Tag Archives: India vs Austarlia

India vs Australia: ফাইনালের চাপ নিতে ব্যর্থ! পরপর উইকেট হারিয়ে হারের দোরগোড়ায় ভারত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে প্রবল চাপে ভারত। অবিশ্বাস্য কোনও কিছু না ঘটলে জুনিয়ার টিম ইন্ডিয়ার ফাইনালে ঘুড়ে দাঁড়ানো এক প্রকার অসম্ভব। অস্ট্রেলিয়ার দেওয়া ২৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় জুনিয়র টিম ইন্ডিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট হারিয়ে ফাইনাল হারার প্রমাদ গুনছে ভারত।

যুব বিশ্বকাপ ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ব্যাটিংয়ে ভর করে লড়াকু টোটোল করে ব্যাগি গ্রিনরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন হারজাস সিং। এছাড়া অধিনায়ক হিউ উইবজেন ৪৮, অলি পিক ৪৬ ও হ্যারি ডিক্সন ৪২ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাজ লিম্বানি।

২৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয়। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা মুশির খান, উদয় সাহারন, সচিন ধাশরা সকলেই ফাইনালে ব্যর্থ হন। রান পাননি আর্শিন কুলকার্নিও। একমাত্র ওপেনার আদর্শ সিং লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ফাইনালে যেভাবে চোক করেছে ভারতের ব্যাটিংয়ের টপ অর্ডার তা নিয়ে প্রশ্ন উঠবেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান। ক্রিজে রয়েছেন আদর্শ সিং ও মুরুগান পেরুমাল অভিষেক। এখনও ম্যাচ জিততে ভারতের দরকার ১৩৯ রান হাতে মাত্র ৪ উইকেট।

IND vs AUS: উড়বে অজিদের ঘুম! তৈরি ভারতের ৫ তারকা, যারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দক্ষিণ আফ্রিকার বেননিতে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। একদিকে ভারতের ষষ্ঠবার ওঅস্ট্রেলিয়ার চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। মেগা ম্যাচে ভারতের কোন ৫ ক্রিকেটার একার হাতে রং বদলে দিতে পারে ম্যাচের, চলুন দেখে নেওয়া যাক।
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দক্ষিণ আফ্রিকার বেননিতে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। একদিকে ভারতের ষষ্ঠবার ওঅস্ট্রেলিয়ার চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। মেগা ম্যাচে ভারতের কোন ৫ ক্রিকেটার একার হাতে রং বদলে দিতে পারে ম্যাচের, চলুন দেখে নেওয়া যাক।
উদয় সাহারন: একদিকে যেমন দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন, অপরদিকে ব্যাট হাতেও তেমনই কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় ছয় ম্যাচে ৬৪ গড়ে ইতিমধ্যেই ৩৮৯ রান করে ফেলেছেন জুনিয়র টিম ইন্ডিয়ার অধিনায়ক। রয়েছে শতরানও। চাপের মুহূর্তে কীভাবে ঠান্ডা মাথায় ব্যাট করে ম্যাচ বার করতে হয় তা সেমিতে প্রমাণ করে দিয়েছেন উদয়।
উদয় সাহারন: একদিকে যেমন দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন, অপরদিকে ব্যাট হাতেও তেমনই কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় ছয় ম্যাচে ৬৪ গড়ে ইতিমধ্যেই ৩৮৯ রান করে ফেলেছেন জুনিয়র টিম ইন্ডিয়ার অধিনায়ক। রয়েছে শতরানও। চাপের মুহূর্তে কীভাবে ঠান্ডা মাথায় ব্যাট করে ম্যাচ বার করতে হয় তা সেমিতে প্রমাণ করে দিয়েছেন উদয়।
মুশির খান: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় দলে উদয়েক পর দ্বিতীয় সর্বাধিক রান করেছেন মুশির। রয়েছে ২টি শতরানও। ৬টি ম্যাচে ৬৭ গড় ও ১০১ স্ট্রাইক রেটে ৩৩৮ রান করেছেন তিনি। ফাইনালে মুশির খানের ব্যাট থেকে বড় ইনিংস দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা।
মুশির খান: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় দলে উদয়েক পর দ্বিতীয় সর্বাধিক রান করেছেন মুশির। রয়েছে ২টি শতরানও। ৬টি ম্যাচে ৬৭ গড় ও ১০১ স্ট্রাইক রেটে ৩৩৮ রান করেছেন তিনি। ফাইনালে মুশির খানের ব্যাট থেকে বড় ইনিংস দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা।
সচিন ধাশ: ভারতীয় দলের ব্যাটিং টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন সচিন ধাশ। সেমি ফাইনালে উদয় সাহারনের সঙ্গে জুটি বেঁধে দলকে পৌছে দিয়েছেন কাঙ্খিত লক্ষ্যে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৭৩.৫ গড়ে ২৯৪ রান করেছেন সচিন। রয়েছে একটি শতরানও।
সচিন ধাশ: ভারতীয় দলের ব্যাটিং টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন সচিন ধাশ। সেমি ফাইনালে উদয় সাহারনের সঙ্গে জুটি বেঁধে দলকে পৌছে দিয়েছেন কাঙ্খিত লক্ষ্যে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৭৩.৫ গড়ে ২৯৪ রান করেছেন সচিন। রয়েছে একটি শতরানও।
সাউমি পাণ্ডে: ভারতীয় দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র সাউমি পাণ্ডে। যুব বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিযোগিতায় ৬ ম্যাচে খেলে ১৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারীদের তালিকাতেও রয়েছেন সাউমি। ফাইনালের জন্য তৈরি তিনি।
সাউমি পাণ্ডে: ভারতীয় দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র সাউমি পাণ্ডে। যুব বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিযোগিতায় ৬ ম্যাচে খেলে ১৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারীদের তালিকাতেও রয়েছেন সাউমি। ফাইনালের জন্য তৈরি তিনি।
রাজ লিম্বানি: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের বোলিং লাইনে অন্যতম সেরা অস্ত্র রাজ লিম্বানি। প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিযোগিতায় ৮টি ম্যাচ খেলে ৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়। ফাইনালেও নিজের ক্যারিশ্মা দেখাতে তৈরি রাজ লিম্বানি।
রাজ লিম্বানি: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের বোলিং লাইনে অন্যতম সেরা অস্ত্র রাজ লিম্বানি। প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিযোগিতায় ৮টি ম্যাচ খেলে ৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়। ফাইনালেও নিজের ক্যারিশ্মা দেখাতে তৈরি রাজ লিম্বানি।

Rinku Singh: শেষ বলে ছয় মেরেও রান পেলেন না রিঙ্কু সিং, কারণটা কী? ক্রিকেটের এই নিয়ম অনেকেই জানেন না

বিশ্বকাপ ফাইনাল হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ২০৮ রান। শতরান করেন জস ইংলিশ। জবাবে লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে জয় পায় ভারত।
বিশ্বকাপ ফাইনাল হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ২০৮ রান। শতরান করেন জস ইংলিশ। জবাবে লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে জয় পায় ভারত।
ভারতের হয়ে ফর্মে ফেরেন সূর্যকুমার যাদব। ৪২ বলে ৮০ রানের বিদ্ধংসী ইনিংস খেলেন এই সিরিজে ভারত অধিনায়ক। এছাড়া ৩৯ বলে ৫৮ করেন ঈশান কিশান। শেষের দিকে ১৪ বলে ২২ রানের ম্যাচ উইনিং নক খেলেন রিঙ্কু সিং।
ভারতের হয়ে ফর্মে ফেরেন সূর্যকুমার যাদব। ৪২ বলে ৮০ রানের বিদ্ধংসী ইনিংস খেলেন এই সিরিজে ভারত অধিনায়ক। এছাড়া ৩৯ বলে ৫৮ করেন ঈশান কিশান। শেষের দিকে ১৪ বলে ২২ রানের ম্যাচ উইনিং নক খেলেন রিঙ্কু সিং।
কিন্তু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচে একটি অদ্ভূত ঘটনা ঘটেছে। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১ রান। রিঙ্কু সিং তখন ২২ রানে ব্যাট করছেন। ৬ মেরে দলকে ম্যাচ জেতান। ফলে রিঙ্কুর ২৮ রান হওয়ার কথা।
কিন্তু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচে একটি অদ্ভূত ঘটনা ঘটেছে। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১ রান। রিঙ্কু সিং তখন ২২ রানে ব্যাট করছেন। ৬ মেরে দলকে ম্যাচ জেতান। ফলে রিঙ্কুর ২৮ রান হওয়ার কথা।
প্রাথমিকভাবে ২৮ রান দেখানোও হয়। কিন্তু পরে দেখা যায় সেই ছয় রান রিঙ্কু সিং পাননি। তিনি ২২-এই নট আউট রয়েছে। অথচ ভারত ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে গিয়েছে। কিন্তু কীভাবে এমনটা হল, কেন ৬ মেরেও রান পেলেন না রিঙ্কু সিং তা নিয়ে কৌতুহল তৈরি হয়।
প্রাথমিকভাবে ২৮ রান দেখানোও হয়। কিন্তু পরে দেখা যায় সেই ছয় রান রিঙ্কু সিং পাননি। তিনি ২২-এই নট আউট রয়েছে। অথচ ভারত ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে গিয়েছে। কিন্তু কীভাবে এমনটা হল, কেন ৬ মেরেও রান পেলেন না রিঙ্কু সিং তা নিয়ে কৌতুহল তৈরি হয়।
পরে জানা যায় এর আসল কারণ। আসলে রিঙ্কু সিং ছয় মারলেও শিন অ্যাবট যে বলটি করেছিল সেটি নো বল ছিল। যে হেতু ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ১ রান, তাই সেই নো বলেই ম্যাচ জিতে যায় ভারত।
পরে জানা যায় এর আসল কারণ। আসলে রিঙ্কু সিং ছয় মারলেও শিন অ্যাবট যে বলটি করেছিল সেটি নো বল ছিল। যে হেতু ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ১ রান, তাই সেই নো বলেই ম্যাচ জিতে যায় ভারত।
নো বলে ম্যাচ জিতে যাওয়ার কারণে রিঙ্কু সিংয়ের ছয়ের আর প্রয়োজন পড়েনি। তাই ভারতের স্কোর ২১৪ না দেখিয়ে ২০৯ দেখিয়েছে ১৯.৫ ওভারে। আর রিঙ্কু সিং ২৮ না দেখিয়ে ২২ দেখানো হয়েছে। এটাই আইসিসির নিয়ম।
নো বলে ম্যাচ জিতে যাওয়ার কারণে রিঙ্কু সিংয়ের ছয়ের আর প্রয়োজন পড়েনি। তাই ভারতের স্কোর ২১৪ না দেখিয়ে ২০৯ দেখিয়েছে ১৯.৫ ওভারে। আর রিঙ্কু সিং ২৮ না দেখিয়ে ২২ দেখানো হয়েছে। এটাই আইসিসির নিয়ম।

