লাইফস্টাইল Bad Cholesterol Control Tips: ৫ খাবারের পঞ্চবাণ! শিকড় থেকে উপড়ে ফেলবে খারাপ কোলেস্টেরলকে, হৃদরোগের আশঙ্কাও উবে যাবে কর্পূরের মতো Gallery October 31, 2024 Bangla Digital Desk কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে। মূলত ডায়েট, অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের জন্য শরীরে বেড়ে যায় খারাপ কোলেস্টেরল। হৃদরোগ-সহ একাধিক শারীরিক সমস্যাকে ডেকে আনে বলে একে নীরব ঘাতকও বলা হয়। জানুন কী কী খেলে কমবে শরীরে খারাপ কোলেস্টেরল। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা। ফাইবার ও প্রোটিনে সমৃদ্ধ বার্লি ৷ এতে কোলেস্টেরলের মাত্রা কম থাকে ৷ নিয়ন্ত্রণ করা যায় বাড়তি ওজনও ৷ বার্লির দৌলতে হৃদযন্ত্রে ব্যাড কোলেস্টেরলের প্রভাব কম পড়ে ৷ যাঁরা কোলেস্টরলের সমস্যায় ভোগেন, তাঁদের ডায়েটে বার্লিজল থাকা দরকার ৷ বহু শারীরিক সমস্যায় আমলা বা আমলকি উপকারী ৷ খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে আমলকি ৷ প্রতিদিন আমলকি খেলে ব্যাড কোলেস্টরলের মাত্রা লাগামছাড়া হয় না ৷ এলডিএল কোলেস্টেরলের মাত্রা কম রেখে আপেল নিয়ন্ত্রণ করে অক্সিডেশনকেও ৷ ডায়েটে নিয়মিত আপেল রাখুন। পরিচিত মশলা মেথিতে প্রচুর ফাইবার আছে ৷ এর স্বাস্থ্যগুণও অনেক ৷ মেথির প্রভাবে নিয়ন্ত্রিত থাকে ব্যাড কোলেস্টেরল ৷ লেবু, কমলালেবু থেকে আঙুর ৷ সাইট্রাস গোত্রীয় সব ফল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের আশঙ্কা কমায় ৷ ফলে সুস্থ থাকে হৃদযন্ত্র ৷