Tag Archives: Rishi Kapoor

Rishi Kapoor-Amitabh Bachchan: ‘কখনও সহ-অভিনেতাদের কৃতিত্ব দেননি’! অমিতাভকে কড়া ভাষায় আক্রমণ, আত্মজীবনীতে এ কী লিখেছেন ঋষি!

পেটে এক আর মুখে এক নয়। মনে যা আসত, ঋষি কাপুর খোলাখুলি বলে দিতেন। ঢাকঢাক গুড়গুড় তাঁর স্বভাব নয়। আত্মজীবনীর নামও তাই ‘খুল্লামখুল্লা: ঋষি কাপুর আনসেন্সরড’। ব্যক্তিগত এবং পেশাগত জীবন থেকে শুরু করে স্ত্রী নীতু কাপুরের সঙ্গে সম্পর্ক এবং অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর ‘দীর্ঘস্থায়ী সমস্যা’ নিয়ে খোলাখুলি লিখেছেন তিনি।

আত্মজীবনীতে ঋষি কাপুর লিখেছেন, অনেক অভিনেতাই অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে পছন্দ করতেন না। কারণ “পরিচালক এবং লেখকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রগুলো তাঁকেই দিত”।

আরও পড়ুন: ফোনের স্টোরেজ ফুল? হ্যাং করছে ফোন? খালি করার ৫ সেরা উপায় জেনে নিন, ঝড়ের গতিতে ছুটবে মোবাইল

ঋষির নিজের জবানিতে, “আমি স্বীকার করে নিচ্ছি অমিতাভ বচ্চনের সঙ্গে আমার দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে। তখনকার দিনে অল স্টার মুভিতে কাজ করার সবচেয়ে বড় অসুবিধা ছিল, সবাই শুধু অ্যাকশন ফিল্ম বানাতে চাইত। ফলে যে অভিনেতা অ্যাকশন দৃশ্যে সাবলীল সেই ভাল পার্টটা পেট। তাই ‘কভি কভি’-র মতো রোম্যান্টিক ফিল্ম বাদে যে ক’টা মাল্টি স্টার মুভিতে কাজ করেছি, কোনওটাতেই ভাল রোল পাইনি। পরিচালক এবং লেখকরা অমিতাভকেই মুখ্য চরিত্র দিত। শুধু আমি নয়, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, বিনোদ খান্না, ধর্মেন্দ্ররাও একই সমস্যায় পড়েছে”।

অমিতাভের প্রশংসাও করেছেন ঋষি। তিনি লিখেছেন, “অমিতাভ নিঃসন্দেহে দুর্দান্ত অভিনেতা, অত্যন্ত প্রতিভাবান এবং সেই সময় বক্স অফিসের নাম্বার ওয়ান তারকা। তিনি একাধারে অ্যাকশন হিরো এবং রাগী যুবক। তাঁর কথা ভেবেই চরিত্র লেখা হত। আমরা ছোট তারকা, কিন্তু অভিনয় ক্ষমতা কম ছিল না। এটা সত্যি তাঁর সঙ্গে ম্যাচ করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার সময় মিউজিক্যাল বা রোম্যান্টিক নায়কের কোনও জায়গা ছিল না”।

অমিতাভ বচ্চন তাঁর সাফল্যের জন্য কখনও সহ-অভিনেতাদের কৃতিত্ব দেননি। এমনই অভিযোগ ঋষি কাপুরের। তাঁর স্পষ্ট কথা, “অমিতাভ কখনও সহ-অভিনেতাদের যথাযথ কৃতিত্ব দেননি। সব কৃতিত্ব দিয়েছেন লেখক ও পরিচালকদের। সেলিম-জাভেদ, মনমোহন দেশাই, প্রকাশ মেহরা, যশ চোপড়া এবং রমেশ সিপ্পি। কিন্তু তাঁর সাফল্য যে সহশিল্পীদের ভূমিকা ছিল, সেটা স্বীকার করতেই হবে। যেমন ‘দিওয়ার’ ছবিতে শশী কাপুর, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘কুলি’তে ঋষি কাপুর বা বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা এবং ধর্মেন্দ্র সকলেই তাঁর সাফল্যে অবদান রেখেছিলেন, মুখ্য চরিত্রে না থেকেও। এটা স্বীকার করতে হবে। তবে আমরা এসব গায়ে মাখিনি”।

