প্রতিকী ছবি

Bangladesh Political Crisis: বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে বাণিজ্যে ভাটা! ফিরিয়ে আনা হল শতাধিক ট্রাকচালককে

জলপাইগুড়ি: অগ্নিগর্ভ বাংলাদেশ! বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যের উপর। এর জেরে মেখলীগঞ্জ অন্তর্গত চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে বাংলাদেশগামী পণ্যবাহী বহু লরি সারি দিয়ে আটকে রয়েছে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে। আপাতত আমদানি রফতানিব ন্ধ রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। সীমান্তবর্তী এলাকা গুলো লক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জলের তোড়ে ভেঙে গিয়েছে বাংলা ওড়িশা সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ

পাশাপাশি ভারতীয় সেনা মোতায়ন করে বাড়ানো হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের কড়া নজরদারি। এর আগে বাংলাদেশে পণ্য নিয়ে গিয়েও সেই দেশের ভিতরে আটকে পড়েছিলেন বেশকিছু ট্রাক চালক। ওই দেশে আটকে পড়ায় তারা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। চিন্তিত হয়ে পড়েছিলেন তাদের পরিজনেরাও। এই অবস্থায় এদিন ভারতীয় প্রশাসনের তরফে দ্রুত আটকে পড়া সেইসব ট্রাক চালকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হল।

মনসুর আলী নামক এক ট্রাক চালক বলেন, বাংলাদেশের ভিতরে আটকে পড়ে দারুণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। থাকা খাওয়াসহ নানা সমস্যা হচ্ছিল।চারিদিক থেকে গন্ডগোলের শব্দও একটু পরপর কানে আসছিল। অবশেষে দেশে ফিরতে পারায় শান্তি পেলাম। জানা গিয়েছে, বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে ২০০ ভারতীয় ট্রাক আটকে পড়েছিল। ইতিমধ্যেই ১৯০ জন ট্রাক চালককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সুরজিৎ দে