MI vs LSG preview: হারের ডবল হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স! খেলতে পারেন অর্জুন তেন্ডুলকর

#মুম্বই: সাফল্যের শিখর থেকে এক ঝটকায় ব্যর্থতার অতল গহ্বরে। পর পর পাঁচটি ম্যাচে হার। রোহিত শর্মাদের দুর্দশা দেখে সমর্থকরা শিহরিত এবং বিভ্রান্ত। কিছুতেই যেন হিসেব মিলছে না। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এমন করুণ দশা দেখে বিস্মিত ক্রিকেট মহল। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে জয়ের মুখ দেখবেন রোহিতরা। শনিবার তাঁদের সামনে লখনউ সুপার জায়ান্টস। হারের ডাবল হ্যাটট্রিকের লজ্জা এড়াতে এই ম্যাচ জিততেই হবে সূর্যকুমারদের।

কিন্তু সেই অধরা মাধুরি স্পর্শ কীভাবে সম্ভব, তার উপায় হাতড়ে বেড়াচ্ছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। রেকর্ড বুক বলছে আইপিএলে শুরুটা খারাপ হলেও দারুণ কামব্যাকের নজির রয়েছে মুম্বইয়ের। সেই আশাতে এখনও বুক বেঁধে রয়েছেন সমর্থকরা। যদিও ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্মে না থাকাটা ব্যাটিংয়ের উপর চাপ বাড়াচ্ছে। ঈশান কিষান শুরুটা ভালোই করেছিলেন।

গত কয়েকটি ম্যাচে সেই ফর্ম বজায় রাখতে পারেননি। তবে ‘বেবি এবি’ ব্রেভিস ও তিলক ভার্মা টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল। গত ম্যাচে মুম্বই জিততে না পারলেও চাপের মুখে এই দুই তরুণ ব্যাটসম্যান দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সূর্যকুমার যাদব আসায় শক্তি বেড়েছে মুম্বইয়ের ব্যাটিংয়ে। তবে কিয়েরন পোলার্ড একেবারেই ছন্দে নেই। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগও আশানুরূপ পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ।

নামের প্রতি সুবিচার করতে পারছেন না যশপ্রীত বুমরাহ। তাই জয়দেব উনাদকাট, বাসিল থাম্পিরা চাপে পড়ে যাচ্ছেন। স্পিন বিভাগও তেমন শক্তিশালী নয়। অগত্যা মুরুগান অশ্বিনকেই নিয়মিত খেলানো হচ্ছে। লখনউ সুপার জায়ান্টস পাঁচটি খেলে জিতেছে তিনটিতে। তবে মুম্বইকে বশ মানাতে হলে ক্যাপ্টেন লোকেশ রাহুলকে রানে ফিরতেই হবে।

গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে তিনি শূন্য হাতে মাঠ ছেড়েছিলেন। যার খেসারত দিতে হয়েছিল দলকে। ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে কুইন্টন ডি’ককের খেলাতেও। মিডল অর্ডারে জেসন হোল্ডার, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে আয়ুষ বাদোনি রয়েছেন। মার্কাস স্টোইনিসের মতো তারকা অলরাউন্ডারের আগমনে লখনউয়ের শক্তি অনেকটাই বেড়েছে।