IND vs AUS World Cup Final 2023: ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগের দিন থেকেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে উপচে পড়া ভিড়, রইল অ্যালবাম

১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মাঠে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। মুখিয়ে আছে গোটা দেশবাসি। শেষ হাসি কে হাসবে? কার হাতে বা উঠবে ট্রফি? সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে সব কিছুর মাঝেই চলছে আগামিকালের ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে আহমেদাবাদ।
১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মাঠে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। মুখিয়ে আছে গোটা দেশবাসি। শেষ হাসি কে হাসবে? কার হাতে বা উঠবে ট্রফি? সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে সব কিছুর মাঝেই চলছে আগামিকালের ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে আহমেদাবাদ।
তবে শুধু আমেদাবাদই সাজচ্ছে না, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর শেষ ম্যাচকে কেন্দ্র করে সাজছে আহমেদাবাদবাসিও। মানুষ-জনের মধ্যে ব্যাপক উন্মাদনা। ম্যাচের আগের দিন থেকেই উত্তেজনায় ফুটছে শহর।
তবে শুধু আমেদাবাদই সাজচ্ছে না, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর শেষ ম্যাচকে কেন্দ্র করে সাজছে আহমেদাবাদবাসিও। মানুষ-জনের মধ্যে ব্যাপক উন্মাদনা। ম্যাচের আগের দিন থেকেই উত্তেজনায় ফুটছে শহর।
১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর তাঁর আগেই জনজোয়ার স্টেডিয়ামের বাইরে। আজ থেকেই ভিড় জমিয়েছে বিপুল সংখ্যক মানুষ।
১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর তাঁর আগেই জনজোয়ার স্টেডিয়ামের বাইরে। আজ থেকেই ভিড় জমিয়েছে বিপুল সংখ্যক মানুষ।
তাঁরা সেজে উঠেছেন নানা সাজে। কেউ গোটা শরীর জুড়ে এঁকেছেন ভারতের পতাকার। আবার কারুর হাতে তেরঙা। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে।
তাঁরা সেজে উঠেছেন নানা সাজে। কেউ গোটা শরীর জুড়ে এঁকেছেন ভারতের পতাকার। আবার কারুর হাতে তেরঙা। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে।
ফাইনাল ম্যাচের জন্য জোড় কদমে চলছে প্রস্তুতি। একজন ভক্ত বলেছেন, "আমরা এখানে দলকে উৎসাহ দিতে এসেছি।" ম্যাচের একদিন আগে থেকেই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে স্টেডিয়ামে। ভিড় সামাল দিতে ও যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তার জন্য রাখা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। (নিধি পাঞ্চাল)
ফাইনাল ম্যাচের জন্য জোড় কদমে চলছে প্রস্তুতি। একজন ভক্ত বলেছেন, “আমরা এখানে দলকে উৎসাহ দিতে এসেছি।” ম্যাচের একদিন আগে থেকেই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে স্টেডিয়ামে। ভিড় সামাল দিতে ও যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তার জন্য রাখা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। (নিধি পাঞ্চাল)

সচিন থেকে ভিভিএস, ঋষভের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ সবাই

#সিডনি: উইকেট রক্ষক হিসেবে কম সমালোচনা সহ্য করতে হয় না তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিশ্চিত কয়েকটি ক্যাচ মিস করেছিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ব্যাট করার সময় বাঁহাতের কনুইয়ে চোট পান। কিন্তু চিড় না ধরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসেন তিনি। পঞ্চম দিন সকালে অধিনায়ক রাহানে ফিরে গেলে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয় তাঁকে। ঋষভ দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ানদের পাল্টা মার কী ভাবে দিতে হয়। প্রথমদিকে একটু ধরে খেললেন। কিন্তু তারপর থেকে নিজের স্বাভাবিক শট খেলা থেকে পিছিয়ে গেলেন না। দুরন্ত কাউন্টার অ্যাটাক করলেন কামিন্স,
লিওন দের।

মারলেন বারোটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইন থেকে স্টিভ স্মিথ তখন রীতিমত টেনশনে ভুগছেন। যেভাবে খেলছিলেন ঋষভ তাতে মনে হচ্ছিল একাই হিসেব পাল্টে দেবেন। অবশেষে সাতা নব্বই রানে আউট হয়ে ফিরলেন। নিশ্চিত শতরান হারালেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে চতুর্থ ইনিংসে এরকম ব্যাটিং দীর্ঘদিন দেখা যায়নি কোনও ভারতীয় র ব্যাট থেকে। তাঁর এই আক্রমনাত্মক মানসিকতার প্রশংসায় প্রাক্তন ক্রিকেটার রা। ম্যাচ জিততে না পারলেও ঋষভ পন্থের এই ইনিংস অনেকদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।

সচিন তেন্ডুলকর

হাতের পাঁচটা আঙুল যেমন একে অপরের থেকে আলাদা, ঠিক ততটাই আলাদা ছিল ঋষভ এবং পূজারার ইনিংস। ওয়েল প্লেড।

ভি ভি এস লক্ষণ

হয়তো শতরান পায়নি। কিন্তু যেভাবে খেলেছে তাতে গর্বিত বোধ করতে পারে। ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল ওই আক্রমনাত্মক ইনিংস। ওয়েল প্লেড ইয়ং ম্যান।

আকাশ চোপড়া

শতরান হাতছাড়া নিয়ে ভাবেনি। চাপের মুহূর্তে দলকে জেতানোর চেষ্টা করেছে। চোট নিয়ে এই লড়াই মনে রাখার মত।

সুরেশ রায়না

দুর্দান্ত ইনিংস খেলেছ ভাই।

ইরফান পাঠান  

সাহসী লড়াই’ দেখে মুগ্ধ। অনেক প্রশ্ন এখন থেকে আর উঠবে না।

টম মুডি

সবচেয়ে যে ব্যাপারটা ভাল লাগল, তা হল চাপের মুখেও নিজের স্বাভাবিক খেলাকে তুলে ধরার চেষ্টা। লিভ বাই দা সোর্ড, ডাই বাই দা সোর্ড।

ওয়ার্নের ওয়ার্নিং ! হোয়াইটওয়াশ হবে ভারত। রাহানেকে মোটিভেট করলেন সচিন

#মেলবোর্ন: শেন ওয়ার্ন ভারতের কোনও আশা দেখছেন না। কিংবদন্তি অজি লেগ স্পিনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন বাকি তিনটি টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে হারবে টিম ইন্ডিয়া। তাঁর স্পষ্ট কথা,’ ক্রিকেটে ভবিষদ্বাণী চলে না। কিন্তু আমি মনে করি সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। আবেগের বশে নয়, ক্রিকেট বুদ্ধি দিয়ে বিচার করেই বলছি। অ্যাডিলেডে ভারতকে অস্ট্রেলিয়া আড়াই দিনে হারিয়ে দেবে কেউ ভাবেনি। আমিও ভাবিনি। স্বয়ং অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটাররাও মনে হয় ভাবেনি। কিন্তু ওই বিরাট জয় অস্ট্রেলিয়াকে মানসিক দিক থেকে অনেক ভাল জায়গায় রাখবে। তার ওপর বিরাট কোহলি নেই। যে যাই বলুক, বিরাট থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে। অস্ট্রেলিয়া রক্তের স্বাদ পেয়ে গেছে। ওদের আটকানো মুশকিল।’

এখানেই না থেমে প্রাক্তন লেগ স্পিনার মনে করেন বিরাট ছাড়াও ভারতের বড় ক্ষতি শামির না থাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শামি কিন্তু আমার দেখা অন্যতম সেরা ভারতীয় ফাস্ট বোলার। চোট পেয়ে ছিটকে যাওয়াটা অস্ট্রেলিয়ার পক্ষে ভাল হয়েছে। শামি যে ধরনের বোলার,তাতে মেলবোর্নের উইকেটে ও বিধ্বংসী হতে পারত। ওঁর অভিজ্ঞতা মিস করবে ভারত’। কে এল রাহুল এবং তরুণ শুভমন গিল খেলবেন মেলবোর্ন টেস্টে। ওয়ার্ন মনে করেন এই দুজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে ভারত কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে।<

/p>

রাহুল আইপিএলে যে ব্যাটিং করেছিলেন, ওয়ার্ন তাঁর বড় ভক্ত। গিল বয়স কম হলেও,মাথা ঠান্ডা। প্র্যাকটিস ম্যাচে রান পেয়েছিলেন। এছাড়াও পূজারা, রাহানের মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা থাকায় ভারতীয় ব্যাটিং লড়াই করার ক্ষমতা রাখে। কিন্তু অস্ট্রেলিয়ার তিন ফাস্ট বোলারকে খেলা সহজ নয়। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড গতি এবং বাউন্স দিয়ে আবার ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যা ফেলার চেষ্টা করবে। ওয়ার্ন মনে করেন এই তিনজন ফাস্ট বোলার অনেকদিন পর অস্ট্রেলিয়া দলে দারুণ সাড়া ফেলেছে। তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন দেশের ভবিষ্যৎ। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এঁরা প্রত্যেকেই অত্যন্ত লম্বা। ফলে বাউন্স পেতে সমস্যা হয় না।

এদিকে সচিন তেন্ডুলকার জানিয়েছেন তিনি মনে করেন অস্ট্রেলিয়া ব্যাপারটা যত সহজ ভাবছে তত সহজ হবে না। বিরাটের না থাকাটা ফ্যাক্টর, কিন্তু এটা নিয়ে বেশি না ভেবে ভারত নিজেদের প্লাস পয়েন্ট নিয়ে ভাবলে ভাল করবে মনে করেন মাস্টার ব্লাস্টার। অজিঙ্কা রাহানে অধিনায়কের দায়িত্ব সামলাবেন বক্সিং ডে টেস্টে। সচিন বলেন,’ রাহানে আগেও এই দায়িত্ব পালন করেছে। ঠান্ডা মাথার ক্রিকেটার। মুখে হয়ত বেশি কথা বলতে দেখবেন না, কিন্তু তার মানে ও বাকিদের থেকে কম লড়াকু সেটা নয়। পূজারার ক্ষেত্রেও তাই। এদের শরীরী ভাষা হয়ত আক্রমণাত্মক নয়, কিন্তু দু’জনের কেউই জেতার জন্য চেষ্টার ত্রুটি রাখবে না। অস্ট্রেলিয়াকে পাল্টা মার দিতে পারলে ওঁরা চাপে পড়তে বাধ্য। তবে আমিও মনে করি শামির না থাকাটা অবশ্যই বড় ক্ষতি’।