ভারতের ও বাংলাদেশের দাঁড়িয়ে থাকা ট্রাক

Bangladesh Crisis: পালিয়ে এসেছিলেন ট্রাক ফেলে, ফের যেতে হচ্ছে বাংলাদেশে! আতঙ্ক নিয়েই ‌যাত্রা চালকদের

চ্যাংড়াবান্ধা: ভারত এবং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বিষয়ে কারও অজানা নয়। সারাটা বছর বহু জিনিস আমদানি ও রফতানি করা হয়ে থাকে দু-দেশের পক্ষ থেকে। তবে বর্তমান সময়ে বাংলাদেশের অশান্তির পরিবেশ অব্যাহত। সেই কারণে বেশ অনেকটাই অসুবিধা পড়তে হয়েছে ট্রাক চালকদের থেকে শুরু করে ব্যবসায়ীদের একাংশকে। বেশ কিছু ট্রাক বাংলাদেশে পণ্য নিয়ে গিয়েছিল কিছুদিন আগে। সেই ট্রাক চালকেরা সেই ট্রাকগুলি ফেরত আনতে পারেননি তখন। বাধ্য হয়ে তাঁরা দেশের মাটিতে ফিরে এসেছিলেন সুরক্ষিত থাকার আশায়। ফের তাদের বাংলাদেশ যেতে হচ্ছে ট্রাক ফিরিয়ে আনতে।

ভারতের এক ট্রাক চালক সায়ুক হোসেন জানান, “বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ প্রবেশ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাঁরা কিছুদিন আগে ভারত থেকে বাংলাদেশে বেশ কিছু পণ্য সামগ্রী নিয়ে গিয়েছিল। তবে সেই সময় সেই ট্রাকগুলিকে তাঁরা ফিরিয়ে আনতে পারেননি। তাই ফের তাদের বাংলাদেশে যেতে হচ্ছে ট্রাকগুলি ফিরিয়ে আনতে। তবে দুশ্চিন্তা যেন কোনওভাবেই কাটতে চাইছে না। প্রতিটা মুহূর্ত যেন অস্বস্তি বাড়িয়ে তুলছে।”

আরও পড়ুনঃ জীবনের শেষ লগ্নে বাংলাদেশের ভয়ঙ্কর ছোটবেলা দেখছেন আসানসোলের আঙ্গুরবালা, শিউরে ওঠা গল্প

ভারতের অন্য এক ট্রাক চালক বাপি হোসেন জানান, “ভারত থেকে প্রচুর পরিমাণে বোল্ডার পাথর এবং আরও নানা সামগ্রী নিয়ে যাওয়া হয় বাংলাদেশে। তবে বর্তমান সময়ে এই পণ্য সামগ্রী আনাগোনা করতে গিয়ে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পুনরায় আগের মতো স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কবে সেই চিন্তায় ব্যবসায়ীরা।”

তবে বাংলাদেশের এক ট্রাক চালক সবুজ ইসলাম জানান, “কয়েকদিন পণ্য নিয়ে চলাচল একেবারেই বন্ধ ছিল। তবে ফের বাংলাদেশের ট্রাক চালকদের ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা পন্য নিয়ে ভারতে প্রবেশ করে একদিনের মধ্যে ফের ফেরত যাচ্ছেন বাংলাদেশে। এই পণ্যগুলির মধ্যে রয়েছে পাট, তুলো, বিভিন্ন জামা কাপড় এবং বিভিন্ন ধরনের মাছ।” সব মিলিয়ে বর্তমান সময়ে বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব পড়েছে অনেকটাই। প্রতিনিয়ত বেশ অনেকটা পরিমাণ টাকার ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের।

Sarthak Pandit