‘আমার কি রান্নাঘরে থাকা উচিত?’ কংগ্রেস বিধায়ককে নজিরবিহীন আক্রমণ সাইনার

নয়াদিল্লি: বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন তিনি। তবে এখন তিনি অনেকটাই প্রচারের বাইরে। সেই সাইনা নেহওয়াল এবার কর্ণাটকের এক কংগ্রেস বিধায়কের উপর ক্ষিপ্ত।

ওই বিধায়ক বিজেপি মহিলা নেত্রীর ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তার পরই সাইনা নেহওয়াল তাঁকে তিরস্কার করেছিলেন।

বিজেপির এক মহিলা প্রার্থীর বিরুদ্ধে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পার অশালীন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের নামজাদা শাটলার সাইনা নেহওয়াল কংগ্রেস নেতার করা মন্তব্যের সমালোচনা করেছেন। দলের সমালোচনাও করেন তিনি।

আরও পড়ুন- আইপিএল দেখছেন? বলুন তো, কমলা আর বেগুনি টুপি এখন কাদের মাথায়?

দাভানগেরে দক্ষিণের বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পা বলেছিলেন, ওরা ভোটে দাঁড়াবে কী! ওরা তো শুধু রান্না করার জন্য। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘ও তো ঠিকমতো কথাও বলতে পারে না। বাড়িতে রান্নার জন্য উপযুক্ত। কংগ্রেস নেতার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাইনা নেহওয়াল।

কংগ্রেস নেতার বক্তব্যের সমালোচনা করে সাইনা নেহওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লিখেছেন, ‘মহিলাদের রান্নাঘরে সীমাবদ্ধ থাকা উচিত – এটি কর্ণাটকের শীর্ষ নেতা শামানুর শিবশঙ্করপ্পা জি বলেছেন। দাভানগেরে থেকে বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্ধেশ্বরা জি সম্পর্কে এমন মন্তব্য এমন একটি দলের প্রার্থীর থেকে আশা করা যায় না।

তিনি আরও লিখেছেন, ‘আমি যখন ক্রীড়াক্ষেত্রে ভারতের হয়ে পদক জিতেছি তখনও কি ওরা ভাবত, আমার রান্নাঘরে থাকা উচিত! কেন এই কথা বলা হয় জানি না। দেশের প্রচুর মেয়ে বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু অর্জনের স্বপ্ন দেখছে।

আরও পড়ুন- এই জন্যই তিনি বিরাট কোহলি! হেরেও রিঙ্কু সিংকে দিলেন এক অসাধারণ উপহার

কংগ্রেসের উদ্দেশে সাইনা নেহওয়াল বলেন, ‘একদিকে আমরা নারী শক্তিকে স্যালুট করছি। আমাদের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নারী সংরক্ষণ বিল পাশ হয়েছে। অন্যদিকে নারী শক্তির অপমান এবং নারীবিরোধী মানুষ… সত্যিই বিরক্তিকর।

বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্ধেশ্বরা বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এমন লোকজন নারীদের অপমান করে চলেছে।’