ATK Mohun Bagan : এগিয়ে থেকেও ড্র, ডুরান্ডে মুম্বইয়ের বিরুদ্ধে ফের হতাশ করল এটিকে মোহনবাগান

#কলকাতা: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। এমন ফলাফল হতে পারে ধারণা ছিল না। সভাপতি ব্যাপক সমালোচনা হয়েছিল গোটা দলের। গালাগালি খেতে হয়েছিল কোচকেও। তাই আজ দ্বিতীয় ম্যাচে কামব্যাক করতেই হত এটিকে মোহনবাগানকে। বুধবার দাপটের সঙ্গেই শুরু করে সবুজ মেরুন।

৪০ মিনিটের মাথায় গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। হুগোর পাস থেকে আসিস রাইয়ের পাস। সেখান থেকে কাজের কাজ করেন গোয়ান ফুটবলার। এরপরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু ব্যর্থ হন কিয়ান। ৭৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে মুম্বই। ডানদিক থেকে ভেসে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার পেরেরা ডিয়াজ।

৬০ মিনিটের মাথায় দুটো পরিবর্তন করেছিলেন মোহনবাগান কোচ। মনবীর এবং কিয়ানকে নামানো হয়। তবে গোল খাওয়ার সময় প্রীতম এবং পগবা একেবারেই জায়গায় ছিলেন না। ম্যাচে বলের দখল বেশি রাখলেও কাজের কাজটা করতে পারেনি এটিকে মোহনবাগান। একটা সময়ের পর দেখে মনে হচ্ছিল জয়সূচক গোল করার ইচ্ছে নেই তাদের।

কোন মতে ম্যাচটা থেকে একটি পয়েন্ট পেলেই হল। সেই মরিয়া ভাব দেখা গেল না। সমর্থকরা হতাশ হয়ে মাঠ ছাড়া শুরু করলেন খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে। স্প্যানিশ কোচ আজও সমালোচিত হবেন। নকআউটে যেতে হলে ইস্টবেঙ্গল এবং নেভিকে হারানো ছাড়া রাস্তা নেই।

তবে যে ছন্দে খেলছে ফেরান্দর দল, তাতে সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে রাজস্থানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর আজ যে জবাব দেওয়ার প্রয়োজন ছিল, সেটা দিতে পারল না সবুজ মেরুন। মুম্বই সিটির বিরুদ্ধে আজকের আগে পর্যন্ত জয়ের নজির ছিল না এটিকে মোহনবাগানের।

আজও সেই ট্রাডিশন বজায় রইল। বিশেষ করে দলের ফিনিশিং এবং ডিফেন্সে বিশেষ উন্নতি হয়েছে বলে মনে হল না। ম্যাচ শেষে যদিও কোচ জানিয়ে গেলেন তিনি হতাশ নন। ইস্টবেঙ্গল এবং নেভির বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।