Rishi Kapoor-Neetu Kapoor: ঋষির মৃত্যুবার্ষিকীতে দুজনের ছবি পোস্ট করলেন নীতু, কমেন্ট করলেন মেয়ে ঋদ্ধিমা

মুম্বইঃ মৃত্যুবার্ষিকীতে ঋষি কাপুরের সঙ্গে ছবি শেয়ার করলেন নীতু কাপুর। ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন কিংবদন্তী বলি অভিনেতা। মঙ্গলবার স্মৃতির সরণি বেয়ে পুরনো দিনের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নীতু। সঙ্গে ছোট বার্তাও দিয়েছেন। লিখেছেন, “ঋষির মৃত্যুর পর জীবন আর আগের মতো নেই”।

আরও পড়ুনঃ দিদি প্রিয়াঙ্কা এবং পরিণীতির সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? তাঁদের কি ঝগড়া-ঝামেলা রয়েছে? জবাবে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মান্নারা চোপড়া

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঋষি কাপুরের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন নীতু। ছবিতে দুজনকেই পোজ দিতে দেখা যাচ্ছে। খুব হাসছেন তাঁরা। এই ছবি পোস্ট করতেই কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা। একজন লিখেছেন, “আপনাকে মিস করছি ঋষিজি”। আরেক অনুরাগীর মন্তব্য, “কিছু গল্প কখনও ফুরোয় না। ঋষি কাপুরের ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ নীতুজি”। কমেন্টে হার্ট ইমোজি দিয়েছেন নীতু-ঋষির কন্যা ঋদ্ধিমা।

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

৩০ এপ্রিল কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ডাক নাম চিন্টু। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও তাঁকে আদর করে এই নামেই ডাকত। রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন ঋষি। মিষ্টি ব্যক্তিত্ব আর ক্যারিশ্মাটিক অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে জয় করে নেন দর্শক হৃদয়। তাঁর শেষ ছবি ‘শর্মাজি নমকিন’। এই দিনে শুধু নীতু নয়, ঋষি কাপুরের সেরা সিনেমা, আইনকনিক গান এবং স্মরণীয় সংলাপ-সহ তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের নানা দিক স্মরণ করছেন অগণিত অনুরাগীরা।

১৯৮০ সালে সহ অভিনেত্রী নীতু সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঋষি কাপুর। দু’জনে একসঙ্গে ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কভি কভি’, ‘খেল খেল মে’ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। ঋষি এবং নীতুর দুই সন্তান, অভিনেতা রণবীর কাপুর এবং ডিজাইনার ঋদ্ধিমা কাপুর সাহানি।

একটি সাক্ষাৎকারে তাঁদের বিয়ের গল্প বলেছিলেন নীতু। দু’জনে ডিনার ডেটে গিয়েছিলেন। সেখানে নীতুকে ঋষি জিজ্ঞেস করেন, এত সিনেমায় সাইন করছ। বিয়ে করবে না”? তাঁরা প্রেম করছিলেন ঠিকই কিন্তু বিয়ের কথা ভাবেননি। উত্তরে নীতু বলেন, “বিয়ের জন্য ছেলে কোথায়”? তখন ঋষি বলে ওঠেন, “তাহলে আমি কে”?

Rishi Kapoor: একাধিক মহিলার সঙ্গে রাত কাটাতেন ঋষি, একের পর এক পরকীয়া… হাতেনাতে ধরেও চুপ থেকেছেন নীতু

এক সময় বলিউড কাঁপিয়ে বেরিয়েছেন ঋষি কাপুর। পরপর হিট, বহু নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সেই সময়ের বলিউড হার্টথ্রব।
এক সময় বলিউড কাঁপিয়ে বেরিয়েছেন ঋষি কাপুর। পরপর হিট, বহু নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সেই সময়ের বলিউড হার্টথ্রব।
ঋষি-নীতুর দুই সন্তান৷ রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর৷
ঋষি-নীতুর দুই সন্তান৷ রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর৷
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। তবে তাঁদের সংসারের ভিতও নড়বড়ে হয়েছে।
বলিউডের সফল জুটিদের যদি একটি তালিকা তৈরি হয়, ঋষি এবং নীতু কাপুরের নাম বেশ উপরের দিকেই থাকবে। একসঙ্গে অভিনয় থেকে আলাপ। আলাপ থেকে প্রেম। প্রেম থেকে বিয়ে। দুই সন্তানকে নিয়ে গুছিয়ে সংসার করেছেন তাঁরা। এমনকি পরিবারের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দেন নীতু। তবে তাঁদের সংসারের ভিতও নড়বড়ে হয়েছে।
ঋষির এ হেন আচরণ যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। তা নিয়ে ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে। কিন্তু শেষমেশ যদিও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।
ঋষির এ হেন আচরণ যদিও প্রথমে মেনে নিতে পারেননি নীতু। তা নিয়ে ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে। কিন্তু শেষমেশ যদিও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী।
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়
অতীতে এক সাক্ষাৎকারে নীতু জানান, দীর্ঘ কেরিয়ারে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ঋষি। কিন্তু তা নিয়ে যদিও বিশেষ ভাবিত ছিলেন না নীতু। অভিনেত্রীর কথায়, ও বহু বার ফ্লার্ট করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। আউটডোর লোকেশনে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে, সে বিষয়ে সকলের আগে আমিই জানতে পারব। আমি জানি, সেগুলো সব এক রাতের বিষয়
ঋষির মৃত্যুর পরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে, এবং তারপরে মেয়ে রাহার জন্ম। স্বামী এবং বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ঋষির মৃত্যুর সঙ্গে এখনও বোঝাপড়া করে উঠতে পারেননি।
ঋষির মৃত্যুর পরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে, এবং তারপরে মেয়ে রাহার জন্ম। স্বামী এবং বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ঋষির মৃত্যুর সঙ্গে এখনও বোঝাপড়া করে উঠতে পারেননি।
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি। লিউকেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিলেন তিনি। কোভিড-১৯ লকডাউনের কারণে তাঁদের পরিবারের খুব কাছের মানুষেরাই কেবল ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি। লিউকেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিলেন তিনি। কোভিড-১৯ লকডাউনের কারণে তাঁদের পরিবারের খুব কাছের মানুষেরাই কেবল ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।

Ranbir Kapoor-Rishi Kapoor: বাবার মৃত্যুর সঙ্গে বোঝাপড়া হয়নি… ঋষির সঙ্গে সম্পর্ক সহজ ছিল না ছেলে রণবীরের!

পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা। বিষয়টি নতুন নয়, তবে নতুন ভাবে সেলুলয়েডে নিয়ে আসছেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। ‘অ্যানিমাল’ ছবিতে এক বাবা-ছেলের সম্পর্কের অন্ধকার দিক নিয়ে গল্প বলবেন রণবীর কাপুর। বাবার চরিত্রে অনিল কাপুর।
পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা। বিষয়টি নতুন নয়, তবে নতুন ভাবে সেলুলয়েডে নিয়ে আসছেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। ‘অ্যানিমাল’ ছবিতে এক বাবা-ছেলের সম্পর্কের অন্ধকার দিক নিয়ে গল্প বলবেন রণবীর কাপুর। বাবার চরিত্রে অনিল কাপুর।
ছবির প্রচারে বারবার প্রসঙ্গ উঠছে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের। সকলেরই প্রশ্ন, সিনেমার পর্দায় বাবার-ছেলের সম্পর্ক নিয়ে তো কথা বলবেন রণবীর। কিন্তু বাস্তবে কেমন ছিল নায়ক এবং তাঁর বাবার সম্পর্ক?
ছবির প্রচারে বারবার প্রসঙ্গ উঠছে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের। সকলেরই প্রশ্ন, সিনেমার পর্দায় বাবার-ছেলের সম্পর্ক নিয়ে তো কথা বলবেন রণবীর। কিন্তু বাস্তবে কেমন ছিল নায়ক এবং তাঁর বাবার সম্পর্ক?
অকপটে মুখ খুলেছেন রণবীর কাপুর। তাঁর স্বীকারোক্তি, বেড়ে ওঠার সময়ে তিনি খুব একটা বাবার ঘনিষ্ঠ ছিলেন না। বাবা হিসাবে অগাধ শ্রদ্ধা ছিল। তবে তাঁরা কখনওই একে অপরের বন্ধু হয়ে উঠতে পারেননি। ঋষির মৃত্যুটা এখনও তাঁর কাছে পুরোপুরি ভাবে বোধগম্য হয়নি।
অকপটে মুখ খুলেছেন রণবীর কাপুর। তাঁর স্বীকারোক্তি, বেড়ে ওঠার সময়ে তিনি খুব একটা বাবার ঘনিষ্ঠ ছিলেন না। বাবা হিসাবে অগাধ শ্রদ্ধা ছিল। তবে তাঁরা কখনওই একে অপরের বন্ধু হয়ে উঠতে পারেননি। ঋষির মৃত্যুটা এখনও তাঁর কাছে পুরোপুরি ভাবে বোধগম্য হয়নি।
এই ক্ষতিটা আসলে তাঁর জীবনে কীভাবে প্রভাব ফেলছে, জানেন না রণবীর। নীতু সিংয়ের ছেলের মতে, কোথাও না কোথাও ভারতের সমস্ত বাবা-ছেলের রসায়ন কিছুটা জটিল। আর তিনি ‘অ্যানিমাল’-এর গল্পে সেই অংশের সঙ্গেই নিজেকে একাত্ম করেছেন।
এই ক্ষতিটা আসলে তাঁর জীবনে কীভাবে প্রভাব ফেলছে, জানেন না রণবীর। নীতু সিংয়ের ছেলের মতে, কোথাও না কোথাও ভারতের সমস্ত বাবা-ছেলের রসায়ন কিছুটা জটিল। আর তিনি ‘অ্যানিমাল’-এর গল্পে সেই অংশের সঙ্গেই নিজেকে একাত্ম করেছেন।
রণবীরের কথায়, ‘‘ছেলে হয়ে জন্মানোর সঙ্গে সঙ্গেই আপনাকে শেখানো হবে, আপনগার মনোবল বেশি। শক্ত হতে হবে। বেশি বলতে নেই, নিজের মনে কথা প্রকাশ করতে নেই। তাই আমি ঠিক জানি না, আদৌ বাবার মৃত্যু নিয়ে কাছের কারও সঙ্গে সেভাবে কথা বলেছি কিনা।’’
রণবীরের কথায়, ‘‘ছেলে হয়ে জন্মানোর সঙ্গে সঙ্গেই আপনাকে শেখানো হবে, আপনগার মনোবল বেশি। শক্ত হতে হবে। বেশি বলতে নেই, নিজের মনে কথা প্রকাশ করতে নেই। তাই আমি ঠিক জানি না, আদৌ বাবার মৃত্যু নিয়ে কাছের কারও সঙ্গে সেভাবে কথা বলেছি কিনা।’’
ঋষির মৃত্যুর পরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে, এবং তারপরে মেয়ে রাহার জন্ম। স্বামী এবং বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ঋষির মৃত্যুর সঙ্গে এখনও বোঝাপড়া করে উঠতে পারেননি।
ঋষির মৃত্যুর পরে রণবীরের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে তাঁর বিয়ে, এবং তারপরে মেয়ে রাহার জন্ম। স্বামী এবং বাবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, ঋষির মৃত্যুর সঙ্গে এখনও বোঝাপড়া করে উঠতে পারেননি।
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি। লিউকেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিলেন তিনি। কোভিড-১৯ লকডাউনের কারণে তাঁদের পরিবারের খুব কাছের মানুষেরাই কেবল ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি। লিউকেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করেছিলেন তিনি। কোভিড-১৯ লকডাউনের কারণে তাঁদের পরিবারের খুব কাছের মানুষেরাই কেবল ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।

Animal Trailer: ‘আক্রমণাত্মক ছিলেন ঋষি’, বাবাকে দেখেই অনুপ্রাণিত, রণবীরের ‘অ্যানিম্যাল’ হওয়ার গল্প শুনলে শিউরে উঠবেন!

বলিউড অভিনেতা রণবীর কাপুরকে দেখে একমুহূর্তও চোখ সরাতে পারেননি ভক্তরা৷ শিহরণ জাগানো ট্রেলার মুক্তি পেতেই মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা৷ বৃহস্পতিবারই মুক্তি পেল রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ -এর ট্রেলার৷ টানটান উত্তেজনাপূর্ণ এই ট্রেলার ইতিমধ্যেই ২২ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন৷ ছবি মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে ততই যেন প্রত্যাশা বাড়ছে৷

চকোলেট বয়-এর ইমেজ ঝেড়ে ফেলে একেবারে অন্য লুকে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেতা৷ বাবা ও ছেলের সম্পর্কের জটিল সমীকরণ ছবির প্রেক্ষাপট৷ ট্রেলারে রণবীরের চরিত্রের আক্রমণাত্মক দিক সকলের নজর কেড়েছে৷ এর আগে সেভাবে অ্যাকশন ছবিতে দেখা যায়নি রণবীরকে৷ পরিচালক সন্দীপ রেড্ডির মাত্র সাড়ে ৩ মিনিটের এই ছবির ট্রেলারে রীতিমতো শিহরণ জাগিয়েছেন বলি অভিনেতা৷ আমি শেষ পর্যন্ত এটা মনে করি,আমি আমার বাবার কথা ভেবেছিলাম। তিনি যেভাবে কথা বলতেন, তিনি খুব আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক মানুষ ছিলেন৷ অন্ধকার চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রণবীর আরও বলেন, তিনি চরিত্রটিকে জটিল বলেছেন৷

 

আরও পড়ুন-  ঐশ্বর্যকে ‘ধর্ষণ’ করার ইচ্ছা ছিল ‘এই’ তামিল অভিনেতার, ভাইরাল হতেই তোলপাড়! নিন্দার ঝড়

আরও পড়ুন-  পারছেন না কথা বলতে, গলায় প্রচন্ড কষ্ট, বাতিল একাধিক শো! হঠাৎ কী হল অদিতি মুন্সীর?

ছোটবেলা থেকেই বাবা অনিল কাপুর তাঁর কাছে সুপারহিরো৷ কিন্তু সারাদিনে বাবা একটুও সময় দিতে পারে না ছেলেকে৷ বাবার জন্য ছোট থেকে যে ভালবাসা জন্মেছে অর্জুনের মনে, সেটাই একটা সময় তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে এবং অন্ধকার জগতে ঠেসে দেয়৷ এমনকি মানুষ খুন করতেও তার হাত কাঁপে না৷ ট্রেলার শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত, হানাহানি করতে দেখা গেছে রণবীরকে৷ কখনও বন্দুক তো কখনও কুঠার হাতে মানুষ খুন করে চলেছেন রণবীর৷

এর মধ্যেই সুপারহিরো বাবার উপর গুলি চালায় শত্রুপক্ষ৷ তারপরই জোর গলায় প্রকাশ্যে রণবীর ঘোষণা করে, আমার বাবা বলবীর সিংয়ের উপর যে গুলি চালিয়েছে, আমি নিজের হাতে তার গলা কাটব৷ বাবার উপর একটা আঁচড় লাগলে গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে পারি৷ বাবা ও ছেলের সম্পর্কের এই শিউরে ওঠা সমীকরণই ‘অ্যানিম্যাল’-এর গল্প৷ ছবিতে রণবীর ছাড়াও রশ্মিকা মন্দানা, অনীল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর সহ আরও অনেকে রয়েছে। ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকাকে দেখা যাবে৷ সবকিছু ঠিক থাকলে চলতি বছর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের অ্যাকশন ড্রামা ‘অ্যানিম্যাল’৷

Rishi Kapoor: কেটে গেল একটা বছর, করোনার কথা মাথায় রেখে অনলাইনে পুজোর আয়োজন করলেন নীতু কাপুর

#মুম্বই: এক বছর হয়ে গেল কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) মৃত্যুর। প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নীতু কাপুর (Neetu Kapoor) একটি অনলাইন পূজার আয়োজন করলেন। নীতুর সঙ্গে এই পূজায় সমস্ত আচার অনুষ্ঠান পালন করবেন ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor)। তবে পরিবারের বাকিরাও এই পূজায় অংশ নেবেন। কিন্তু করোনার জন্য অন্যান্যরা ভার্চুয়ালি পুজোয় এই অংশ নেবেন।

তবে রণবীরের সঙ্গে এই পুজোয় অংশ নিচ্ছেন তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী আলিয়া ভাটও (Alia Bhatt)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রণবীরের সঙ্গে নীতু কাপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন আলিয়া। ঋষি কাপুরের বোন রিমা জৈন এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, সামনাসামনি মৃত্যুবার্ষিকীর পূজায় তিনি উপস্থিত থাকতে পারবেন না কারণ মুম্বইতে করোনা সংক্রমণ এখনও উর্ধ্বমুখী। তিনি বলছেন, নীতু একটি অনলাইন পুজোর ব্যবস্থা করেছে। রণবীর আর নীতু পুজো করছে। জুমের মাধ্য়মে আমরাও উপস্থিত থাকব।

 

View this post on Instagram

 

A post shared by Ranbir kapoor ? (@ranbir_kapoooor)

গত বছর ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। তার আগের ২ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসাও করান তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মুহূর্তে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল বলিউড।

ঋষি কাপুর কন্যা ঋদ্ধিমার স্বামী ভারত সাহানি মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ছবি শেয়ার করেছেন। শ্রদ্ধা জানাতে প্রয়াত অভিনেতার ছবি ফুলের মালা দিয়ে সাজিয়েছেন তিনি। প্রসঙ্গত একটি পোস্টের মাধ্যমে ঋষিকে স্মরণ করেছেন নীতু কাপুরও। একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

সেই ছবি শেয়ার করে ঋষি-জায়া লিখেছেন, সারাটা বছরই দুঃখ ও বেদনায় ভরা কেটেছে, আরও খারাপ কেটেছে কারণ তাঁকে আমরা হারিয়ে ফেলেছি… এমন একটাও দিন নেই যেদিন আমরা তাঁর সঙ্গে আমাদের জীবন কাটানোর কথা শেয়ার করিনি.. কখনও ওঁর জীবনদর্শন, কখনও ওঁর জোকস, কখনও ওঁর নানা গল্প।

সঙ্গে তিনি আরও লিখেছেন, মুখে হাসি নিয়ে গোটা বছরটা আমরা কাটিয়ে ফেলেছি। জীবন চলতেই থাকবে, তবে তোমার সঙ্গে যেমন ছিল তেমন কখনওই হবে না।

BAFTA Awards : ইরফান খান, ঋষি কাপুরকে মেমোরিয়ামে শ্রদ্ধা জানাল BAFTA, আবেগে ভাসল ট্যুইটার!

