আজকে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো 

Bipodtarini Puja 2024 Astro Tips: বিপত্তারিণী পুজো চলাকালীন ভুলেও এই কাজ নয়, তাহলে আপনার সংসারে নেমে আসবে ঘোর অশান্তি

 বিপত্তারিণী পুজোর সব সময়েই দুটো তিথি থাকে৷ মঙ্গলবার অর্থাৎ আজ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। এই মঙ্গলবারের পর ফের শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ দেবী দুর্গার ১০৮ অবতারের এক দেবী মা বিপত্তারিণী।
বিপত্তারিণী পুজোর সব সময়েই দুটো তিথি থাকে৷ মঙ্গলবার অর্থাৎ আজ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। এই মঙ্গলবারের পর ফের শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ দেবী দুর্গার ১০৮ অবতারের এক দেবী মা বিপত্তারিণী।
সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করেন মহিলারা। মনে করা হয় এই ব্রত করলে সব ধরণের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম বা টোটকা রয়েছে। যদি সঠিক নিয়ম অনুসারে টোটকাগুলো পালন করা যায় তা হলে খুবই উপকার পাওয়া যায়।
সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করেন মহিলারা। মনে করা হয় এই ব্রত করলে সব ধরণের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম বা টোটকা রয়েছে। যদি সঠিক নিয়ম অনুসারে টোটকাগুলো পালন করা যায় তা হলে খুবই উপকার পাওয়া যায়।
যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন। পুজো চলাকালীন ভুলেও কারও সঙ্গে কথা বলতে নেই। এতে মা অত্যন্ত রুষ্ট হন।
যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন। পুজো চলাকালীন ভুলেও কারও সঙ্গে কথা বলতে নেই। এতে মা অত্যন্ত রুষ্ট হন।
বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনও ভুল না হয়। তা হলে সংসারে আর্থিক সঙ্কট থেকে শুরু করে যে কোনও সঙ্কট দেখা দিতে পারে।
বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনও ভুল না হয়। তা হলে সংসারে আর্থিক সঙ্কট থেকে শুরু করে যে কোনও সঙ্কট দেখা দিতে পারে।
এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনও খারাপ কথা বলতে নেই। এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না।
এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনও খারাপ কথা বলতে নেই। এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না।
এই দিন দেবীর পুজো সামগ্রী সব কিছুই ১৩টা করে অর্পণ করতে হয় এবং পুজো শেষে ১৩টা লুচি ও ১৩টা ফল আহার করতে হয়।
এই দিন দেবীর পুজো সামগ্রী সব কিছুই ১৩টা করে অর্পণ করতে হয় এবং পুজো শেষে ১৩টা লুচি ও ১৩টা ফল আহার করতে হয়।
পুজো শেষে মায়ের চরণে রাখা ১৩টা দুর্বা ও গিঁট দেওয়া ১৩টা ডুরি লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে।
পুজো শেষে মায়ের চরণে রাখা ১৩টা দুর্বা ও গিঁট দেওয়া ১৩টা ডুরি লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে।