মন্দারমণি: জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমনি। তবে এবার মন্দারমণি মধুচক্রের আসরের জন্য শিরোনামে। অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মোট ১৯ জন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমনি জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র হিসেবে দিঘার পাশাপাশি মন্দারমণি পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়।
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র হিসেবে দিঘার পাশাপাশি মন্দারমনি পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। উৎসব ও ছুটির দিনগুলিতে মন্দারমনিতে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। তবে বিভিন্ন সময় মন্দারমনির বিভিন্ন হোটেলে মধুচক্রের আসরে উদ্বিগ্ন প্রশাসন রীতিমত উদ্বিগ্নপ্রশাসন। ২৭ অক্টোবর রবিবার মন্দারমনিতে মধুচক্রের আসরে হানা দিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে।
মন্দারমনি থানা সূত্রে জানা যায়, মন্দারমণি সৈকত লাগোয়া তিনটি প্রথম সারির হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তিনটি হোটেল থেকে মধুচক্রের আসরে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজার, হোটেলের কর্মী, মিডিল ম্যান ও ৬ যুবতী-সহ মোট ১৯ জনকে আটক করে মন্দারমনি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর তাদের মধুচক্রের কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়।