 

#মুম্বই : ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (BAFTA) অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য জানানো হল হিন্দি ছবির প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতাকে। ৭৪তম পুরস্কার বিতরণী পর্বে ইরফান খান(Irfan Khan) ও ঋষি কাপুরকে (Rishi Kapoor) স্মরণ করে তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাফটা ৷ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে ২০২০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়া চাডউক বোসম্যানকেও এই আন্তর্জাতিক মঞ্চ থেকে শ্রদ্ধা জানিয়েছে বাফটা৷

করোনাভাইরাসের কারণে এই প্রথমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বসে বাফটার আসর ৷ দু-দিন ব্যাপী এই অনুষ্ঠানের মেমোরিয়াম বিভাগে ইরফান খান, ঋষি কাপুর ও চাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানানো হয়৷ এ ছাড়াও শ্রদ্ধা জানানো হয় সিয়ান কোনারি, কির্ক ডগলাস, ইয়ান হোলম, বারবারা উইন্ডসোর, জর্জ সিগাল, ক্রিস্টোফার প্লামারকেও ৷

রবিবার রাতে মেমোরিয়াম বিভাগে বিশ্বের বিনোদন জগতের ৪০ জনকে শ্রদ্ধা জানায় বাফটা। টানা দু’ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত বছর ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান ৷ ২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার ধরা পড়ার পর ব্রিটেনে চিকিত্সা চলছিল তাঁর ৷ তিন দশকের ফিল্মি জীবনে বলিউড ও হলিউডকে একগুচ্ছ মনে রাখার মত ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাঁর মকবুল, পান সিং তোমর, দ্য লাঞ্চ বক্স, ইনফারনো, লাইফ অফ পাই ও জুরাসিক ওয়ার্ল্ড আজও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় ৷

তাতেই আবেগে ভেসেছে ভারতীয় দর্শক। বাফটা পুরস্কারের মঞ্চে নিজেদের প্রিয় তারকার মুখ ভেসে উঠতে দেখে স্বভাবতই আবেগঘন ইরফান-ঋষি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেই আবেগ উজাড় করে দিয়েছেন তাঁরা।

গত বছর ইরফান খানের প্রয়াণের পরদিনই বলিউডে আসে আরও একটা শোকসংবাদ ৷ প্রয়াত হন ঋষি কাপুর ৷ ২০১৮ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁর চিকিত্সা চলছিল নিউ ইয়র্কে ৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরেও আসেন ৷ তবে তার কয়েক মাসের মধ্যেই তাঁর জীবনাবসান হয় ৷ ববি, চাঁদনি, অমর আকবর অ্যান্টনি, প্রেম রোগ, নাগিনা, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোল, দামিনী-সহ একাধিক সুপারহিট ফিল্ম রয়েছে তাঁর ৷ হিন্দি ছবির ইতিহাসে এই দুই তারকার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আর তাঁদেরই শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির গুরুত্ব নিয়ে আরও একবার স্পষ্ট বার্তা দিল বাফটা।

‘আম্বানি পরিবারের কাছে আমি ও ঋষি কৃতজ্ঞ’, মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানালেন নিতু কাপুর

#মুম্বই: বলিউড আজ ঋষিহীন ৷ গত বৃহস্পতিবার অর্থাৎ ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর ৷ বহুদিন ধরেই লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন অভিনেতা ৷ মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি ৷

ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই কাপুর পরিবার বিপর্যয়ের মুখে পড়ে ৷ নিতু সিংয়ের কথায়, জীবনটাই একেবারে বদলে যায় ৷ আর এই সময়েই আম্বানি পরিবারের পক্ষ থেকে মুকেশ আম্বানি ও পত্নী নীতা আম্বানি সব সময়ই কাপুর পরিবারের পাশে থাকেন ৷ সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিতু কাপুর আম্বানি পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷

ইনস্টাগ্রামে নিতু পোস্ট করে লেখেন, ‘গত দু’বছর আমাদের পরিবার যেন ঝড়ের মুখে পড়েছিল ৷ কখনও সেই ঝড় ভালো খবর নিয়ে এসেছে, কখনও খারাপ খবর ৷ এই মানসিক ও আবেগের নাগরদোলায় সব সময়ই আমি ও ঋষি পাশে পেয়েছি আম্বানি পরিবারকে ৷ তাঁদের এই সাহায্য, পাশে থাকার জন্য ধনব্যদ খুবই ছোট্ট শব্দ ৷ আমি, ঋষি ও আমার পুরো পরিবার কৃতজ্ঞ আম্বানি পরিবারের কাছে…’

