File Photo

ইজরায়েলে ড্রোন ও মিসাইল হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের আকাশসীমার উপর দিয়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার ২টি বিমান !

নয়াদিল্লি: ইজরায়েলে ইরানের ড্রোন এবং মিসাইল হামলার কয়েক ঘণ্টা আগেই ইরানের আকাশসীমার উপর দিয়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার দুটি বিমান ৷ এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ Flightradar24 ওয়েবসাইটের খবর অনুযায়ী গত ১৩ এবং ১৪ এপ্রিল এআই ১১৬ ও এআই ১৩১- যথাক্রমে নিউ ইয়র্ক থেকে মুম্বই এবং মুম্বই থেকে লন্ডনগামী বিমান দুটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের উপর দিয়ে উড়ে যায় ৷

আরও পড়ুন- রাজ্যে প্রথম দফার নির্বাচনে আগামিকাল ভোট দেবে জলপাইগুড়ি, একনজরে সেখানকার ভোট চিত্র 

এয়ার ইন্ডিয়ার ওই বোয়িং ৭৭৭-২০০ এবং ৭৭৭ইআর বিমানে যাত্রা করছিলেন যথাক্রমে ২৮০ এবং ৩৩০ জন যাত্রী ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টাই বিমানসংস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব কিছু খতিয়ে দেখেই বিমানের রুট নির্বাচন করা হয় ৷ মধ্য প্রাচ্যের বর্তমান অবস্থার দিকে সবসময়েই নজর রাখছে এয়ার ইন্ডিয়া ৷ পশ্চিমের দিকে যাত্রা করার সময় নিরাপত্তার কথাটা মাথায় রেখেই বিভিন্ন বিমানের পরিবর্তিত রুট নির্বাচন করা হয়েছে ৷

তবে শুধু এয়ার ইন্ডিয়াই নয়, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এমিরেটস এবং কাতার এয়ারওয়েজের বিমানও গত ১৩ এপ্রিল ইরানের আকাশসীমার উপর দিয়ে উড়ে যায় ৷