সোমবার প্রাণপ্রতিষ্ঠার পর এখনও শিরোনামে এবং চর্চায় অযোধ্যার রাম মন্দির এবং রাম লালার বিগ্রহ। ৩৮০ ফুট জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত এই মন্দির নির্মিত চিরাচরিত নাগারা নির্মাণশৈলীতে।

Ayodhya Ram Mandir Interesting Facts: ৩৮০ ফুট জুড়ে বিস্তৃত, ৩৯২ স্তম্ভ-সহ বেলেপাথরের রাম মন্দিরের নির্মাণমূল্য কত, জানুন

সোমবার প্রাণপ্রতিষ্ঠার পর এখনও শিরোনামে এবং চর্চায় অযোধ্যার রাম মন্দির এবং রাম লালার বিগ্রহ। ৩৮০ ফুট জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত এই মন্দির নির্মিত চিরাচরিত নাগারা নির্মাণশৈলীতে।
সোমবার প্রাণপ্রতিষ্ঠার পর এখনও শিরোনামে এবং চর্চায় অযোধ্যার রাম মন্দির এবং রাম লালার বিগ্রহ। ৩৮০ ফুট জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত এই মন্দির নির্মিত চিরাচরিত নাগারা নির্মাণশৈলীতে।

 

২৫০ ফিট চওড়া, ১৬১ ফিট উচ্চতার এই মন্দিরে আছে ৩৯২ টি স্তম্ভ বা পিলার এবং ৪৪ টি দ্বার।
২৫০ ফিট চওড়া, ১৬১ ফিট উচ্চতার এই মন্দিরে আছে ৩৯২ টি স্তম্ভ বা পিলার এবং ৪৪ টি দ্বার।

 

মির্জাপুর এবং রাজস্থানের ভরতপুরের পাহাড়ি অংশ থেকে আনা বেলেপাথরে তৈরি করা হয়েছে ত্রিতল এই মন্দির।
মির্জাপুর এবং রাজস্থানের ভরতপুরের পাহাড়ি অংশ থেকে আনা বেলেপাথরে তৈরি করা হয়েছে ত্রিতল এই মন্দির।

 

মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি লোহা। পরিবর্তে সম্পূর্ণ প্রাচীন ভারতীয় পদ্ধতি ও নির্মাণশৈলীতে রাম মন্দির তৈরি করা হয়েছে।
মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি লোহা। পরিবর্তে সম্পূর্ণ প্রাচীন ভারতীয় পদ্ধতি ও নির্মাণশৈলীতে রাম মন্দির তৈরি করা হয়েছে।

 

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট সারা দেশ এবং বিদেশ থেকে মোট ৩৫০০ কোটি টাকা দানস্বরূপ পেয়েছিল বলে জানানো হয়েছে। তার মধ্যে রাম মন্দির নির্মাণে ব্যয় হয়েছে ১৮০০ কোটি টাকা।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট সারা দেশ এবং বিদেশ থেকে মোট ৩৫০০ কোটি টাকা দানস্বরূপ পেয়েছিল বলে জানানো হয়েছে। তার মধ্যে রাম মন্দির নির্মাণে ব্যয় হয়েছে ১৮০০ কোটি টাকা।

 

মন্দিরের নির্মাণশৈলী, বিগ্রহের গঠনশৈলী, বিগ্রহের তিলকের ধরন-সর্বত্র দক্ষিণী স্পর্শ। দক্ষিণী ঘরানাতেই সম্পূর্ণ হয়েছে নির্মাণ।
মন্দিরের নির্মাণশৈলী, বিগ্রহের গঠনশৈলী, বিগ্রহের তিলকের ধরন-সর্বত্র দক্ষিণী স্পর্শ। দক্ষিণী ঘরানাতেই সম্পূর্ণ হয়েছে নির্মাণ।