ATKMB ISL match : নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের তিনটে গোল মিস করেছেন? রইল ভিডিও

#গোয়া: রয় কৃষ্ণা- বোমাস-ডেভিডদের ছাড়াই হতে পারত হাফ ডজনের বেশি গোল। কিন্তু সুযোগ নষ্টের কারণে তিন গোলেই ক্ষান্ত থাকতে হল এটিকে মোহন বাগানকে। শনিবার নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত দৌড় অব্যাহত সবুজ-মেরুনের। একইসঙ্গে লিগ টেবিলে দু’নম্বরে উঠে এল ফেরান্দোর দল (১৪ ম্যাচে ২৬ পয়েন্ট)। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে এটিকে মোহন বাগান।

আরও পড়ুন – IPL Auction 2022, Ajinkya Rahane reaction: নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা বিলিয়ে দেব কেকেআরের জন্য, বার্তা রাহানের

 লিগ টেবিলের নীচের দিকে থাকা নর্থইস্টের আসল রোগ যে রক্ষণে, তা বলাই বাহুল্য। খালিদ জামিলের দলের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যেতে পারত ফেরান্দোর দল। কিন্তু মনবীর সিংয়ের শট রুখে দেন গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরি। ১৬ মিনিটে লেনির মাইনাস থেকে লিস্টন ঠিকঠাক প্লেসিং করতে পারলে গোল ছিল।

১৭ মিনিটে প্রতি-আক্রমণে ফায়দা তোলে নর্থইস্ট। মার্সেলিনহোর পাস থেকে সুহের ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন (১-০)। এরপরেই বক্সে অরক্ষিত সুহেরের পা থেকে বল ক্লিয়ার করেন তিরি। ৩-৫-২ ফর্মেশনে শুরু করা মোহন বাগান মাঝমাঠে খেলাটা ধরেন জনি কাউকো। তার সঙ্গে লিস্টনের বোঝাপড়ার ফসল সবুজ-মেরুনের দু’গোল।

২২ মিনিটে লিস্টনের সাজিয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে নেওয়া জনি কাউকোর ডান পায়ের শট জালে আশ্রয় নেয় (১-১)। বিরতির আগে কাউকোর পাস থেকে ব্যবধান বাড়ান লিস্টন (২-১)। তাঁর নামের পাশে এখন সাত গোল। দ্বিতীয়ার্ধে প্রবীর দাসের বদলে স্টপার সন্দেশ ঝিংগানকে নামান কোচ ফেরান্দো।

এবার আইএসএলে সবুজ-মেরুন জার্সি পরে প্রথম ম্যাচ খেললেন পাঞ্জাব-তনয়। ৫৩ মিনিটে লিস্টনের পাস থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ইনসাইড ডজ করে মনবীরের গোল (৩-১)। মোহন বাগান রক্ষণ জমাট বাঁধায় বক্সের বাইরে থেকে একাধিক শট নেয় নর্থইস্ট অ্যাটাকাররা। কিন্তু তাতে কাজের কাজ হয়নি।