দক্ষিণবঙ্গ Weather Forecast: আর বাকি দু’দিন! কেমন থাকবে দুর্গাপুজোর শেষ দিনের আবহাওয়া? এল ‘বড়’ আপডেট Gallery October 11, 2024 Bangla Digital Desk দক্ষিণের একাধিক জায়গায় এখনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে। অষ্টমীর দিনেও মিলছে না স্বস্তি। টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস অষ্টমীর দিনেও। বৃষ্টির সম্ভাবনা বহাল থাকছে জেলা পুরুলিয়াতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে জেলা পুরুলিয়া। এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জায়গায়। চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি কোনও জেলায় বর্ষণের পূর্বাভাস নেই। বৃষ্টি বহাল থাকছে উত্তরেও। উত্তরের বেশ কিছু জেলা যেমন কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কিছু কিছু জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে।