অতিরিক্ত বড় কলা (৯ ইঞ্চি বা বড়, বা ১৫২ গ্রাম) - ১৩৫ ক্যালোরি কাটা কলা (১ কাপ বা ১৫০ গ্রাম) - ১৩৪ ক্যালোরি ম্যাশড কলা (১ কাপ বা ২২৫ গ্রাম কলা) - ২০০ ক্যালোরি

Viral Story: কলার ফাইবার দিয়ে তৈরি শাড়িই এখন ট্রেন্ডিং! এর আশ্চর্য কিছু বৈশিষ্ট্য মনে জাগাবে বিস্ময়

দেবভূমি উত্তরাখণ্ডের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এখানকার নৈনিতালের সৌন্দর্য তো নৈসর্গিক। নৈনিতালকে আবার উত্তরাখণ্ডের লেক সিটিও বলা হয়। এই অপরূপ সৌন্দর্যে ভরা নৈনিতালে নানা ধরনের জিনিস পাওয়া যায়। এখানে এমন অনেক জিনিস পাওয়া যায়, যা মানুষের মনে বিস্ময় জাগায়।

নৈনিতালের স্নো ভিউতে এমন একটি দোকান রয়েছে, যেখানে একধরনের শাড়ি পাওয়া যায়, যার নাম লোকমুখে ছড়িয়ে পড়েছে। আসলে এই শাড়ির বিশেষত্ব হল, তা বোনা হয় সুতো দিয়ে নয়, বরং কলার তন্তু বা ফাইবার ব্যবহার করে বোনা হয় এই শাড়ি। দেখতে সুন্দর আর স্টাইলিশ এই শাড়িগুলির আরও একটি বিশেষত্ব রয়েছে। কিন্তু সেটি কী। আসলে কলার ফাইবার ব্যবহার করে তৈরি এই শাড়িগুলি গরমের মরশুমে পরেও খুব আরাম হয়।

নৈনিতাল সরোবর সিটির স্নো ভিউতে অবস্থিত ইউটিডিসি শপে সহজেই কলার তন্তু ব্যবহার করে প্রস্তুত শাড়ি পেয়ে যাবেন গ্রাহকরা। ইউটিডিসির দোকানদার ইরফান লোকাল ১৮-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় জানান, তাঁর দোকানে কলার ফাইবার দিয়ে প্রস্তুত যে শাড়ি পাওয়া যায়, তা সত্যিই বিশেষ। একেবারে হাত দিয়ে বোনা হয় এই শাড়ি। তিনি বলেন, বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই শাড়ি তৈরি করা হয় মেশিনে। ফলে তা সর্বত্র অনায়াসে পাওয়া যায়। কিন্তু কলার ফাইবার থেকে তৈরি শাড়ি সম্পূর্ণ ভাবে হাতে বোনা হয়। তাই এটি শুধুমাত্র এই দোকানেই পাওয়া যাবে।

ইরফান বলেন, এক দিকে বাজারে সুতি, শিফন-সহ নানা ধরনের শাড়ি পাওয়া যায় ঠিকই। কিন্তু হাতে তৈরি কলার তন্তুর শাড়ির রয়েছে নিজস্ব বিশেষ গুরুত্ব। খুব হালকা হওয়ায় এই শাড়িটি গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে সাহায়্য করে। এর পাশাপাশি এই ধরনের শাড়ি কাচা-ধোওয়ার পরে কুঁচকে যায় না। কলার তন্তু ব্যবহার করে তৈরি এই শাড়িটির দাম ছিল মাত্র ১৫৫০ টাকা।