ওয়ার্নের ওয়ার্নিং ! হোয়াইটওয়াশ হবে ভারত। রাহানেকে মোটিভেট করলেন সচিন

#মেলবোর্ন: শেন ওয়ার্ন ভারতের কোনও আশা দেখছেন না। কিংবদন্তি অজি লেগ স্পিনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন বাকি তিনটি টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে হারবে টিম ইন্ডিয়া। তাঁর স্পষ্ট কথা,’ ক্রিকেটে ভবিষদ্বাণী চলে না। কিন্তু আমি মনে করি সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। আবেগের বশে নয়, ক্রিকেট বুদ্ধি দিয়ে বিচার করেই বলছি। অ্যাডিলেডে ভারতকে অস্ট্রেলিয়া আড়াই দিনে হারিয়ে দেবে কেউ ভাবেনি। আমিও ভাবিনি। স্বয়ং অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটাররাও মনে হয় ভাবেনি। কিন্তু ওই বিরাট জয় অস্ট্রেলিয়াকে মানসিক দিক থেকে অনেক ভাল জায়গায় রাখবে। তার ওপর বিরাট কোহলি নেই। যে যাই বলুক, বিরাট থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে। অস্ট্রেলিয়া রক্তের স্বাদ পেয়ে গেছে। ওদের আটকানো মুশকিল।’

এখানেই না থেমে প্রাক্তন লেগ স্পিনার মনে করেন বিরাট ছাড়াও ভারতের বড় ক্ষতি শামির না থাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শামি কিন্তু আমার দেখা অন্যতম সেরা ভারতীয় ফাস্ট বোলার। চোট পেয়ে ছিটকে যাওয়াটা অস্ট্রেলিয়ার পক্ষে ভাল হয়েছে। শামি যে ধরনের বোলার,তাতে মেলবোর্নের উইকেটে ও বিধ্বংসী হতে পারত। ওঁর অভিজ্ঞতা মিস করবে ভারত’। কে এল রাহুল এবং তরুণ শুভমন গিল খেলবেন মেলবোর্ন টেস্টে। ওয়ার্ন মনে করেন এই দুজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে ভারত কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে।<

/p>

রাহুল আইপিএলে যে ব্যাটিং করেছিলেন, ওয়ার্ন তাঁর বড় ভক্ত। গিল বয়স কম হলেও,মাথা ঠান্ডা। প্র্যাকটিস ম্যাচে রান পেয়েছিলেন। এছাড়াও পূজারা, রাহানের মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা থাকায় ভারতীয় ব্যাটিং লড়াই করার ক্ষমতা রাখে। কিন্তু অস্ট্রেলিয়ার তিন ফাস্ট বোলারকে খেলা সহজ নয়। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড গতি এবং বাউন্স দিয়ে আবার ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যা ফেলার চেষ্টা করবে। ওয়ার্ন মনে করেন এই তিনজন ফাস্ট বোলার অনেকদিন পর অস্ট্রেলিয়া দলে দারুণ সাড়া ফেলেছে। তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন দেশের ভবিষ্যৎ। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এঁরা প্রত্যেকেই অত্যন্ত লম্বা। ফলে বাউন্স পেতে সমস্যা হয় না।

এদিকে সচিন তেন্ডুলকার জানিয়েছেন তিনি মনে করেন অস্ট্রেলিয়া ব্যাপারটা যত সহজ ভাবছে তত সহজ হবে না। বিরাটের না থাকাটা ফ্যাক্টর, কিন্তু এটা নিয়ে বেশি না ভেবে ভারত নিজেদের প্লাস পয়েন্ট নিয়ে ভাবলে ভাল করবে মনে করেন মাস্টার ব্লাস্টার। অজিঙ্কা রাহানে অধিনায়কের দায়িত্ব সামলাবেন বক্সিং ডে টেস্টে। সচিন বলেন,’ রাহানে আগেও এই দায়িত্ব পালন করেছে। ঠান্ডা মাথার ক্রিকেটার। মুখে হয়ত বেশি কথা বলতে দেখবেন না, কিন্তু তার মানে ও বাকিদের থেকে কম লড়াকু সেটা নয়। পূজারার ক্ষেত্রেও তাই। এদের শরীরী ভাষা হয়ত আক্রমণাত্মক নয়, কিন্তু দু’জনের কেউই জেতার জন্য চেষ্টার ত্রুটি রাখবে না। অস্ট্রেলিয়াকে পাল্টা মার দিতে পারলে ওঁরা চাপে পড়তে বাধ্য। তবে আমিও মনে করি শামির না থাকাটা অবশ্যই বড় ক্ষতি’।