Tag Archives: Ayodhya Ram Temple

Ayodhya Ram Mandir: ভক্তির কাছে গরম কিছুই না! রাম মন্দির দর্শনে পায়ে হেঁটে যাত্রা দুই বন্ধুর

মালদহ: রাম মন্দিরের দর্শন করতে দুই বন্ধু হেঁটে যাত্রা শুরু করল। ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেই হাজির থাকার ইচ্ছে ছিল। কিন্তু পাড়াতে ঐদিন রাম পুজো দিয়েছিলেন তারা। তাই রাম মন্দিরের দর্শনে যাওয়া হয়নি। সেই ইচ্ছে পূরণেই এবার পায়ে হেঁটে মালদহ থেকে যাত্রা শুরু করল দুই বন্ধু।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্দেশ্যে মালদহ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে দুই বন্ধু সুমন রায় ও দীপক রায়। তাঁদের বাড়ি মোথাবাড়ি এলাকায়। যাত্রা শুরুর আগে মালদহ শহরে রাম মন্দিরে পুজো দেন দু’জনে। তাঁদের উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। তাঁদের জানানো হয় সংবর্ধনা।

আর‌ও পড়ুন: তীব্র গরমে রাস্তাতেই মৃত্যু বৃদ্ধার, অটোয় করে যাচ্ছিলেন

সকলের আশীর্বাদ নিয়ে রাম মন্দিরে পুজো দিয়ে হাঁটা পথে যাত্রা শুরু করে‌ন সুমন ও দীপক। শহরের বাসিন্দা সুমন কর্মকার বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছতে। মালদহ থেকে বিহার, তারপর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। পথেই আসন্ন রামনবমী উদযাপন করবেন এই দুই বন্ধু। রাম মন্দির দর্শন সেরে তাঁরা আবার নিজের বাড়িতেই ফিরে আসবেন।

হরষিত সিংহ

Ayodhya Ram Temple: গ্রীষ্মের আগেই বদলে গেল রামলালার গয়না, গায়ে লাগল হলুদ-আবীর! কী পোশাক পরানো হল?

*রামলালার সিংহাসনে বসার পর প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। এই বিশেষ দিনটি অত্যন্ত আড়ম্বরে পালিত হল অযোধ্যা রাম মন্দিরে। বসন্ত পঞ্চমীর দিন রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয়। এই দিনটিকে গ্রীষ্মের সূচনা বলে মনে করা হয়। এই ঋতুতে রামলালার যাতে কোনও সমস্যা না হয়, তাই ভারী গয়নার সাজের পরিবর্তে তাঁকে হালকা গয়না পরানো হয়েছে। (সরভেশ শ্রীবাস্তব)
*রামলালার সিংহাসনে বসার পর প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। এই বিশেষ দিনটি অত্যন্ত আড়ম্বরে পালিত হল অযোধ্যা রাম মন্দিরে। বসন্ত পঞ্চমীর দিন রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয়। এই দিনটিকে গ্রীষ্মের সূচনা বলে মনে করা হয়। এই ঋতুতে রামলালার যাতে কোনও সমস্যা না হয়, তাই ভারী গয়নার সাজের পরিবর্তে তাঁকে হালকা গয়না পরানো হয়েছে। (সরভেশ শ্রীবাস্তব)
*রামলালার সিংহাসনে বসার পর প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীর দিনটিতে রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয়। ছবিতে রামলালার মুখে আবীর এবং গুলাল দৃশ্যমান। বসন্ত পঞ্চমী থেকে রঙ ভরি একাদশী পর্যন্ত অযোধ্যার সব মঠ ও মন্দিরে শুরু হয়েছে রঙের উৎসবের নানা অনুষ্ঠান।
*রামলালার সিংহাসনে বসার পর প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীর দিনটিতে রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয়। ছবিতে রামলালার মুখে আবীর এবং গুলাল দৃশ্যমান। বসন্ত পঞ্চমী থেকে রঙ ভরি একাদশী পর্যন্ত অযোধ্যার সব মঠ ও মন্দিরে শুরু হয়েছে রঙের উৎসবের নানা অনুষ্ঠান।
*বসন্ত পঞ্চমী উপলক্ষে রামলালার পোশাক বদলানো হয়েছে। রামলালাকে হলুদ বস্ত্র পরানো হয়। সেই সঙ্গে বসন্ত পঞ্চমীর দিন প্রাণপ্রতিষ্ঠার পর রামলালা যে গয়না পরেছিলেন, তা সরিয়ে নতুন গয়না পরানো হয়েছে।
*বসন্ত পঞ্চমী উপলক্ষে রামলালার পোশাক বদলানো হয়েছে। রামলালাকে হলুদ বস্ত্র পরানো হয়। সেই সঙ্গে বসন্ত পঞ্চমীর দিন প্রাণপ্রতিষ্ঠার পর রামলালা যে গয়না পরেছিলেন, তা সরিয়ে নতুন গয়না পরানো হয়েছে।
*রাম মন্দিরে উপবিষ্ট রামলালার পাশাপাশি, ভারত, শত্রুঘ্ন এবং লক্ষ্মণকেও নতুন মুকুট দেওয়া হয়। বসন্ত পঞ্চমী উপলক্ষে ৫৬ খাবার দেওয়া হয়। শুধু তাই নয়, ভারী ফুলের মালার পরিবর্তে ভগবান রামকে এলাচের মালা পরিয়ে দেওয়া হয়েছে।
*রাম মন্দিরে উপবিষ্ট রামলালার পাশাপাশি, ভারত, শত্রুঘ্ন এবং লক্ষ্মণকেও নতুন মুকুট দেওয়া হয়। বসন্ত পঞ্চমী উপলক্ষে ৫৬ খাবার দেওয়া হয়। শুধু তাই নয়, ভারী ফুলের মালার পরিবর্তে ভগবান রামকে এলাচের মালা পরিয়ে দেওয়া হয়েছে।
*বসন্ত পঞ্চমীর পরে গ্রীষ্মের ঋতুর শুরু বলে মনে করা হয়। এই পরিবর্তনশীল ঋতুতে যাতে রামলালার যাতে কোনও কোনও সমস্যা না হয়, সেই জন্য ভগবানকেও ভারী গহনার বদলে হালকা গয়না পরানো হয়েছে।
*বসন্ত পঞ্চমীর পরে গ্রীষ্মের ঋতুর শুরু বলে মনে করা হয়। এই পরিবর্তনশীল ঋতুতে যাতে রামলালার যাতে কোনও কোনও সমস্যা না হয়, সেই জন্য ভগবানকেও ভারী গহনার বদলে হালকা গয়না পরানো হয়েছে।

Ayodhya Ram Mandir: রামলালা দর্শনে হুড়োহুড়ি! ব্যাপক ধাক্কাধাক্কির অভিযোগ! কপ্টারে নজরদারি আদিত্যনাথের

রামলালা দর্শনে হুড়োহুড়ি। সকাল থেকে উপচে পড়া ভিড়। ভিড়ের চাপে মন্দির চত্বরে ব্যাপক ধাক্কাধাক্কি। ভিড়ে অসুস্থ বেশ কয়েকজন। কপ্টারে নজরদারিতে যোগী আদিত্যনাথ।

Ayodhya Ram Mandir Interesting Facts: ৩৮০ ফুট জুড়ে বিস্তৃত, ৩৯২ স্তম্ভ-সহ বেলেপাথরের রাম মন্দিরের নির্মাণমূল্য কত, জানুন

সোমবার প্রাণপ্রতিষ্ঠার পর এখনও শিরোনামে এবং চর্চায় অযোধ্যার রাম মন্দির এবং রাম লালার বিগ্রহ। ৩৮০ ফুট জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত এই মন্দির নির্মিত চিরাচরিত নাগারা নির্মাণশৈলীতে।
সোমবার প্রাণপ্রতিষ্ঠার পর এখনও শিরোনামে এবং চর্চায় অযোধ্যার রাম মন্দির এবং রাম লালার বিগ্রহ। ৩৮০ ফুট জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত এই মন্দির নির্মিত চিরাচরিত নাগারা নির্মাণশৈলীতে।

 

২৫০ ফিট চওড়া, ১৬১ ফিট উচ্চতার এই মন্দিরে আছে ৩৯২ টি স্তম্ভ বা পিলার এবং ৪৪ টি দ্বার।
২৫০ ফিট চওড়া, ১৬১ ফিট উচ্চতার এই মন্দিরে আছে ৩৯২ টি স্তম্ভ বা পিলার এবং ৪৪ টি দ্বার।

 

মির্জাপুর এবং রাজস্থানের ভরতপুরের পাহাড়ি অংশ থেকে আনা বেলেপাথরে তৈরি করা হয়েছে ত্রিতল এই মন্দির।
মির্জাপুর এবং রাজস্থানের ভরতপুরের পাহাড়ি অংশ থেকে আনা বেলেপাথরে তৈরি করা হয়েছে ত্রিতল এই মন্দির।

 

মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি লোহা। পরিবর্তে সম্পূর্ণ প্রাচীন ভারতীয় পদ্ধতি ও নির্মাণশৈলীতে রাম মন্দির তৈরি করা হয়েছে।
মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি লোহা। পরিবর্তে সম্পূর্ণ প্রাচীন ভারতীয় পদ্ধতি ও নির্মাণশৈলীতে রাম মন্দির তৈরি করা হয়েছে।

 

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট সারা দেশ এবং বিদেশ থেকে মোট ৩৫০০ কোটি টাকা দানস্বরূপ পেয়েছিল বলে জানানো হয়েছে। তার মধ্যে রাম মন্দির নির্মাণে ব্যয় হয়েছে ১৮০০ কোটি টাকা।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট সারা দেশ এবং বিদেশ থেকে মোট ৩৫০০ কোটি টাকা দানস্বরূপ পেয়েছিল বলে জানানো হয়েছে। তার মধ্যে রাম মন্দির নির্মাণে ব্যয় হয়েছে ১৮০০ কোটি টাকা।

 

মন্দিরের নির্মাণশৈলী, বিগ্রহের গঠনশৈলী, বিগ্রহের তিলকের ধরন-সর্বত্র দক্ষিণী স্পর্শ। দক্ষিণী ঘরানাতেই সম্পূর্ণ হয়েছে নির্মাণ।
মন্দিরের নির্মাণশৈলী, বিগ্রহের গঠনশৈলী, বিগ্রহের তিলকের ধরন-সর্বত্র দক্ষিণী স্পর্শ। দক্ষিণী ঘরানাতেই সম্পূর্ণ হয়েছে নির্মাণ।

Ram Mandir Ayodhya: ‘রামলালা আর তাঁবুতে নন, মন্দিরে থাকবেন’, আবেগ-বিহ্বল নরেন্দ্র মোদি

‘আজ, বহু বছরের প্রতীক্ষার পর, অগণিত বলিদান, ত্যাগ, তপস্যার পর রাম এসে গেছেন। সকল দেশবাসীকে শুভেচ্ছা। আমি গর্ভগৃহে ঈশ্বরীয় চেতনার সাক্ষী হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কত কী বলার আছে! কণ্ঠ বুজে আসছে। শরীরে কম্পন অনুভব করছি, মনে এখনও সেই মুহূর্ত বর্তমান। রামলালা আর তাঁবুতে নন, মন্দিরে থাকবেন। এই মুহূর্ত পবিত্রতম, রামলালার আশীর্বাদ। ২০২৪ এর ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, এটা নতুন কাল-চক্রের শুরু। মানুষ আজকের দিনটির চর্চা করবে’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Mamata Banerjee on Ram Mandir Inauguration: ‘আমি রাম-বিরোধী নই, কিন্তু সীতার কথা তো নেই’, পুরনো অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন মমতা!

কলকাতা: গোটা দেশের নজর যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে, তখন কলকাতার রাজপথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে পথে নামেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুদ্বার, গির্জা, মসজিদ ঘুরে পার্কসার্কাস মোড়ে শেষ হয় সেই মিছিল। সেখানে সভা থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

কেন এই সংহতি মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই সভা থেকে সেই জবাব দিয়েছেন তিনি। মমতার দাবি,’আজ এই মিছিল করার আমার একটাই উদ্দেশ্য। এই লড়াই শুরু হয়েছে। এই লড়াই আমাদের চলতে থাকবে। আজ সকাল থেকে যা চলছে সংবাদমাধ্যমে, তা দেখে মনে হচ্ছে যেন স্বাধীনতার লড়াই চলছে। ভাল কাজ করলে তা আপনারা দেখান না৷ আর বিজেপি কিছু করলেই, বিশ্বগুরুকে দেখায় হিরো করে। আপনাদের বিক্রি করে খাচ্ছে। দেশকে বাঁচাতে চাইলে। এই সব চ্যানেল দেখবেন না। নিউজ চ্যানেল দেখবেন না। দেখলে আপনাদের টেনশন হবে৷ ওরা ইচ্ছা করে এই সব করে।’

আরও পড়ুন: আপনি কি থাইরয়েডের সমস্যায় জেরবার? এই এক বীজে ভীষণ উপকার পাবেন! জানুন

সংহতি মিছিলের সভা থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল লোক ছিলেন শাহনওয়াজ খান। যিনি ভেবেছিলেন, একটা হিন্দুর পাশে মুসলমান দরকার৷ আর আমি ২০ বছর ধরে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন করতে বলছি। সেটাকে করা হয় না। আর আজ নাকি ছুটির দিন। ওদের স্বাধীনতার দিন৷ কীসের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতার দিন।’

আরও পড়ুন: অযোধ্যার ঢেউ আমেরিকায়, টাইমস স্কোয়্যারে রাম-বন্দনা! বিদেশ বলে মনেই হবে না! দেখুন ছবি…

কেন্দ্রীয় সরকারের রাম-নাম নিয়ে কটাক্ষ করে মমতার প্রশ্ন, ‘আমি রামের বিরোধী নই। কিন্তু কই সীতার কথা তো বলা হয় না। কেন? তাহলে কি তোমরা মহিলা বিরোধী? লড়াই শুরু হয়ে গিয়েছে। খারাপ সময় আসবে, শত্রু আসবে। কিন্তু শত্রুর সাথে লড়াই করে জয় আসবেই। আমি আজ বলব, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।”.…

আবীর ঘোষাল

Interesting Facts of Ramlalla Idol: প্রতি বছর রামনবমীতে ঘটবে এক বিশেষ ঘটনা, লোহাবর্জিত কৃষ্ণশিলার রামলালার বিগ্রহ নিয়ে যা জানতেই হবে

অযোধ্যার রাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন এবং রামলালা বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ঘিরে দেশজুড়ে উন্মাদনা ও ভক্তি তুঙ্গে।
অযোধ্যার রাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন এবং রামলালা বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ঘিরে দেশজুড়ে উন্মাদনা ও ভক্তি তুঙ্গে।

 

সকল শাস্ত্রীয় রীতিনীতি ও আচরণ পালন করে রামলালা বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা এবং চক্ষুদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকল শাস্ত্রীয় রীতিনীতি ও আচরণ পালন করে রামলালা বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা এবং চক্ষুদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

রামলালা বিগ্রহের দৈর্ঘ্য ৫১ ইঞ্চি। পাঁচ বছর বয়সি শিশুর সারল্যে ভরপুর এই বিগ্রহের ওজন ১.৫ টন।
রামলালা বিগ্রহের দৈর্ঘ্য ৫১ ইঞ্চি। পাঁচ বছর বয়সি শিশুর সারল্যে ভরপুর এই বিগ্রহের ওজন ১.৫ টন।

 

এমনভাবে মন্দির ও বিগ্রহ নির্মিত হয়েছে, যাতে প্রতি বছর রামনবমীতে দুপুর ১২টার সময় সূর্যরশ্মি স্পর্শ করে রামলালার বিগ্রহকে।
এমনভাবে মন্দির ও বিগ্রহ নির্মিত হয়েছে, যাতে প্রতি বছর রামনবমীতে দুপুর ১২টার সময় সূর্যরশ্মি স্পর্শ করে রামলালার বিগ্রহকে।

 

রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রাম লালার বিগ্রহ নির্মিত কৃষ্ণশিলায়। ভগবান বিষ্ণুর আধ্যাত্মিকতা, রাজকীয় ঔজ্জ্বল্য এবং পাঁচ বছরের শিশুর সারল্য মিশে গিয়েছে অপরূপ এই মূর্তিতে।
রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রাম লালার বিগ্রহ নির্মিত কৃষ্ণশিলায়। ভগবান বিষ্ণুর আধ্যাত্মিকতা, রাজকীয় ঔজ্জ্বল্য এবং পাঁচ বছরের শিশুর সারল্য মিশে গিয়েছে অপরূপ এই মূর্তিতে।

 

রাম মন্দিরের এক তলায় রয়েছে রামলালার বিগ্রহ। রামচন্দ্রের বাকি ভাই, পত্নী সীতাদেবী এবং ভক্ত হনুমানের মূর্তি রয়েছে মন্দিরের দোতলায়।
রাম মন্দিরের এক তলায় রয়েছে রামলালার বিগ্রহ। রামচন্দ্রের বাকি ভাই, পত্নী সীতাদেবী এবং ভক্ত হনুমানের মূর্তি রয়েছে মন্দিরের দোতলায়।

 

রামলালার বিগ্রহ নির্মাণে কোনও লোহা ব্যবহার করা হয়নি।
রামলালার বিগ্রহ নির্মাণে কোনও লোহা ব্যবহার করা হয়নি।

Ayodhya Ram Mandir: অনুভব করছেন গর্ব, রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিনে কেক বানালেন

উত্তর ২৪ পরগনা: রাম মন্দির উপলক্ষে এবার থিমের কেক বানিয়ে নজর কাড়ল দত্তপুকুরের হাসপাতাল পাড়ার কলেজ ছাত্রী সহেলী দত্ত। রাম মন্দির উদ্বোধনের দিন উদযাপনে মেতে উঠতে এই বিশেষ “রাম থিম কেক” বানিয়ে সারা ফেলে দিয়েছে সে। ইতিমধ্যেই মিলেছে অডারও। পড়াশোনার পাশাপাশি সহেলী ২০২৩ সালের এপ্রিল মাস থেকে পেশাদার ভাবে কেক তৈরি করছেন।

জন্মদিন হোক বা রাখি ভাইফোঁটার মতো বিশেষ কোনোদিন, সোহেলীর কাছে অর্ডার আসে নানা ধরনের কাস্টমাইজ থিমের কেক তৈরির জন্য। আর অর্ডার অনুযায়ী নিজের মতো করেই কেক তৈরি করে আজ রীতিমতো এলাকার মানুষের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে এই কলেজ ছাত্রী।

আরও পড়ুন – Ram Mandir Ayodhya : অযোধ্যা রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মোদির সাষ্টাঙ্গে প্রণাম, দেখুন

তবে এবার রাম মন্দির উপলক্ষে রামলালার পুজোর এই বিশেষ দিনকে কেকের মাধ্যমে তুলে ধরতে, তার এই কেক তৈরির অভিনব ভাবনা বলে জানান।

ভারতবাসী হিসেবেও যেন গর্ব অনুভব করছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় এর দ্বিতীয় বর্ষের ছাত্রী সহেলি। বাবা দেবব্রত দত্ত আজ মেয়ের এই অভিনব কেক তৈরি করায় খুশি। একেবারে নিরামিষ পদ্ধতিতে ডিম ছাড়া তৈরি এই কেক রীতিমত হিট দত্তপুকুর এলাকায়।

Rudra Narayan Roy

New York Times Square Ram Mandir: অযোধ্যার ঢেউ আমেরিকায়, টাইমস স্কোয়্যারে রাম-বন্দনা! বিদেশ বলে মনেই হবে না! দেখুন ছবি…

নিউ ইয়র্ক: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রাম মন্দির উদযাপন। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আমেজ দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকেও। অযোধ্যার রাম মন্দিরে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগে প্রবাসী ভারতীয়রা নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে উদযাপন করেছেন।

আমেরিকার প্রায় ৩০০টি জায়গায় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান লাইভ দেখানো হয়। এমনকী নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও দেখানো হয় সেই অনুষ্ঠান। লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য একাধিক জায়গায় বসানো হয়েছিল জায়েন্ট স্ত্রিন। হিন্দু মন্দিরগুলিতে এক সপ্তাহ ধরে চলবে নানা অনুষ্ঠান। বহু মানুষ টাইমস স্কোয়্যারে এদিন এই অনুষ্ঠানে যোগ দেন।

.
.
.
.
.
.
.
.

আরও পড়ুন: ভিত্তিপ্রস্তর থেকে প্রাণপ্রতিষ্ঠা, অযোধ্যায় পোশাক-ট্র্যাডিশন বজায় রাখলেন নরেন্দ্র মোদি! পাল্টাল কেবল রং

মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রাম মন্দিরে মঙ্গলধ্বনি শুনতে বিভোর অমিতাভ-অভিষেক, দেখা নেই ঐশ্বর্যর

অন্যদিকে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, মরিসাসেও দেখানো হয়েছে রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। মরিসাসে মোট জনসংখ্যা ৪৮ শতাংশ হিন্দু। সেকারণে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল হওয়ার জন্য হিন্দু সরকারি কর্মীদের ২ ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে।