আধা স্বয়ংক্রিয় সাফাই মেশিন

Malda News: শহর পরিষ্কার রাখতে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছিল এই ‌যন্ত্র! কিন্তু ফেলে রেখেই সব টাকা জলে!

মালদহ: শহর সাফাই নিয়ে এত বৈঠক। একের পর এক পরিকল্পনা। এদিকে পড়ে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে কিনে আনা আধা স্বয়ংক্রিয় সাফাই মেশিন। নজর নেই পুর কর্তৃপক্ষের। একটি নয় দুটি মেশিন ব্যবহার না করায় নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে মেশিন দুটি পুরসভার পরিবহন দফতরের এক কোণায় পড়ে রয়েছে।

২০২১ সালে ইংরেজবাজার পুরসভায় প্রশাসক ছিলেন সদর মহাকুমা শাসক। সেই সময় তিনি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই দুটি আধুনিক মেশিন কিনেছিলেন। সেই সময় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আধা স্বয়ংক্রিয় রাস্তা সাফাই মেশিন দুটি ক্রয় করা হয়। শহরের বাসিন্দা, সৌনক চক্রবর্তী বলেন, আধুনিক এই মেশিনগুলো কেনা হয়েছিল শহর পরিছন্ন রাখার কাজে ব্যবহারের জন্য। কত টাকায় কেনা হয়েছিল সঠিক আমি জানিনা, কিন্তু নাগরিকদের করের টাকায় কেনা মেশিন কেন নষ্ট করা হচ্ছে।

আরও পড়ুন: হেঁটেই বিশ্বসেরা মালদহের গৃহবধূ, বিদেশের মাটিতে করলেন দেশের নাম উজ্জ্বল, পেলেন স্বর্ণপদক 

পুরসভার বর্তমান চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, স্বয়ংক্রিয় এই মেশিন দুটি শহরের রাস্তার জন্য প্রযোজ্য নয়। শহরের ম্যাস্ট্রিক রোডে মেশিন দিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব নয়। তাই মেশিন দুটির ব্যবহার বর্তমানে হচ্ছে না। যদিও পুর নাগরিকদের দাবি, মেশিনের সাহায্যে শহর পরিষ্কার করলে দ্রুত পরিচ্ছন্ন হবে শহর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