Durand cup : কলকাতা ডার্বিতে টানা হাফ ডজন হার ইস্টবেঙ্গলের, ডুরান্ড নকআউটের পথে মোহনবাগান

ইমামি ইস্টবেঙ্গল -০

এটিকে মোহনবাগান -১
( সুমিত – আত্মঘাতী)

#কলকাতা: রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা ডার্বিতে বলা হচ্ছিল এটিকে মোহনবাগান নাকি প্রথম থেকেই আক্রমণের ঝড় বইয়ে দেবে। কিন্তু প্রথম একাদশ তৈরির ক্ষেত্রে চমক দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। শুরু থেকেই চারজন বিদেশি নামিয়ে দিয়েছিলেন তিনি। অর্থাৎ প্রতিপক্ষকে চাপে রাখা ছিল তার লক্ষ্য। যদিও এটিকে মোহনবাগানের চাপ ছিল বেশি তবুও ইস্টবেঙ্গল বুদ্ধি করে ফুটবল খেলছিল।

ডিফেন্স শক্ত রেখে প্রতি আক্রমণ গোল করার চেষ্টা ছিল লাল হলুদের। ইভান গঞ্জালেস এবং কিরিয়াকু দারুন লড়াই করলেন। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কাঙ্খিত গোল তুলে নিল এটিকে মোহনবাগান। লিস্টনের কর্নার থেকে আত্মঘাতী গোল করলেন সুমিত পাসি। বিরতির পরে ব্রাজিলীয় ক্লেটনকে নামিয়ে দেন স্টিফেন। অবশ্য তাতে বিশেষ কিছু ফারাক হয়নি।

এটিকে মোহনবাগানের বল ধরে খেলার জবাব ছিল না ইস্টবেঙ্গলের কাছে। একের পর পাস, থার্ড ম্যান মুভমেন্ট, দেখে মনে হচ্ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়া সময়ের অপেক্ষা সবুজ মেরুনের। বাঁদিক থেকে আশিকের দৌড় চাপে ফেলে দিচ্ছিল লাল হলুদ ডিফেন্সকে। ৬০ মিনিটে বুমুকে তুলে নিয়ে হুয়ান নিয়ে এলেন মানবীরকে। লিস্টনের জায়গায় নামলেন কিয়ান।

ইস্টবেঙ্গল মাঠের মাঝখানে বলের দখল রাখতে পারছিল না। আশিক সহজ সুযোগ না হারালে এবং জনি মিস না করলে ইস্টবেঙ্গলের কপালে আরো দুঃখ থাকতে পারত। ম্যাচের সেরা নির্বাচিত হলেন এটিকে মোহনবাগানের কার্ল ম্যাক হিউ। আইরিশ মিডিও অসাধারণ ফুটবল খেললেন। আক্রমণ এবং ডিফেন্স এর মাঝখানে ব্যালেন্স তৈরি করলেন। বল সন্যাচ করলেন একের পর এক।

ইস্টবেঙ্গল সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও লড়াকু ফুটবল খেললেন। মুম্বই, রাজস্থান এবং এটিকে মোহনবাগান তিনটে দল ৪ পয়েন্ট পেল। তবে মোহনবাগানের তুলনায় তারা একটি ম্যাচ কম খেলেছে। মোহনবাগানের শেষ ম্যাচ নেভির বিপক্ষে। বুধবার ওই ম্যাচে জিততে পারলে নকআউটে চলে যাওয়া নিশ্চিত হয়ে যাবে সবুজ মেরুন দলের।

অন্যদিকে ইস্টবেঙ্গল আজকের হারের পর মোটামুটি ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। তবে কিছুটা হলেও তাদের অল্প সুযোগ এখনো রয়েছে। অন্তত খাতায় কলমে। ম্যাচের সেরা কার্ল জানিয়ে দিলেন নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী খেলে ডার্বি জিততে পেরেছেন তারা। এখন লক্ষ্য নক আউট নিশ্চিত করা। ম্যাচের শেষ মোহনবাগান সমর্থকদের সঙ্গে ভাইকিং ক্ল্যাপ দিলেন ফুটবলারা।