Tag Archives: bipodtarini pujo

Bipodtarini Puja 2024 Astro Tips: বিপত্তারিণী পুজো চলাকালীন ভুলেও এই কাজ নয়, তাহলে আপনার সংসারে নেমে আসবে ঘোর অশান্তি

 বিপত্তারিণী পুজোর সব সময়েই দুটো তিথি থাকে৷ মঙ্গলবার অর্থাৎ আজ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। এই মঙ্গলবারের পর ফের শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ দেবী দুর্গার ১০৮ অবতারের এক দেবী মা বিপত্তারিণী।
বিপত্তারিণী পুজোর সব সময়েই দুটো তিথি থাকে৷ মঙ্গলবার অর্থাৎ আজ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। এই মঙ্গলবারের পর ফের শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ দেবী দুর্গার ১০৮ অবতারের এক দেবী মা বিপত্তারিণী।
সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করেন মহিলারা। মনে করা হয় এই ব্রত করলে সব ধরণের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম বা টোটকা রয়েছে। যদি সঠিক নিয়ম অনুসারে টোটকাগুলো পালন করা যায় তা হলে খুবই উপকার পাওয়া যায়।
সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করেন মহিলারা। মনে করা হয় এই ব্রত করলে সব ধরণের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম বা টোটকা রয়েছে। যদি সঠিক নিয়ম অনুসারে টোটকাগুলো পালন করা যায় তা হলে খুবই উপকার পাওয়া যায়।
যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন। পুজো চলাকালীন ভুলেও কারও সঙ্গে কথা বলতে নেই। এতে মা অত্যন্ত রুষ্ট হন।
যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন। পুজো চলাকালীন ভুলেও কারও সঙ্গে কথা বলতে নেই। এতে মা অত্যন্ত রুষ্ট হন।
বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনও ভুল না হয়। তা হলে সংসারে আর্থিক সঙ্কট থেকে শুরু করে যে কোনও সঙ্কট দেখা দিতে পারে।
বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনও ভুল না হয়। তা হলে সংসারে আর্থিক সঙ্কট থেকে শুরু করে যে কোনও সঙ্কট দেখা দিতে পারে।
এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনও খারাপ কথা বলতে নেই। এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না।
এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনও খারাপ কথা বলতে নেই। এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না।
এই দিন দেবীর পুজো সামগ্রী সব কিছুই ১৩টা করে অর্পণ করতে হয় এবং পুজো শেষে ১৩টা লুচি ও ১৩টা ফল আহার করতে হয়।
এই দিন দেবীর পুজো সামগ্রী সব কিছুই ১৩টা করে অর্পণ করতে হয় এবং পুজো শেষে ১৩টা লুচি ও ১৩টা ফল আহার করতে হয়।
পুজো শেষে মায়ের চরণে রাখা ১৩টা দুর্বা ও গিঁট দেওয়া ১৩টা ডুরি লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে।
পুজো শেষে মায়ের চরণে রাখা ১৩টা দুর্বা ও গিঁট দেওয়া ১৩টা ডুরি লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে।

Bipadtarini Astrology: সামনেই বিপত্তারিণী পুজো, ভুলেও এদিন এই কাজ করবেন না, সংসারে নেমে আসবে ঘোর অশান্তির পাহাড়, হবে চরম ক্ষতি

হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শক্তিরূপিনী দেবীরই এক রূপের প্রকাশ পায় তাঁর মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা ও অসমে এই পুজো পালিত হয়। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্য ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে।
হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শক্তিরূপিনী দেবীরই এক রূপের প্রকাশ পায় তাঁর মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা ও অসমে এই পুজো পালিত হয়। বিশেষ করে বাড়ির মহিলাদের মধ্য ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী মায়ের পুজো প্রচলিত আছে।
প্রতি বছর রথযাত্রা ও উল্টরথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয়। ‘বিপদতারিণী’ অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। ‘বিপদতারিণী’ শব্দ অপভ্রংশে ‘বিপত্তারিণী’ হয়ে উঠেছে। বাংলা ও উড়িষ্যার আশপাশের গ্রামে-গঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয়।
প্রতি বছর রথযাত্রা ও উল্টরথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয়। ‘বিপদতারিণী’ অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। ‘বিপদতারিণী’ শব্দ অপভ্রংশে ‘বিপত্তারিণী’ হয়ে উঠেছে। বাংলা ও উড়িষ্যার আশপাশের গ্রামে-গঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয়।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাচা কাপড় পরুন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোণায় ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাচা কাপড় পরুন। তারপর পুরো বাড়ি ধুয়ে মুছে নিয়ে ঘরের সব কোণায় ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন।
বিপত্তারিণী পুজোর সঙ্গে ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ১৩ গিঁট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাদ বা রাক্ষ সুতো বলা হয় তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা।
বিপত্তারিণী পুজোর সঙ্গে ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ১৩ গিঁট বিশিষ্ট লাল সুতো, যাকে বরাদ বা রাক্ষ সুতো বলা হয় তা স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা।
এই সুতোয় ১৩টি দূর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপুরি, নারকেল নিবেদন করা হয়ে থাকে।
এই সুতোয় ১৩টি দূর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে ১৩ রকমের ফুল, ১৩ রকমের ফল ও ১৩ রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। এর সঙ্গে পান, সুপুরি, নারকেল নিবেদন করা হয়ে থাকে।
পুজো শেষে প্রসাদ হিসেবে ১৩টি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে। বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে।
পুজো শেষে প্রসাদ হিসেবে ১৩টি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে। বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে।
মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা। তাই সাবধানে ও সমস্ত নিয়মনীতি মেনে এই পুজো করা উচিত।
মনে রাখবেন বিপত্তারিণী পুজোয় কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকরা। তাই সাবধানে ও সমস্ত নিয়মনীতি মেনে এই পুজো করা উচিত।