দেখুন নিতু কাপুরের পোস্ট—-

 

View this post on Instagram

 

For us, as a family, the last two years have been a long journey There were good days, there were a couple of bad days too.. needless to say it was full of high emotion. But it’s a journey we would not have been been able to complete without the immeasurable love and support of the Ambani family. As we’ve gathered our thoughts over the past few days we’ve also tried to find the words to express the gratitude we feel towards the family for the countless ways in which they have seen us safely through this time. Over the last seven months every member of the family has gone above and beyond in every way possible to care for our beloved Rishi and ensure he experienced as little discomfort as possible. From ensuring he was medically attended to, to making frequent, personal visits to the hospital to shower him with love and attention, to even holding our hand and comforting us when WE were scared. To Mukesh Bhai , Nita Bhabhi, Akash, Shloka, Anant and Isha – you have been our guardian angels on this long and trying experience – what we feel for you can not be measured. We thank you from the bottom of our hearts for your selfless, unending support and attention. We feel truly blessed to count you among our nearest and dearest. Sincerely and with utmost gratitude, Neetu, Riddhima, Ranbir and the entire Kapoor Family.??

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

মাথায় গেরুয়া পাগড়ি, পাশে মাকে নিয়ে ঋষি কাপুরের স্মরণ সভায় রণবীর কাপুর

#মুম্বই: বলিউড এখন ঋষিহীন ৷ গত বৃহস্পতিবার সকালে গোটা দেশকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের রোম্যান্টিক হিরো ঋষি কাপুর ৷ গত কয়েক বছর ধরে লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন ঋষি ৷ আমেরিকাতে চলছিল চিকিৎসাও ৷ তবে ক্যানসারের কাছে শেষমেশ হার মারলেন বর্ষীয়ান অভিনেতা ৷ হঠাৎই চলে গেলেন ঋষি কাপুর ৷

স্বাভাবিকভাবেই ঋষি কাপুর চলে যাওয়াতে শোকের ছায়া কাপুর পরিবারে ৷ হঠাৎ করে পিতৃহারা হওয়ায় ভেঙে পড়েছেন রণবীর কাপুরও ৷ শেষকৃত্যের সময় রণবীরের কান্নার ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ অন্যদিকে, স্বামীকে হারিয়ে নিতু কাপুর জানিয়েছেন ‘তাঁদের দুজনের গল্পের এখানেই সমাপ্তি ঘটল ৷’

সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল ঋষি কাপুরের স্মরণ সভা ৷ পিতা ঋষির স্মরণ সভায় এক মুখ দাড়ি আর মাথায় পাগড়ি পরে দেখা গেল রণবীর কাপুরকে ৷ পাশে সাদা পোশাকে ঋষি পত্নী ও রণবীরের মা নিতু কাপুরও উপস্থিত ছিলেন ৷ সেই স্মরণ সভার ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

দেখুন সেই ছবি—-

 

View this post on Instagram

 

UNBELIEVABLE ???????

A post shared by @ pammi_bakshi_gautam on

প্রয়াত ঋষি কাপুর, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট স্ত্রী নীতু কাপুরের

#মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর ৷ বয়স হয়েছিল ৬৭ ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা বলিউডে৷

ঋষির মৃত্যুর পর কাপুর পরিবারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হল দেশবাসী ও ফ্যানদের উদ্দেশে ৷ কাপুর পরিবারের পক্ষ থেকে নীতু কাপুর এই বার্তায় লিখলেন, ‘সবার প্রিয় ঋষি কাপুর আজ আর নেই ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি ৷ প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর৷ চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন ৷ তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন ৷ গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে ৷ তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম ৷’

এই বার্তায় আরও জানানো হল, ‘দেশ এখন বিপর্যয়ের মুখে ৷ করোনার প্রকোপে ৷ রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় ৷ তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান ৷ তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা ৷ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ৷’

 

View this post on Instagram

 

?

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on