নদী পারাপারের সেতু ভাঙা

Heavy Rain fall: প্রবল বর্ষণ, ফুঁসছে তোর্ষা! নদীর আগ্রাসী রূপে ভাঙল পারাপারের সেতু

কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্ষা নদী। পাহাড়ে বৃষ্টি হলেই জলস্তর বেড়ে ওঠে এই নদীর। তোর্ষা নদী রীতিমত আগ্রাসী রূপ ধারণ করেছে। নদীর জলের স্রোতে ভেঙেছে রানীবাগান ফাঁসির ঘাটের নদী পারাপারের বাঁশের সাঁকো। কোচবিহারের ঘুঘুমারি সেতু ছাড়া নদী পারাপারের বিকল্প ব্যবস্থা এই সাঁকো। বর্তমান সময়ে এই সাঁকো বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।

স্থানীয় এক টোটো চালক নৃপেন্দ্র দাস জানান,”তোর্ষা নদীর এই রানী বাগান ফাঁসির ঘাট দিয়ে নদী পারাপারা করেন বহু মানুষ। দিনে আনুমানিক সংখ্যা থাকে ১৫ হাজারের মতো। বর্তমান সময়ে নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ভেঙে গিয়েছে নদী পারাপারের সাঁকো। তাই সমস্যায় পড়তে হয়েছে বহু মানুষকে।”

আরও পড়ুন:এই তিনটি চেনা গাছ ঘরে রাখলেই হু-হু করে ঠান্ডা হবে ঘর! জানুন বিশেষজ্ঞের মত

স্থানীয় এক বাসিন্দা আমজাদ হোসেন জানান, “তোর্ষা নদীর জল বাড়লে যেমন এই সাঁকো বন্ধ হয়ে যায়। তেমনি নদী ভাঙন শুরু হয়। তখন রীতিমত আতঙ্কে দিন কাটাতে হয়। এই এলাকায় পর্যাপ্ত নদী বাঁধ না থাকার কারণে রাতে আতঙ্কে ঘুমাতে পারেন না তাঁরা।” তবে এই বিষয়ে প্রশাসনিক স্তরের কর্তারা জানিয়েছেন,বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাঁরা প্রস্তুত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit