Tag Archives: Shane Warne

Ravichandran Ashwin: মুরলীধরন ও শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন! জেনে নিন বিস্তারিত

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ৫ ম্যাচে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে বোলিং করেছেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৫ ম্যাচে মোট ২৬ উইকেট নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ৫ ম্যাচে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে বোলিং করেছেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৫ ম্যাচে মোট ২৬ উইকেট নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ডেবিউ ও শততম টেস্টে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার হয়েছেন অশ্বিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ডেবিউ ও শততম টেস্টে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার হয়েছেন অশ্বিন।
একইসঙ্গে এই সিরিজে দুই কিংবদন্তী স্পিনাপ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন ও অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের রেকর্ডও ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
একইসঙ্গে এই সিরিজে দুই কিংবদন্তী স্পিনাপ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন ও অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের রেকর্ডও ভেঙে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
আসলে সব থেকে বেশিবার একটি টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার নিরিখে বিশ্বরেকর্ড গড়েছেন অশ্বিন। এতদিন পর্যন্ত মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন ৬ বার করে একটি টেস্ট সিরিজে ২৫ বা তার বেশি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।
আসলে সব থেকে বেশিবার একটি টেস্ট সিরিজে ২৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার নিরিখে বিশ্বরেকর্ড গড়েছেন অশ্বিন। এতদিন পর্যন্ত মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন ৬ বার করে একটি টেস্ট সিরিজে ২৫ বা তার বেশি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।
অশ্বিন তাদের সঙ্গে যুগ্মভাবে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬  উইকেট নিয়ে মোট ৭ বার কোনও টেস্ট সিরিজে ২৫ বা তার বেশি উইকেট শিকারী হলেন। পিছনে ফেললেন মুরলীধরন ও ওয়ার্নকে।
অশ্বিন তাদের সঙ্গে যুগ্মভাবে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ উইকেট নিয়ে মোট ৭ বার কোনও টেস্ট সিরিজে ২৫ বা তার বেশি উইকেট শিকারী হলেন। পিছনে ফেললেন মুরলীধরন ও ওয়ার্নকে।
তবে মোট উইকেটের নিরিখে মুরলী বা ওয়ার্নের থেকে এখনও অনেক পিছিয়ে অশ্বিন। মুরলী ও ওয়ার্ন যেখানে যথাক্রমে ৮০০ ও ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন। সেখানে অশ্বিনের টেস্ট ক্রিকেটে শিকার ৫১৬টি।
তবে মোট উইকেটের নিরিখে মুরলী বা ওয়ার্নের থেকে এখনও অনেক পিছিয়ে অশ্বিন। মুরলী ও ওয়ার্ন যেখানে যথাক্রমে ৮০০ ও ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন। সেখানে অশ্বিনের টেস্ট ক্রিকেটে শিকার ৫১৬টি।

১০০ বছরের ‘সেরা বল’ এটাই? কোনও বোলার আজ পর্যন্ত এমন করতে পারেনি, গ্যারান্টি

নয়াদিল্লি: শেন ওয়ার্নের সেই ডেলিভারিটা মনে আছে? লেগ স্টাম্পের বাইরে পড়ে ৯০ ডিগ্রি বাঁক নিয়ে অফ স্ট্যাম্প ছিটকে দিয়েছিল। হাঁ হয়ে গিয়েছিলেন মাইক গ্যাটিং। শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে এভাবে যে বোল্ড হবেন, স্বপ্নেও ভাবতে পারেননি। ওয়ার্নের সেই বলকে ‘বল অফ দ্য সেঞ্চুরি’ আখ্যা দেওয়া হয়।

এরকমই স্পিনের জাদু দেখা গেল কেসিসি টি২০ চ্যালেঞ্জার্স কাপের কুয়েত ন্যাশনাল বনাম এসবিএস সিসি-র ম্যাচে। ওয়ার্নের মতো নিখুঁত অতিরিক্ত স্পিন না হলেও মহম্মদ ওয়াকার আঞ্জুম যা করেছেন, সেটাও কম নয়।

আরও পড়ুন- KKR তারকা বোলার ফাটালেন বোমা, ‘আমি চোট পেয়েছি বলে দল থেকে বার করে দিল’,তারপর…

ঠিক কী হয়েছিল? ক্রিজে ব্যাট করছিলেন এসবিএস সিসি-র বিয়ান্ত সিং। স্কোরবোর্ডে ৯৯ রানে ৩ উইকেট। তখনই বল করতে এলেন কুয়েত ন্যাশনালসের মহম্মদ ওয়াকার আঞ্জুম। ডেলিভারির ধরন অনেকটা কিংবদন্তি মুরলিধরণের মতো। তবে বোলিং মোটেই ‘মুরলিচিত’ হয়নি। অনেকে এটাকে ‘ভুলের ভেলকি’ বলছেন।

দেখলে মনে হবে, ওয়াকারের হাত থেকে বল বুঝি পিছলে গিয়েছে। অনেকটা উঁচুতে ডেলিভারি হয়। বিমার বা উচ্চ ফুল টসের মতো। বিয়ন্ত এমনটাই ভেবেছিলেন। স্যুইংয়ের মোকাবিলা করতে অফস্ট্যাম্পের দিকে সরে যান বিয়ন্ত। কিন্তু সবাইকে অবাক করে বল বল বিয়ন্তের পায়ের কাছে পড়ে চকিতে বাঁক নিয়ে লেগ স্টাম্প ছিটকে দেয়।

বিয়ন্ত শেষ মুহূর্তে শট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ওয়াকারের এই ডেলিভারি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক্স প্ল্যাটফর্মে একজন কিছুটা ব্যঙ্গের সুরেই লিখেছেন, ‘শতাব্দীর সেরা ডেলিভারি’। আরেক ইউজারের কটাক্ষ, ‘বল কুয়েত থেকে ওমানে ঘুরছে’। একজন তো সরাসরি লিখে দিয়েছেন, ‘এত ক্যাজুয়াল ডেলিভারিতে উইকেট! ভাবাই যায় না’।

আরও পড়ুন- রান্টি মার্টিন্সকে মনে আছে?কলকাতা দাপিয়ে খেলা ফুটবলার এখন কোথায়?চমকে যাবেন শুনে

এবারই প্রথম নয়। ক্রিকেট মাঠের মজার মুহূর্ত আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ফিল্ডিংয়ের মুহূর্ত। এক ক্রিকেটারের বাইন্ডারি আটকানোর ব্যর্থ প্রয়াস তো মিমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

প্রথমে বল ধরে হোঁচট খেয়ে পড়ে যান। হাত থেকে ছিটকে যায় বল। তারপর ডাইভ মারেন কিন্তু বলের নাগাল পান না। শেষে বল ধরে ফেরত পাঠাতে গেলে নিজের পায়ে লেগে বাউন্ডারি হয়ে যায়। সে এক কীর্তি বটে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। অনেকে রসিকতা করে লিখেছিলেন, ‘ক্রিকেটের সঙ্গে ইয়ার্কি মারছে’।

Shane Warne: শেন ওয়ার্ন মারা গেছেন ৪ মার্চ, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকউন্ট থেকে ট্যুইট, চমকে উঠলেন সকলে

#সিডনি: প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সর্বকালীন সেরা বোলারদের মধ্যে অন্যতম৷ আজ ১৩ সেপ্টেম্বর- শেন ওয়ার্নের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী৷ ৫৩ বছরের জন্মদিন ছিল ওয়ার্নের৷ টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ৬০০ উইকেটের মালিক হয়েছিলেন৷ একজন মহান ক্রিকেটার হিসেবে পরিচিত এই ক্রিকেটার দুনিয়াকে আলবিদা করেছেন এই বছরের ৪ মার্চ৷ থাইল্যান্ডের কো সুমাই আইল্যান্ডে ছুটি কাটানোর সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর৷

আজ ১৩ সেপ্টেম্বর শেন ওয়ার্নের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় ফের ওয়ার্নের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্যুইট দেখে সকলেঅবাক হয়ে যান৷ একজন নেটিজেন লিখেছেন , ‘‘ট্যুইট দেখে আমার হৃদয় ধড়ফড় করছে৷ আমি ওঁর আওয়াজ, লেগস্পিন, চোখ , আধিপত্য কখনও ভুলতে পারব না- লাভ ইউ ওয়ার্ন ফর এভার৷’’

 

 

আরেক নেটিজেন লিখেছেন, ‘‘আমি আর অন্য কারোর বিষয়ে ভাবতে পারব না, উনি আমার বড় হওয়ায় প্রভাব ফেলেছেন৷ কখনও কখনও মনে হয় উনি এখন আমার আশেপাশে নেই৷ শেন ওয়ার্নের ব্যক্তিত্ব শব্দে প্রকাশের চেয়ে বড় ছিল৷ ’’

 

আরও পড়ুন –  রাতের আকাশে যেন চলন্ত ট্রেন! চলন্ত আলোর সিরিজ দেখে উত্তরপ্রদেশের গ্রামের মানুষরা হতবাক

ইতিহাসের অন্যতম সবচেয়ে মহান ক্রিকেটার মানা হয় অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেটের মালিককে৷  তিনি টেস্টে উইকেট নেওয়া সবচেয়ে বেশি উইকেটের মালিকের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷

শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণের পর ওয়ানডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে ১০০০ উইকেট নেওয়া তিনি মাত্র দ্বিতীয় বোলার৷

ওয়ান ডে ক্রিকেটে তিনি ১৯৪ ম্যাচে ২৯৩ উইকেট নিয়েছেন৷ ক্রিকেটে ব্যাটিং করার সময়ে তিনি ১২ টি অর্ধশতরানের মালিক৷ তাঁর সর্বোচ্চ স্কোর ৯৯ রান৷ তাঁর অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷

Shane Warne Death: শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড! কিংবদন্তীকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন রণবীর, অর্জুন, ডায়ানাদের

#মুম্বই: প্রখ্যাত ক্রিকেটার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে (Shane Warne passed away) শোকস্তব্ধ বিশ্ব! শুধু ক্রীড়া জগত নয়, শেন ওয়ার্ন আর নেই এই খবর মানতে পারছেন না অনুরাগীরাও। ৪ মার্চ সন্ধ্যায় থাইল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন (Cricket legend Shane Warne)। ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান এই ক্রিকেটার। ওয়ার্নের মৃত্যুর (Shane Warne death) খবর ভেসে আসা মাত্রই হতবাক বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অগণিত ভক্তরা। কিংবদন্তী এই ক্রিকেটারকে শ্রদ্ধা (Shane Warne Death) জানিয়েছেন বলিউড তারকারাও! বেশ কিছু বলিউড সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন- “পরজন্মে ছেলে হয়ে জন্মাতে চাই,” কোন যন্ত্রণায় এ আক্ষেপ পুষ্পা নায়িকা রশ্মিকার?

রণবীর সিং (Ranveer Singh) ইনস্টাগ্রামে কিংবদন্তী শেন ওয়ার্নের একটি ছবি শেয়ার করেছেন।

সানি দেওলও তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং লিখেছেন, “ক্রিকেট আজ এক মূল্যবান রত্ন হারিয়েছে। শান্তিতে থাকুন কিংবদন্তী শেন ওয়ার্ন। খুব তাড়াতাড়ি চলে গেলেন, প্রার্থনা রইল।”

উর্মিলা মাতণ্ডকারও (Urmila Matondkar) শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন, “ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্নের অকাল মৃত্যুর (Shane Warne Death) কথা শুনে অত্যন্ত মর্মাহত এবং শোকস্তব্ধ। কিংবদন্তী অসি লেগ স্পিনারকে মিস করব! শান্তিতে থাকুন!”

দেখুন অর্জুন কাপুরের (Arjun Kapoor) ইনস্টাগ্রাম পোস্ট

আরও পড়ুন- ‘স্যর পড়ায় মন বসছে না’, ভক্তকে পড়াশোনার পরামর্শ শাহরুখের!হাসির রোল নেট দুনিয়ায়

অভিনেত্রী ডায়ানা পেন্টিও ক্রিকেটের দুঃখজনক দিন বলেই মনে করছেন এই প্রয়াণের (Shane Warne Death) খবরকে।

বোমান ইরানি, অর্জুন রামপাল, পুলকিত সম্রাট, রণদীপ হুডা, অর্জুন কাপুর, গীতা বসরা এবং শিল্পা শেট্টি সহ অন্যান্য সেলিব্রিটিরাও প্রয়াত ক্রিকেটারকে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন।

Shane Warne Passes away: শেন ওয়ার্নের হঠাৎ প্রয়াণ, শোকস্তব্ধ ক্রীড়ামহলে, শ্রদ্ধা জানাচ্ছেন সকলেই

#সিডনি: মাত্র ৫২ তে প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne)৷ অস্ট্রেলিয়ান (Australian Cricketer) তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী আশঙ্কা করা হচ্ছে মারাত্মকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এদিকে হঠাৎ করে নক্ষত্র পতনের ঘটনায় গোটা ক্রিকেট দুনিয়ায় দুঃখের ছায়া ঘনিয়ে এসেছে৷

শেন ওয়ার্নের হঠাৎ মৃত্যুতে (Shane Warne Passes away) একেবারে বাকরুদ্ধ ক্রিকেট দুনিয়া৷  ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী সকলেই এই হঠাৎ প্রয়াণের ঘটনায় শোকস্তব্ধ৷ ইরফান পাঠান, শোয়েব মালিক সকলেই নিজেদের শোকবার্তা ট্যুইটে প্রকাশ করেছেন৷

নিজের ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারে তিনি ৭০৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিন স্টার৷ তিনি বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ৷ তাঁর আগে শুধু রয়েছেন মুথাইয়া মুরলীধরণ৷

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী৷ ২৪ ঘণ্টা আগে মারা গেছেন আরও এক প্রাক্তন অজি তারকা রড মার্শ৷ তাঁদের দুজনের প্রয়াণে অস্ট্রেলিয়ান ক্রিকেটে (Shane Warne Passes away) এক বড় শূন্যতা তৈরি হল৷

 

Shane Warne Passes Away: নক্ষত্রপতন ! প্রয়াত কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্ন

মেলবোর্ন: শুক্রবার সকাল থেকেই একের পর এক মৃত্যুসংবাদ ৷ এদিন  সকালেই কিংবদন্তি অস্ট্রেলিয় উইকেটরক্ষক রড মার্শের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ বিকেল গড়াতেই মৃত্যুসংবাদ এল আরও এক অজি কিংবদন্তির ৷ প্রয়াত হলেন শেন ওয়ার্ন (Shane Warne) ৷ মাত্র ৫২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব (Shane Warne Passes Away) ৷

৫২ বছর বয়সী শেন ওয়ার্নের সংস্থার তরফে কিংবদন্তি অজি লেগ স্পিনারের মৃত্যুর খবর জানানো হয়। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওয়ার্ন। মৃত্যুকালে তিনি থাইল্যান্ডে ছিলেন বলে খবর।

আরও পড়ুন– ৭৪ বছর বয়সে প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রড মার্শ

শেন ওয়ার্নের মৃত্যু থাইল্যান্ডে হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেখানে নিজের ভিলাতেই মৃত্যু হয় কিংবদন্তি ক্রিকেটারের ৷ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে চিকিৎসা শুরু হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে বাঁচাতে ব্যর্থ ৷ এর বেশি শেন ওয়ার্নের মৃত্যু সম্পর্কে কোনও তথ্যই জানানো হয়নি ৷

এদিন রডনি মার্শের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছিলেন শেন ওয়ার্ন নিজেও ৷ শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, ‘‘রড মার্শ প্রয়াত হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। ওঁর পরিবারকে অনেক অনেক ভালবাসা।’’ কে জানত সেই ট্যুইটের কয়েক ঘণ্টা পরে নিজেই এই দুনিয়া ছেড়ে চলে যাবেন ওয়ার্ন ৷

ওয়ার্নের ওয়ার্নিং ! হোয়াইটওয়াশ হবে ভারত। রাহানেকে মোটিভেট করলেন সচিন

#মেলবোর্ন: শেন ওয়ার্ন ভারতের কোনও আশা দেখছেন না। কিংবদন্তি অজি লেগ স্পিনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন বাকি তিনটি টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে হারবে টিম ইন্ডিয়া। তাঁর স্পষ্ট কথা,’ ক্রিকেটে ভবিষদ্বাণী চলে না। কিন্তু আমি মনে করি সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। আবেগের বশে নয়, ক্রিকেট বুদ্ধি দিয়ে বিচার করেই বলছি। অ্যাডিলেডে ভারতকে অস্ট্রেলিয়া আড়াই দিনে হারিয়ে দেবে কেউ ভাবেনি। আমিও ভাবিনি। স্বয়ং অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটাররাও মনে হয় ভাবেনি। কিন্তু ওই বিরাট জয় অস্ট্রেলিয়াকে মানসিক দিক থেকে অনেক ভাল জায়গায় রাখবে। তার ওপর বিরাট কোহলি নেই। যে যাই বলুক, বিরাট থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে। অস্ট্রেলিয়া রক্তের স্বাদ পেয়ে গেছে। ওদের আটকানো মুশকিল।’

এখানেই না থেমে প্রাক্তন লেগ স্পিনার মনে করেন বিরাট ছাড়াও ভারতের বড় ক্ষতি শামির না থাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শামি কিন্তু আমার দেখা অন্যতম সেরা ভারতীয় ফাস্ট বোলার। চোট পেয়ে ছিটকে যাওয়াটা অস্ট্রেলিয়ার পক্ষে ভাল হয়েছে। শামি যে ধরনের বোলার,তাতে মেলবোর্নের উইকেটে ও বিধ্বংসী হতে পারত। ওঁর অভিজ্ঞতা মিস করবে ভারত’। কে এল রাহুল এবং তরুণ শুভমন গিল খেলবেন মেলবোর্ন টেস্টে। ওয়ার্ন মনে করেন এই দুজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে ভারত কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে।<

/p>

রাহুল আইপিএলে যে ব্যাটিং করেছিলেন, ওয়ার্ন তাঁর বড় ভক্ত। গিল বয়স কম হলেও,মাথা ঠান্ডা। প্র্যাকটিস ম্যাচে রান পেয়েছিলেন। এছাড়াও পূজারা, রাহানের মত অভিজ্ঞ ব্যাটসম্যানরা থাকায় ভারতীয় ব্যাটিং লড়াই করার ক্ষমতা রাখে। কিন্তু অস্ট্রেলিয়ার তিন ফাস্ট বোলারকে খেলা সহজ নয়। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড গতি এবং বাউন্স দিয়ে আবার ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যা ফেলার চেষ্টা করবে। ওয়ার্ন মনে করেন এই তিনজন ফাস্ট বোলার অনেকদিন পর অস্ট্রেলিয়া দলে দারুণ সাড়া ফেলেছে। তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন দেশের ভবিষ্যৎ। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এঁরা প্রত্যেকেই অত্যন্ত লম্বা। ফলে বাউন্স পেতে সমস্যা হয় না।

এদিকে সচিন তেন্ডুলকার জানিয়েছেন তিনি মনে করেন অস্ট্রেলিয়া ব্যাপারটা যত সহজ ভাবছে তত সহজ হবে না। বিরাটের না থাকাটা ফ্যাক্টর, কিন্তু এটা নিয়ে বেশি না ভেবে ভারত নিজেদের প্লাস পয়েন্ট নিয়ে ভাবলে ভাল করবে মনে করেন মাস্টার ব্লাস্টার। অজিঙ্কা রাহানে অধিনায়কের দায়িত্ব সামলাবেন বক্সিং ডে টেস্টে। সচিন বলেন,’ রাহানে আগেও এই দায়িত্ব পালন করেছে। ঠান্ডা মাথার ক্রিকেটার। মুখে হয়ত বেশি কথা বলতে দেখবেন না, কিন্তু তার মানে ও বাকিদের থেকে কম লড়াকু সেটা নয়। পূজারার ক্ষেত্রেও তাই। এদের শরীরী ভাষা হয়ত আক্রমণাত্মক নয়, কিন্তু দু’জনের কেউই জেতার জন্য চেষ্টার ত্রুটি রাখবে না। অস্ট্রেলিয়াকে পাল্টা মার দিতে পারলে ওঁরা চাপে পড়তে বাধ্য। তবে আমিও মনে করি শামির না থাকাটা অবশ্যই বড় ক্ষতি’।