পদত্যাগ করলেন শেখ হাসিনা, বাংলাদেশের ক্ষমতা এবার সেনাবাহিনীর হাতে?

Sheikh Hasina resigns: ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, গণভবনের দখল নিল জনতা!

কলকাতা: সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এ দিন দুপুরেই ঢাকা থেকে উড়ে যায় শেখ হাসিনার হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা৷ হাসিনার পদত্যাগের দাবিতেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷

এ দিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্টজন, আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান৷ তার পর থেকেই হাসিনার পদত্যাগের জল্পনা ছড়ায়৷  বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে এই বৈঠকের কিছুক্ষণ পরই সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ তিনি আরও জানান, আন্দোলনরত ছাত্রদের দাবি মেনেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁরা দাবি জানাবেন৷

হাসিনা দেশ ছাড়ার পরই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা৷ রীতিমতো লুঠপাট শুরু হয় সেখানে৷ ঢাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙার চেষ্টাও করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ অন্যদিকে ঢাকার একটি সেনা ছাউনি থেকে সেনা নিরাপত্তায় হাসিনাকে নিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার৷ কিছুক্ষণের মধ্যেই ভারতের আগরতলায় নামে সেই হেলিকপ্টার৷

আরও পড়ুন: দু’ দফায় নিহত ৩০০, পদত্যাগের দাবি! চাপের মুখেও কঠোর অবস্থান, কী করবেন হাসিনা?

কারফিউয়ের মধ্যেই আজ বাংলাদেশে মার্চ টু ঢাকা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা৷ রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন জায়গায় জমায়েতও করতে শুরু করেন তাঁরা৷ পাল্টা তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী৷ গতকাল থেকে আন্দোলনকারী, আওয়ামি লিগের সমর্থক এবং পুলিশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে৷

নতুন করে শুরু হওয়া বিক্ষোভ, আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ৷ গতকাল পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ যদিও এ দিন সেনাপ্রধানের সবপক্ষকে নিয়ে বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