Bangla News: সাত সকালেই চূড়ান্ত অমানবিক ছবি! শুকর খুবলে খাচ্ছে মৃতদেহ, দেহ উদ্ধার পুলিশের

বাঁকুড়া: সাত সকালেই চূড়ান্ত অমানবিক ছবির সাক্ষী থাকল বাঁকুড়ার মানুষ। এদিন সাত সকালেই এলাকার মানুষ দেখেন বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির দেহ। আর সেই দেহ খুবলে খাচ্ছে একাধিক শুকর। ঘটনার কথা জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।

আরও পড়ুনঃ নিজেই নিজের মোটিভেশন, রাজ্য স্তরে সোনা জয় কৃতি মেয়ের

বাঁকুড়া শহরের কেরানিবাঁধ এলাকায় শুকরের উৎপাত নতুন নয়। এর আগে শুকরের কামড়ে স্থানীয় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগও ওঠে। পুরসভার পক্ষ থেকে এলাকার শুকরের অবাধ বিচরণ নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই আশ্বাসে কাজের কাজ যে কিছুই হয়নি তার প্রমাণ মিলল আজ সকালে।

রবিবার, সাত সকালে কেরানিবাঁধ বাইপাস সংলগ্ন বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে এক দেহকে খুবলে খেতে দেখা গেল একদল শুকরকে। স্থানীয়রাই শুকর তাড়িয়ে পুলিশে খবর দেন। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। শুকরের হানায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে ওই ব্যক্তির পর শুকর খুবলে খেয়েছে তাঁর শরীর তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া