রয় কৃষ্ণকে মোহনবাগান থেকে তাড়িয়েছিলেন! সবুজ মেরুনের সর্বনাশ করে চলেছেন কোচ হুয়ান

কলকাতা: মোহনবাগান সমর্থকদের এখন যত রাগ কোচ ফেরান্ডোর ওপর। সেটাই স্বাভাবিক। কারণ তিনি মনে করেন তিনি ঠিক, বাকিরা ভুল। তার এই মনোভাবের দাম দিতে হচ্ছে সবুজ মেরুন শিবিরকে। মরশুমের শেষলগ্নে এটিকে মোহনবাগানের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ পড়ছে। শেষ ছ’টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। তা সত্ত্বেও কোচ হুয়ান ফেরান্দোর বিন্দুমাত্র হেলদোল নেই। তিনি এখনও পাসিং ফুটবলের জিগির তুলতে ব্যস্ত।

পরিস্থিতি যা, আগামী মরশুমে তাঁকে কোচের পদে দেখা না’ও যেতে পারে। কর্তারা ফেরান্দোর কাজে সন্তুষ্ট নন। কারণ, চলতি মরশুমে তাঁর পরামর্শ মেনেই দল গঠন হয়েছে। কিন্তু সময় এগনোর সঙ্গেসঙ্গে ভারসাম্যের অভাব প্রকট। কেন যে সবুজ-মেরুন ব্রিগেডে একজনও বক্স স্ট্রাইকার নেই তা কেউই জানেন না।

আরও পড়ুন – ভারতকে ব্ল্যাকমেল করার জায়গায় নেই পাকিস্তান ! পিসিবিকে আয়না দেখালেন আফ্রিদি

দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, লিস্টন কোলাসো, মনবীর সিংরা কেউই নাম্বার নাইন নন। কিন্তু ফেরান্দো নাকি এই দর্শনেই বিশ্বাসী! রয় কৃষ্ণাকে ছাড়ার মূল্য প্রতি মুহূর্তে চোকাতে হচ্ছে মোহনবাগানকে। মঙ্গলবার হায়দরাবাদ এফসি’র কাছে হারের পরেও কি ফেরান্দো একই পথে চলবেন? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই মুহূর্তে যা অবস্থা তাতে এটিকে মোহনবাগানের কাছে লিগ তালিকায় প্রথম দু’টি স্থানে থাকা অসম্ভব।

আগামী দু’টি ম্যাচে তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স ও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল। বলাই বাহুল্য, এই দু’টি ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে ফেরান্দো-ব্রিগেড। সবুজ-মেরুন সমর্থকদের একাংশ ধরেই নিয়েছেন যে, এই মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন কিংবা রানার্স হওয়া কার্যত সম্ভব নয়।

এদিকে, বুধবার আইএসএলে টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটিকে ২-১ ব্যবধানে হারাল বেঙ্গালুরু এফসি। তবে মোহনবাগান কোচ বলে যাচ্ছেন এখনও শেষ ছয় পৌঁছানো অসম্ভব নয়। কেরল এবং ২৫ শে ফেব্রুয়ারি ডার্বি জয় নিশ্চিত করতে মরিয়া তিনি। তবে এই দুটো ম্যাচ জিততে হলে চোট কাটিয়ে ফিরতে হবে হুগো বুমুকে।