Lionel Messi wins Ballon d’Or: সেরার সেরা সেই মেসিই, সপ্তমবার ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টিনীয় মহাতারকা

কলকাতা: যা ভাবা হয়েছিল, তেমনটাই ঘটল ৷ সপ্তমবার ব্যালন ডি’অর খেতাব জিতলেন লিওনেল মেসি ৷ প্রত্যাশামতোই বর্ষসেরা ফুটবলারের ট্রফি উঠল সেই মেসির হাতেই (Lionel Messi wins Ballon d’Or) ৷

আরও পড়ুন-Omicron আতঙ্কে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে বড় সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের

ব্যালন ডি’অর খেতাব জেতার বিষয় মেসির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ পর্তুগীজ তারকা জিতেছেন পাঁচ বার এই খেতাব ৷ বিশ্বের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন জিয়ানলুইগি দোনারুমা (Gianluigi Donnarumma)। বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas) ৷ বার্সার হয়ে ২৬টি গোল করেছেন তিনি ৷

সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর পুরস্কার হাতে মেসি বলেন, ‘‘আমি রবার্ট লেওয়ানডস্কির নাম উল্লেখ করতে চাই। তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা সত্যিই গর্বের বিষয়। সবাই জানে এবং আমরা সকলেই মানি যে গত বছর তুমিই এই পুরস্কারের বিজেতা হতে (Lionel Messi wins Ballon d’Or)।’’

আরও পড়ুন-ভেঙ্কটেশ, বরুণ, রাসেল, নারিনকে ২০২২ আইপিএলের জন্য ধরে রাখল কেকেআর

বার্সেলোনা (FC Barcelona) এবং পিএসজি (PSG) মিলিয়ে ৪০টি ম্যাচ খেলে ৩২ গোল এবং ১৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লে মেকারও বটে। জাতীয় দলের হয়ে এই বছর মারাত্মকভাবে সফল মেসি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর কান্ডারী ছিলেন তিনি।

সাত ম্যাচে চার গোল এবং পাঁচটি অ্যাসিস্ট দিয়ে দেশকে মহাদেশীয় চ্যাম্পিয়ন করেছেন এবং কোপার ইতিহাসে একমাত্র যিনি সোনালী বল, সোনালী বুট একসঙ্গে পেয়েছেন। তবে লেওয়ানডস্কির এই বছরটা হয়ত সেরা বছর ছিল, বুন্দেশলিগায় আগে যা কেউ কখনও ভাবেনি, সেটাই করে দেখিয়েছেন। গার্ড মুলারের এক বছরে ৪০টি গোলের রেকর্ডও তিনি ভেঙেছেন।