bangladesh cricket team

T20 World Cup 2024: লজ্জার নজির গড়ার পরে অবশেষে আমেরিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

হিউস্টন: দ্বিতীয় ম্যাচে হেরে লজ্জার নজির গড়েছিল বাংলাদেশ। বিশ্বের প্রথম দল হিসাবে আন্তর্জাতিক টি২০ ম্যাচে ১০০টি ম্যাচ হারের নজির গড়েছিল বাংলাদেশ, সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হয়েছিল তাদের। অবশেষে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।

আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে নাতাশা, কী উত্তর দিলেন তিনি?

তৃতীয় টি২০ ম্যাচে দাপটের সঙ্গে দাপটের সঙ্গে খেলে ১০ উইকেটে আমেরিকাকে হারাল বাংলাদেশ। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৪ রান তোলে আমেরিকা। সর্বোচ্চ রান করেন আন্দ্রিস গাউস, ১৫ বলে ২৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে বিনা উইকেটে ১০৮ রান তোলে। যার ফলে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ৪২ বলে ৫৮ রান করেন এবং ২৮ বলে ৪৩ করে অপরাজিত থাকেন সৌম্য সরকার।

আরও পড়ুন: কোথায়, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, গতিবেগই বা কত হবে? আপডেট দিল হাওয়া অফিস

বাংলাদেশ টি২০ বিশ্বকাপে যাত্রা শুরু করবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ জুন। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। তার আগে অবশ্য দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ মে আমেরিকার বিরুদ্ধে এবং ১ জুন ভারতের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। আমেরিকার বিরুদ্ধে বিপর্যয়ের পরে বিশ্বকাপে বাংলাদেশ ভাল কিছু করতে পারে নাকি সেটাই দেখার।