরো দ্বিতীয়ার্ধে ১০ জনের কলম্বিয়াকে পেয়েও ম্যাচে ফিরতে পারেনি সুয়ারেজরা।

এদিন সেমিফাইনালের শুরু থেকেই দুই দল রক্ষণ সামলে বারবার আক্রমণে ওঠার রাস্তা খুঁজছিল। তবে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বারবার বেগ দিচ্ছিল প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা কলম্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে গোলের মুখ খুলে ফেলেন তারা। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করে গোল করেন লারমা। প্রথমার্ধের ইনজুরি টাইমে রেড কার্ড দেখে মাঠে বাইরে যান কলম্বিয়ার ড্যানিয়েল মুনজ।

আরও পড়ুনঃ Euro 2024 Final England vs Spain: একটি চালেই ফের সেমিতেই শেষ নেদারল্যান্ডসের স্বপ্ন! টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড

১০ জনের প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেবে উরুগুয়ে। এমনটাই ভেবেছিল অনেকে। কিন্তু হাজারও চেষ্টা করেও কলম্বিয়ার জমাটি রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। কলম্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার ৬৬ মিনিটের মাথায় নামেন লুইস সুয়ারেজ। কিন্তু তিনিও গোলের মুখ খুলতে পারেননি। শেষে ১ গোলে জিতেই ফাইনালে পৌছে গেল কলম্বিয়া।