IPL Auction 2022, U19 stars: নিলামের চূড়ান্ত দিনে অনূর্ধ্ব উনিশের তারকাদের ঠিকানা হল কোন দলে? জানুন

#বেঙ্গালুরু: রাজ বর্ধন হাঙ্গারগেকরকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির ফ্র্যাঞ্চাইজি দল মরিয়া ছিল অনূর্ধ্ব উনিশের এই অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য। মুম্বই ইন্ডিয়ান্স তার জন্য কিছুটা এগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত বেশি দাম দেওয়ায় কলকাতা রাজ বর্ধনকে পেয়ে যায় সিএসকে। ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন আগেই জানিয়েছিলেন বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা।

আরও পড়ুন – IPL Auction 2022, Ajinkya Rahane : জাতীয় দল থেকে বাদ পড়া রাহানের ওপর ভরসা রাখল কলকাতা নাইট রাইডার্স

আসন্ন নিলামে তার জন্য চড়া দর হাকতে পারেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা। রাজবর্ধন হাঙ্গারগেকার অনুর্দ্ধ ১৯ দলে ৫ নম্বরে ব্যাট করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৩৯ রানের ইনিংসে ফিনিশার হিসেবে তার দক্ষতার পরিচয় পাওয়া গেছে। জোরে বোলার হিসেবে তিনি সুইং করাতেও পারদর্শী। ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকাতে পারেন।

ভারতের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়াশ ধুল ৫০ লক্ষ টাকার বিনিময় গেলেন দিল্লি ক্যাপিটালস দলে। তিনি যে লম্বা রেসের ঘোড়া সেটা প্রমাণ করেছিলেন দিল্লির ছেলে। ভবিষ্যতের বিরাট কোহলি হতে চান। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ আগেই ইয়াশকে দলের নেওয়ার পক্ষে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে পঞ্চম বার চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম নায়ক রাজ অঙ্গদ বাওয়া।

বল হাতে ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তিনি ছাড়া এই ম্যাচে সেরা অন্য কাউকে নির্বাচন করা যেত না এবং সেটা হয়েনি। অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন রাজ। রাজের পাঁচ উইকেটে ব্রিটিশ সিংহদের উড়িয়ে দিয়েছিল ভারত।

ব্যাট হাতে ৩৫ রান করেন। আজ আইপিএল নিলামের দ্বিতীয় এবং চূড়ান্ত দিনে রাজ বাওয়াকে ২ কোটি টাকা দিয়ে তুলে নিল পঞ্জাব কিংস। অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি টাকা পেয়েছেন।