IPL 2023: আইপিএলের আগে জোর ধাক্কা রাজস্থান রয়্যালসের, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

জয়পুর: ২০০৮ সালের পর মাঝে ১৪ বছরের ব্যবধান। ২০২২ সালের আইপিএলে দ্বিতীয়বারের জন্য ফাইনালে পৌছেছিল রাজস্থান রয়্যালস। ফাইনালে যদিও গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সঞ্জু স্যামসনের দলকে। রাজস্থান রয়্যালসের রানার্স হওয়ার পেছনে যে সকল ক্রিকেটারদের বড় ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। দলের বোলিং অ্যাটাকের অন্যতম প্রধান শক্তি ছিলেন এই ডান হাতি পেসার। তবে ২০২৩ সালে প্রসিদ্ধ কৃষ্ণাকে পাচ্ছে না রাজস্থান।

চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। পিঠের চোটের কারণে কাবু তিনি। অস্ত্রপচার করেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তরুণ পেসার। ট্যুইট করে প্রসিদ্ধ কৃষ্ণা জানিয়েছেন,”চোটের কারণে এত ক্রিকেট ম্যাচ খেলতে পারছি না। তার জন্য খুব কষ্ট হচ্ছে। আশা করছি তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারব।” ২০২২-এর মেগা নিলামে ১০ কোটি টাকা খরচ করে প্রসিদ্ধকে দলে নিয়েছিল রাজস্থান। গত আইপিএলে ১৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। এবার তাকে না পাওয়া রাজস্থান রয়্যালসের কাছে বড় ধাক্কা হিসেবেই দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ Lionel Messi: ফের ‘বর্ষসেরা ফুটবলার’ হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

প্রসঙ্গত, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ভালো পারফর্মও করছিলেন। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের সিরিজ চলাকালীন পিঠে চোট পান প্রসিদ্ধ কৃষ্ণা। চোটের কারণে মাঠের বাইরে যেতে হয় তাকে। অস্ত্রোপচার করার পরও এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সুস্থ হতে আরও ২ মাসের মত লাগতে পারে। তারপর ফিট হতে ও মাঠে ফিরতে আরও সময়। ফলে এখও দীর্ঘসময় ২২ গজ থেকে দূরেই থাকতে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাকে।