BAFTA Awards : ইরফান খান, ঋষি কাপুরকে মেমোরিয়ামে শ্রদ্ধা জানাল BAFTA, আবেগে ভাসল ট্যুইটার!

 

#মুম্বই : ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (BAFTA) অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য জানানো হল হিন্দি ছবির প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতাকে। ৭৪তম পুরস্কার বিতরণী পর্বে ইরফান খান(Irfan Khan) ও ঋষি কাপুরকে (Rishi Kapoor) স্মরণ করে তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাফটা ৷ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে ২০২০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়া চাডউক বোসম্যানকেও এই আন্তর্জাতিক মঞ্চ থেকে শ্রদ্ধা জানিয়েছে বাফটা৷

করোনাভাইরাসের কারণে এই প্রথমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বসে বাফটার আসর ৷ দু-দিন ব্যাপী এই অনুষ্ঠানের মেমোরিয়াম বিভাগে ইরফান খান, ঋষি কাপুর ও চাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানানো হয়৷ এ ছাড়াও শ্রদ্ধা জানানো হয় সিয়ান কোনারি, কির্ক ডগলাস, ইয়ান হোলম, বারবারা উইন্ডসোর, জর্জ সিগাল, ক্রিস্টোফার প্লামারকেও ৷

রবিবার রাতে মেমোরিয়াম বিভাগে বিশ্বের বিনোদন জগতের ৪০ জনকে শ্রদ্ধা জানায় বাফটা। টানা দু’ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত বছর ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান ৷ ২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার ধরা পড়ার পর ব্রিটেনে চিকিত্সা চলছিল তাঁর ৷ তিন দশকের ফিল্মি জীবনে বলিউড ও হলিউডকে একগুচ্ছ মনে রাখার মত ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাঁর মকবুল, পান সিং তোমর, দ্য লাঞ্চ বক্স, ইনফারনো, লাইফ অফ পাই ও জুরাসিক ওয়ার্ল্ড আজও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় ৷

তাতেই আবেগে ভেসেছে ভারতীয় দর্শক। বাফটা পুরস্কারের মঞ্চে নিজেদের প্রিয় তারকার মুখ ভেসে উঠতে দেখে স্বভাবতই আবেগঘন ইরফান-ঋষি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেই আবেগ উজাড় করে দিয়েছেন তাঁরা।

গত বছর ইরফান খানের প্রয়াণের পরদিনই বলিউডে আসে আরও একটা শোকসংবাদ ৷ প্রয়াত হন ঋষি কাপুর ৷ ২০১৮ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁর চিকিত্সা চলছিল নিউ ইয়র্কে ৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরেও আসেন ৷ তবে তার কয়েক মাসের মধ্যেই তাঁর জীবনাবসান হয় ৷ ববি, চাঁদনি, অমর আকবর অ্যান্টনি, প্রেম রোগ, নাগিনা, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোল, দামিনী-সহ একাধিক সুপারহিট ফিল্ম রয়েছে তাঁর ৷ হিন্দি ছবির ইতিহাসে এই দুই তারকার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আর তাঁদেরই শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির গুরুত্ব নিয়ে আরও একবার স্পষ্ট বার্তা দিল বাফটা।