দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণবঙ্গ Durga Puja 2024: বিচরণ ঘাসজমিতে, একটি প্রদেশের স্টেট বার্ড, ‘কৈলাসের পথে’ নীলকণ্ঠ পাখির খোঁজে অজানা তথ্য Gallery October 11, 2024 Bangla Digital Desk দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নীলকন্ঠ পাখির নাম। বিজয়া দশমীর দিন এই পাখি অনেক জায়গায় ওড়ানো হয়। মনে করা হয় এই পাখি খুবই শুভ। এই পাখির পোশাকি নাম ‘ইন্ডিয়ান রোলার’। বিজ্ঞানসম্মত নাম ‘কোরাসিয়াস বেনঘালেনসিস’। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে এই পাখি পাওয়া যায়। মূলত ঘাসজমি ও ঝোপঝাড়ের বাসিন্দা এই পাখি আকারে ছোট, দেখতে বাহারি। বাংলার ঘাসজমিতে এই পাখির একটি প্রজাতিকে সচারাচর দেখা যায়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা নীলকণ্ঠকে ওড়িশা, কর্নাটক এবং তেলঙ্গনার স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতীয় উপমহাদেশ ছাড়াও তাদের পাওয়া যায় মধ্যপ্রাচ্যে। ২৬ থেকে ২৭ সেন্টিমিটার লম্বা এই পাখির দেহ, লেজ ও ডানায় উজ্জ্বল নীল রঙের জৌলুস দেখার মত। তবে নীলকন্ঠের গলার কাছের অংশটি হাল্কা বাদামি। এশিয়ার বিস্তৃত অংশে পাওয়া যায় নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখির মূল খাদ্য ঘাসজমির পোকামাকড় তবে ঘাসফড়িং, ঝিঝিপোকাও খায় তারা।