Tag Archives: Ayodhya Ram Mandir

Ayodhya Ram Mandir: ভক্তির কাছে গরম কিছুই না! রাম মন্দির দর্শনে পায়ে হেঁটে যাত্রা দুই বন্ধুর

মালদহ: রাম মন্দিরের দর্শন করতে দুই বন্ধু হেঁটে যাত্রা শুরু করল। ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই হাজির থাকার ইচ্ছে ছিল। কিন্তু পাড়াতে ঐদিন রাম পুজো দিয়েছিলেন তারা। তাই রাম মন্দিরের দর্শনে যাওয়া হয়নি। সেই ইচ্ছে পূরণেই এবার পায়ে হেঁটে মালদহ থেকে যাত্রা শুরু করল দুই বন্ধু।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্দেশ্যে মালদহ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে দুই বন্ধু সুমন রায় ও দীপক রায়। তাঁদের বাড়ি মোথাবাড়ি এলাকায়। যাত্রা শুরুর আগে মালদহ শহরে রাম মন্দিরে পুজো দেন দু’জনে। তাঁদের উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। তাঁদের জানানো হয় সংবর্ধনা।

আর‌ও পড়ুন: তীব্র গরমে রাস্তাতেই মৃত্যু বৃদ্ধার, অটোয় করে যাচ্ছিলেন

সকলের আশীর্বাদ নিয়ে রাম মন্দিরে পুজো দিয়ে হাঁটা পথে যাত্রা শুরু করে‌ন সুমন ও দীপক। শহরের বাসিন্দা সুমন কর্মকার বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছতে। মালদহ থেকে বিহার, তারপর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। পথেই আসন্ন রামনবমী উদযাপন করবেন এই দুই বন্ধু। রাম মন্দির দর্শন সেরে তাঁরা আবার নিজের বাড়িতেই ফিরে আসবেন।

হরষিত সিংহ

Ram Mandir: শিল্পীর অবাক করা কাজ! একদিনে বানিয়ে ফেললেন তিন ইঞ্চি উচ্চতার রাম মন্দির

দিনহাটা: ইতিমধ্যেই চলতি বছরে জাঁকজমকের সঙ্গে রাম মন্দিরের উদ্বোধন করা হয়। সেই রাম মন্দিরের একটি ক্ষুদ্রাকৃতি মডেল তৈরি করলেন এক ব্যক্তি। কোচবিহারের দিনহাটা মহকুমা শহরের বাসিন্দা এই মাইক্রো আর্টিস্ট শিল্পী। পেশাগত ভাবে তিনি বামনহাটের পাথরসন শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে পেশাগতভাবে শিক্ষক হলেও, নেশাগতভাবে তিনি একজন শিল্পী। এই রাম মন্দিরের ক্ষুদ্রাকৃতি মডেল তিনি তৈরি করেছেন চক ও কাটার দিয়ে। বর্তমান সময়ে তার এই মডেল দেখে রীতিমতো অবাক সকলে।

আরও পড়ুনঃ ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে…?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!

মাইক্রো আর্টিস্ট শিল্পী বিজন সরকার জানান, “ছোটবেলার বয়স থেকেই তার মাইক্রো আর্টের প্রতি আগ্রহ। স্কুলে পড়ার সময় ক্লাসের ব্যবহৃত চক দিয়ে তিনি এগুলো তৈরি করতে ভালবাসতেন তিনি। বর্তমান সময়ে তিনি পেশাগত ভাবে একজন স্কুল শিক্ষক। তাই সেই চক বর্তমানে হয়ে উঠেছে তাঁর ক্যানভাস। সেখানেই তিনি তাঁর কারুকার্য করতে পছন্দ করেন। এবার তিনি কালারিং চকের মাধ্যমে ৩ ইঞ্চি উচ্চতার অযোধ্যার রাম মন্দিরের হুবহু অবয়ব ফুটিয়ে তুলেছেন। নিপুণ হাতে তৈরি মন্দিরের উপরে থাকছে লম্বা চূড়া। পাশেই রয়েছে গেরুয়া পতাকা। মাত্র একদিনের প্রচেষ্টায় এই গোটা কর্মকাণ্ড তিনি করতে পেরেছেন।”

তবে, বর্তমান সময়ে তাঁর এই রাম মন্দিরের ক্ষুদ্র রেপ্লিকার কথা সকলের মুখে মুখে। বহু মানুষ তারই ক্ষুদ্র রেপ্লিকা দেখতে আসছেন তাঁর বাড়িতে। এছাড়া তাঁর পরিবারের মানুষেরাও এই রাম মন্দির দেখে রীতিমতো অবাক।আগামী দিনে তাঁর ইচ্ছে রয়েছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল তৈরি করার।

Sarthak Pandit

রাম মন্দির দর্শনের জন্য নতুন ট্রেন! কোথা থেকে ছাড়বে, জেনে নিন

বীরভূম : প্রত্যেকদিনের কর্মব্যস্তময় জীবনে ট্রেনে করে দূর দূরান্ত থেকে শুরু করে নিজেদের গন্তব্য স্থলে পৌঁছে থাকেন অনেকেই। তাছাড়া কথাতেই রয়েছে ভ্রমণ পিপাসু বাঙালি।

আর এই বাঙালির কাছে সবচেয়ে ভ্রমণ প্রিয় জায়গা হল উত্তর ভারত এবং রামলালা দর্শন। খবরের শিরোনামেসব জায়গায় উঠে এসেছে প্রায় ৫০০ বছর পর রামলালা তার নিজের বাড়িতে ফিরে এসেছেন।

রামলালার দর্শনের জন্য ইতিমধ্যে দেশ-বিদেশ এবং দূর-দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমছে চোখে পড়ার মতো। আর ঠিক সেই জায়গায় এমন কিছু স্টেশন রয়েছে যে স্টেশন থেকে রামলালার দর্শনে যাওয়ার জন্য তেমন কোনও ট্রেন এর সুবিধা নেই।

আরও পড়ুন- ৩৩ হাজার মানুষকে ‘ধমক’ বিরাট কোহলির, এক কথায় সবাই চুপ! এমন ঘটনা আগে ঘটেনি

এবার সেই কথা মাথায় রেখেই আইআরসিটিসি ইস্ট জোন-এর তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, উত্তর ভারত এবং রামলালা দর্শনের জন্য একটি ট্রেন চালু করা হবে।

সেই ট্রেনের নাম ভারত গৌরব ট্রেন।এটি প্রথম ভারত গৌরব ট্রেন হিসাবে বিবেচিত হবে।এই ট্রেনটি আগামী মে মাসের ১৮ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে।আর এই ট্রেনটি মূলত দুটো তীর্থস্থান মাতা বৈষ্ণোদেবী এবং অযোধ্যা রামলালা দর্শন করাবে।

তবে কোন কোন স্টেশন থেকে আপনি এই ট্রেনের যাত্রা উপলব্ধি করতে পারবেন! সে ক্ষেত্রে জেনে রাখুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এছাড়াও মালদা টাউন,রামপুরহাট,দুমকা,ভাগলপুর জামালপুর কিউল এবং পাটনা।

আর এই ট্রেনের মধ্যে যাত্রীদের জন্য বিশেষ রকমের সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলও আরামদায়ক ভ্রমণ স্লিপার ক্লাসে। এছাড়াও থাকবে নিরামিষ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এর সুবিধা।

আরও পড়ুন- সরকারি চাকরি করেন ‘এই’ ভারতীয় ক্রিকেটাররা! মোটা টাকা মাইনে, অবাক করবে নামগুলো

যেখানে থাকার প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় নন এসি বাসের সাথে নন এসি হোটেলের ব্যবস্থা থাকবে। ট্রেনের মধ্যে সকলের জন্য থাকবে সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা এবং পি এ সিস্টেম। এবং এই সমস্ত বিষয়টি থাকবে ট্রাভেল ইন্সুরেন্সে এর তত্ত্বাবধানে।

তবে কীভাবে যেতে পারবেন এই প্যাকেজের মাধ্যমে।এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ইতিমধ্যে irctc এর পক্ষ থেকে এই প্যাকেজের বুকিং শুরু হয়ে গেছে। আর আপনি যদি বুকিং করতে চান তাহলে ওয়েবসাইট রয়েছে www. Irctc tourisms.com এ login এর মাধ্যমে বুকিং করা যেতে পারে।

এছাড়াও 24#7 যে হেল্প লাইন নম্বর রয়েছে সেগুলি হল 8595904074 এই নম্বরে ফোন করেও আপনি বুকিং করতে পারবেন।আর ৮ রাত্রি ৯ দিনের এই সমস্ত প্যাকেজের খরচা মাত্র ১৭৯০০ টাকা। আর যদি সমস্ত প্যাকেজটি অনলাইনের মাধ্যমে বুকিং করেন তাহলে ইএমআই এর সুবিধা পাওয়া যাবে।

সৌভিক রায়

Ram Navami 2024: রামনবমীর আগে ব্যাপক কেনাকাটা, শিলিগুড়িতে গেরুয়া পণ্যের চাহিদা তুঙ্গে

শিলিগুড়ি: আর কিছুদিন বাদেই রামনবমী। গত কয়েক বছর ধরেই শিলিগুড়িতে ধুমধাম করে উদযাপন করা হয় দিনটি। রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শিলিগুড়ি শহরেও। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে। দেদার বিক্রি হচ্ছে রাম-হনুমানের সঙ্গে জড়িত পণ্যের। বিকোচ্ছে পতাকা, ব্যাজ, ওড়নার মত রকমারি জিনিস। চাহিদা এতটাই যে জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে দোকানিদের। শিলিগুড়ির মহাবীরস্থান চত্বর এখন কমলা চাদরে ঢেকেছে।

আর‌ও পড়ুন: এই বিশেষ পদ্ধতিতে পাট চাষ করলে কৃষকের লাভ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে! রইল উপায়

চার-পাঁচ বছর আগেও শিলিগুড়ির ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা শিলিগুড়ি জুড়ে ব্যাপক সমারোহে পালিত হয় রাম নবমী। হনুমানের ছবিওয়ালা পতাকা থেকে শুরু করে গেরুয়া রঙের নানান পতাকা নিয়ে রাম ভক্তরা শিলিগুড়ির রাস্তা মাতিয়ে তোলে। তাই রামনবমীর আগে এই সকল সামগ্রীর চাহিদা বাড়ে। এবছর দোকানিরা নতুন নতুন অনেক সামগ্রী নিয়ে হাজির হয়েছে। জয় শ্রী রাম লেখা উত্তরীয়, মাথার ফেটটি, হাতের ব্যান্ড , রামের ছবি দেওয়া টি শার্ট, এমনকি হনুমানের ছবি দেওয়া গাড়িতে লাগানোর মিনিয়েচার ফ্ল্যাগ সব পাওয়া যাচ্ছে।

আর‌ও পড়ুন: গরমে আগুন লাগার ঘটনা বেড়ে যায়, তেমনটা হলে কী করবেন? রইল টিপস

শিলিগুড়ির ব্যবসায়ী সুশীল কুমার আগরওয়াল বলেন, আগে এত চাহিদা ছিল না। তবে মানুষ এখন ধর্মপরায়ণ হয়েছে। বিশেষ করে রাম মন্দির উদ্বোধন হওয়ার পর এগুলির চাহিদা অনেকটাই বেড়েছে। রাম মন্দির উদ্বোধনের সময় এত চাহিদা ছিল যে যোগান দিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে এবার রামনবমীর আগের সম্পূর্ণ প্রস্তুত দোকানদাররা। ব্যাপক বিক্রি হওয়ায় তাঁরা খুশি। শুধু শিলিগুড়ি নয়, উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরা, সিকিম, মেঘালয় থেকেও ব্যবসায়ীরা এসে এখান থেকে পাইকারি দরে রামনবমীর বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন।

অনির্বাণ রায়

Ram Mandir: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন

উত্তর ২৪ পরগনা: রাম মন্দির এবার বসিরহাটে! হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন। বসিরহাটে উদ্বোধন হল রাম মন্দিরের। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দারোদঘাটন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তার দু’মাসের মধ্যেই রাম মন্দিরের ছোঁয়া বসিরহাটে।

আরও পড়ুন: চিনা মাঞ্জায় মরণ ফাঁদ, মানুষ থেকে পাখি নিস্তার নেই কারোর

বসিরহাট থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব যেন তুচ্ছ। অযোধ্যায় না হলেও বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। মন্দিরকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব। গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের পাশেই এবার দেখা মিলবে ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই রাম মন্দিরের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই মন্দিরে শোভা পাচ্ছেন রাম, সীতা ও লক্ষণের শ্বেত পাথরের পূর্ণাবয়ব মূর্তি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাম মন্দির নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়েই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তা ভাস্কর মিত্র। বসিরহাটে রাম মন্দিরের উদ্বোধন হ‌ওয়ায় খুশি স্থানীয় ভক্তরা।

জুলফিকার মোল্লা

Ayodhya Ram Mandir: রামমন্দির দেখবেন? মাত্র ১৪০০ টাকা খরচ করলে অযোধ্যায় যাওয়া-আসা, থাকা-খাওয়া সব ফ্রি

বীরভূম: রামলালা দর্শনে রামপুরহাট থেকে অযোধ্যার উদ্দেশ্যে ছুটল আস্থা স্পেশাল এক্সপ্রেস। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়তে শুরু করেছে রাম ভক্তদের ভিড়। সাধারণ মানুষ যাতে নামমাত্র খরচে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে আস্থা স্পেশাল ট্রেন।

আরও পড়ুন: কাকলির সাংসদ তহবিলের টাকায় বারাসতে মাতৃসদন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই একটি আস্থা স্পেশাল ট্রেন শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট থেকে রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। ০০৩০৭-আস্থা স্পেশাল ট্রেনটিতে মোট ১৪৭৬ জন পুণ্যার্থী রামপুরহাট থেকে রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে, এমনটাই জানিয়েছেন বিজেপির বীরভূম সংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যার রাম মন্দির দর্শনে যাওয়ার জন্য টিকিটের দাম মাত্র ১৪০০ টাকা। এই খরচের মধ্যেই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থা, অযোধ্যার রাম মন্দির ছাড়াও সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর বন্দোবস্ত রাখা হয়েছে।

সৌভিক রায়

Ram Mandir: সুতো দিয়ে রাম মন্দির! চোখ ধাঁধাঁনো শিল্প, দেখুন ভিডিও

এ বাংলা থেকে এক রাম মন্দির যাচ্ছে অযোধ্যায়! এতে উৎসাহ উদ্দীপনার শেষ নেই বেশ কিছু মানুষের। রাম মন্দির নিয়ে চর্চা সারা দেশ জুড়ে। এবার শিল্পীর হাতে সৃষ্টি সুতো দিয়ে রাম মন্দির। বলা যেতে পারে বর্তমান সময়ে সর্বাধিক চর্চিত বিষয় এটি। অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হলে যেমন দেখতে হবে। সুতোর সাহায্যে সেই দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই রাম মন্দির।

Saraswati Puja 2024: বাংলাতেও এবার রাম মন্দির! সেখানেই হবে বাগদেবীর আরাধনা

উত্তর ২৪ পরগনা: বাগদেবীর আরাধনায় সুন্দরবনে রামমন্দির থিমে সাজানো হয়েছে মণ্ডপ। গ্রাম বাংলায় সরস্বতী পুজোতে সাধারণত তেমন থিমের প্রভাব দেখা যায় না। সরস্বতী পুজোর আগের দিন রাত থেকে থার্মোকল, বেতের বেড়া জোগাড় করে পাড়ায় পাড়ায় ছেলেমেয়েদের প্যান্ডেল বাঁধা, ঠাকুর আনার হিড়িক এতদিনের পরিচিত ছবি।

আরও পড়ুন: সৃজনশীল শিল্প সৃষ্টির লাইভ প্রদর্শন! গ্রামের শিল্প মেলায় মানুষের ঢল

সেইসঙ্গে মণ্ডপের চারধারে পাড়ার ছেলেমেয়েদের আঁকা টাঙিয়ে প্রদর্শনীর’ও দেখা মেলে বহু জায়গায়। তবে সম্প্রতি সেই চিত্রটা খানিকটা হলেও বদলেছে। দুর্গাপুজো, কালী পুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। সেই ধারাবাহিকতা মেনেই এবার সুন্দরবন এলাকায় সরস্বতী পুজোর মণ্ডপ সেজে উঠল অযোধ্যার রাম মন্দিরের থিমে।

থিমের রমরমা দুর্গাপুজোয় বহু বছর ধরেই দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে কালীপুজোতেও দেখা যাচ্ছে থিমের পুজো। তবে সরস্বতী পুজোতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের মামুদপুরে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উল্লেখ্য গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই রাম মন্দিরের আদলে সরস্বতী পুজোর থিমে সেজে উঠল হিঙ্গলগঞ্জের মামুদপুরের নেতাজি সংঘের পুজো। রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হ‌ওয়ায় সুন্দরবন তথা বসিরহাট এলাকার মানুষ রাম মন্দিরের রেপ্লিকা দেখতে পাবেন। উল্লেখ্য উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলের মামুদপুরের একাধিক ক্লাব বেশ ঘটা করেই সরস্বতী পুজো উদযাপন করে। তার মধ্যেই এবারে নজর কেড়েছে নেতাজী সংঘের এবারের সরস্বতী পুজোর থিম। তবে এবারই প্রথম নয়, গত বেশ কয়েক বছর ধরে মামুদপুরের নেতাজী সংঘ সরস্বতী পুজোয় চমক দিয়ে চলেছে।

জুলফিকার মোল্লা

North 24 Parganas News: বঙ্গে বহুরূপী সাজেও বেড়েছে রাম লক্ষণ সীতা হনুমানের কদর

উত্তর ২৪ পরগনা: রাম মন্দির উদ্বোধনের পরই রামের নামে বহুগুণ ব্যবসা বেড়েছে বহুরূপীদের। আগে যেখানে শিব, দুর্গা, কালী সহ মটু পাতলু, সান্তাক্লজ বা চার্লি চ্যাপলিন সেজে কোন রকমে চলত পেট, বর্তমানে রামমন্দিরের উদ্বোধনের পরই রাজ্যে বেড়েছে এই রাম সীতা লক্ষণের সাজে বহুরূপীদের চাহিদা। এখন উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে রাজ্যের বিরোধী দলের অনুষ্ঠানে কেউ সাজছেন রাম, কেউ লক্ষণ, কেউ সীতা এমনকি হনুমানেরও বহুরূপী সাজ সেজে ভালই সারা মিলছে বলেই দাবি শিল্পীদের। পার্শ্ববর্তী জেলা থেকে শিল্পীদের ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এ ধরনের বহুরূপী সাজে মানুষকে মনোরঞ্জন করে আকৃষ্ট করার জন্য।

আরও পড়ুন:  টোটোতেই মুদিখানার সরঞ্জাম পৌঁছে যাচ্ছে বাড়িতে! ব্যবসায় সফল ভ্রাম্যমান বিক্রেতা

এদিন উত্তর দমদম পৌরসভার নিউ ব্যারাকপুর এলাকায় এমনই এক বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল শিব দুর্গা কালীর পাশাপাশি রাম লক্ষণ সীতা এমনকি স্বয়ং হনুমানেকেও। কয়েক ঘন্টার জন্য এমন বহুরূপী সাজ সেজেই এই শিল্পীরা রোজগার করেন টাকা। মানুষও তাদের দেখে যথেষ্টই আনন্দ নেন। অনেকেই আবার সেলফি তোলেন, ভিডিও আপলোডও হয় সোশ্যাল মিডিয়ায়। তবে অতীতে শিব দুর্গা কালীর থেকে এখন বহু অংশে বেড়েছে রাম সীতা লক্ষণ হনুমানের চাহিদা। এমনকি আগামী দিনে চাহিদার কথা মাথায় রেখে দশ মাথা ওয়ালা রাবণও বহুরূপী সাজে নিয়ে আসা হতে পারে বলে জানালেন এক শিল্পী। এদিন কৃষ্টি হলের সামনে থেকে নব বারাকপুর রাম মন্দির উৎসব কমিটির উদ্যোগে এক সুবিশাল শোভাযাত্রায় ডিজে বাজিয়ে রাম বন্দনায় মেতে উঠতে দেখা যায় রামভক্তদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে যাই হোক না কেন, রাম নামে অনেক অংশেই এখন বেড়েছে শিল্পীদের চাহিদা, আর তাতেই বেশ লাভবান বহুরূপী শিল্পীরা।

Rudra Narayan Roy