Tag Archives: uruguay

Argentina vs Colombia Copa America 2024 Final: কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? টানটান সেমিতে হল ভাগ্য নির্ধারণ

নিউ ইয়র্ক: কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশষ সেই অপেক্ষাতেই ছিল গোটা ফুটবল বিশ্ব। অবশেষে টানটান দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করল কলম্বিয়া। মেসির টানা চতুর্থ আন্তর্জাতিক ট্রফি জয়ের সামনে এবার জেমস রড্রিগেজের দল। পুরো দ্বিতীয়ার্ধে ১০ জনের কলম্বিয়াকে পেয়েও ম্যাচে ফিরতে পারেনি সুয়ারেজরা।

এদিন সেমিফাইনালের শুরু থেকেই দুই দল রক্ষণ সামলে বারবার আক্রমণে ওঠার রাস্তা খুঁজছিল। তবে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বারবার বেগ দিচ্ছিল প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা কলম্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে গোলের মুখ খুলে ফেলেন তারা। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করে গোল করেন লারমা। প্রথমার্ধের ইনজুরি টাইমে রেড কার্ড দেখে মাঠে বাইরে যান কলম্বিয়ার ড্যানিয়েল মুনজ।

আরও পড়ুনঃ Euro 2024 Final England vs Spain: একটি চালেই ফের সেমিতেই শেষ নেদারল্যান্ডসের স্বপ্ন! টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড

১০ জনের প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেবে উরুগুয়ে। এমনটাই ভেবেছিল অনেকে। কিন্তু হাজারও চেষ্টা করেও কলম্বিয়ার জমাটি রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। কলম্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার ৬৬ মিনিটের মাথায় নামেন লুইস সুয়ারেজ। কিন্তু তিনিও গোলের মুখ খুলতে পারেননি। শেষে ১ গোলে জিতেই ফাইনালে পৌছে গেল কলম্বিয়া।

Brazil vs Uruguay: মিলে গেল রোনাল্ডিনহোর কথা! ১০ জনের উরুগুয়েকে হারাতে পারল না ব্রাজিল, টাইব্রেকারে হেরে বিদায়

‘আমার দেখা সাম্প্রতিককালে সব থেকে খারাপ ব্রাজিল দল এটাই। এত বিশ্রী ফুটবল এর আগে আমি দেখিনি।’ কোপা আমেরিকা ২০২৪ শুরুর আগে ব্রাজিলের বিশ্বজয়ী কিংবদন্তী রোনাল্ডিনহোর এই মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি। বলেছিলেন এই ব্রাজিল দলকে নিয়ে কোনও আশা দেখছেন না। এবার মিলে গেল রোনাল্ডিনহোর ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপের পর কোপা আমেরিকারও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল।

একদিকে যেখানে চিরপ্রতিদ্বন্দ্বি দেশ আর্জেন্টিনা গত কোপা জিতেছে, ফিনালিসিমা জিতেছে, বিশ্বকাপ জিতেছে, এবার কোপার সেমি ফাইনালে পৌছে গিয়েছে, সেখানে ১০ জনের উরুগুয়েকে হারাতে পারল না রাফিনা, পাকুয়েতা, এনড্রিক, রড্রিগোরা। ম্যাচের ইনজুরি টাইম নিয়ে শেষ ২০ মিনিটের বেশি সময় ১০ জনে খেলেছে উরুগুয়ে। তারপর ব্রাজিলের নির্বিষ ফুটবল দেখে হতবাক সকলেই।

যদিও ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে। তবু উরুগুয়ের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। নির্ধারিত সময়ে স্কোর লাইন গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৩টি শটের মধ্যে দুটি শটই মিস করে বসেন এডের মিলিতাও এবং ডগলাস লুইস। পেনাল্টি শুট আউটে চতুর্থ শট উরুগুয়ে মিস করলেও ৪-২ ব্যবধানে ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি ১৫ বারের কোপা চ্যাম্পিয়নদের।

—- Polls module would be displayed here —-

আরও পড়ুনঃ India vs Zimbabwe: বড়দের বিশ্বজয়ের পরই ছোটদের বিপর্যয়! জিম্বাবোয়ের বিরুদ্ধে একাধিক লজ্জার রেকর্ড ভারতের

প্রসঙ্গত, সাম্প্রতিক সময় ব্রাজিল ফুটবলের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। গত কোপায় আর্জেন্টিনার কাছে ফাইনালে হারতে হয়েছিল। বিশ্বকাপেও শেষ আট থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা। এবার কোপাতেও হতাশ করল সাম্বা ব্রিগেড। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ কোয়ালিফায়ারেও খুব একটা ভাল জায়গায় নেই ব্রাজিল দল। ফলে চিন্তা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে ফ্যানেদের।

আর্জেন্টিনা এবং উরুগুয়ের জন্য কাতারে এল ১৮০০ কেজি বিশেষ সুস্বাদু মাংস

#দোহা: কাতারে স্পেন ফুটবল দল একদিন আগেই সমস্যায় পড়েছিল নিজেদের প্রিয় খাবার আনতে না পেরে। পর্ক এবং এক ধরনের বিশেষ ওয়াইন স্প্যানিশদের খুব প্রিয়। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কাতারেও পর্ক এবং মদ নিষিদ্ধ। অতি কষ্টে বিয়ার পানের অনুমতি পাওয়া গেছে। তবে এই ভুল করতে আর রাজি নয় আর্জেন্টিনা এবং উরুগুয়ে। তারা নিজেদের দেশ থেকেই বিশেষ ধরনের সুস্বাদু মাংস নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে এসেছে।

আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপে কোচদের মাইনে জানেন? তিতে, সাউথগেটরা কম যান না ফুটবলারদের থেকে

বিভিন্ন কাটিংয়ের মাংস এবং সসেজ দিয়ে তৈরি একধরনের খাবারের নাম ‘আসাদো’। যা আর্জেন্টিনায় খুবই জনপ্রিয়। বিশ্বকাপ খেলতে লিওনেল মেসিরা কোনো দেশে যাবেন আর সঙ্গে ‘আসাদো’ থাকবে না, তা কী করে হয়! ৯০০ কেজি মাংস আনা হচ্ছে কাতারে। শুধু আর্জেন্টিনার ফুটবলারদের জন্যই নয়, একই মেন্যু এবং একই ধরনের খাবারের জন্য উরুগুয়ে থেকেও ২০০০ পাউন্ড মাংস আনা হচ্ছে কাতারে লুইস সুয়ারেজদের ক্যাম্পে।

নিজ নিজ দেশ থেকে রাঁধুনি (শেফ), রন্ধনপ্রনালির যাবতীয় অনুসঙ্গও আনিয়ে নিচ্ছে দোহায়। বিশ্বকাপজুড়ে দোহায় বসেই ঘরের খাবারের স্বাদ উপভোগ করবেন মেসি-সুয়ারেজরা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও তাদের খাবার ‘আসাদো’ নিয়ে কথা বলেছেন।

তিনি জানান, এই একটি খাবার পুরো দলকে একতাবদ্ধ রাখে। তিনি বলেন, আমার সেরা (ফেবারিট) খাবারই হল আসাদো। কিন্তু সেটা প্রিয় অবস্থা যেন কাতারে এসে আরো বেশি। এটা যেন আমাদের দলের মধ্যে একতা তৈরিতে দারুণ এক পরিবেশ সৃষ্টি করে। তবে কোন ফুটবলারের কতটা মাংস প্রয়োজন সেটা ঠিক করে দেবেন আমাদের ডাইটটিশিয়ানরা।