সুনীতা কেজরিওয়ালের দিকে তাকিয়ে সকলে

Kejriwal Wife: দিল্লিতে আজ বড় কোনও ঘোষণা? রামলীলার মাঠে বিরাট চমক, রাহুলের সামনেই উঠে আসবেন নতুন ‘মুখ’

নয়াদিল্লি: গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা শুক্রবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘কেজরিওয়াল কো আশীর্বাদ’ প্রচারাভিযান শুরু করে দিলেন। শুধু তাই নয়, রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকে যে বিরাট সভার ডাক দেওয়া হয়েছে, তাতে মূল বক্তা মূলত সুনীতাই। কেজরিওয়ালের পাঠানো বার্তা তিনি পাঠ করবেন। ওই সভায় ইন্ডিয়া জোটের নেতারাও উপস্থিত থাকবেন। থাকবেন রাহুল গান্ধিও। সেখানে সুনীতা কী বলেন, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।

২০২১-২২ আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষার অনুরোধ প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পরেই ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করে। ইডি তার রিমান্ডের মেয়াদ বাড়ানোয় দিল্লির আদালতে কেজরিওয়ালের বক্তব্যের কথা উল্লেখ করেছেন সুনীতা। তিনি আরও বলেন, কেজরিওয়াল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী এবং শক্তিশালী শক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আদালতে অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য রেখেছেন এবং নিজের পক্ষ উপস্থাপন করেছেন। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন। না শুনে থাকলে একবার শুনে নিন। তিনি যেভাবে কোর্টের সামনে কথা বলেছেন তাতে অনেক সাহসের প্রয়োজন। তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক, একইভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতেন।

আরও পড়ুন: রচনা-লকেট লড়াই হুগলিতে, কিন্তু চমকে দিলেন বাম প্রার্থী! এমন কাজ করলেন, জনতাও থ

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী। শনিবার কেজরীর দিল্লির বাসভবনে তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘটনাচক্রে, দু’জনের স্বামীই ইডির হাতে গ্রেফতার।

আরও পড়ুন: তমলুকে কি জোর লড়াই দেবে CPIM? সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যা ঘটল নন্দীগ্রামে, নিশানায় বিজেপি!

জমি দুর্নীতি মামলায় গত ৩১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন হেমন্ত। গ্রেফতার হওয়ার পর পরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। অন্য দিকে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডি গ্রেফতার করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ঘটনাচক্রে, এই দু’টি ঘটনার ক্ষেত্রেই দুই সরকার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়ন্ত্রের’ অভিযোগ তুলেছে।

আফগারি কেলেঙ্কারিতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল কি পরবর্তী মুখ্যমন্ত্রী? জোর জল্পনা রাজনেতিক মহলে। সুনীতা কেজরিওয়াল একজন প্রাক্তন IRS অফিসার৷ দুজনেই IRS অফিসার ছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহারে সরকারে থাকাকালীন লালু যাদবকে জেলে যেতে হয়েছিল। সেই জায়গায় তাঁর স্ত্রী রাবড়িদেবীকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পুনরাবৃত্তি হতে পারে দিল্লিতেও। অরবিন্দ কেজরিওয়াল তাঁর স্ত্রী-কে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দিতে পারেন। AAP সূত্রে খবর, সুনীতার প্রতি আস্থা রয়েছে দলের সদস্যদের।