উত্তাল বাংলাদেশ

Bangladesh news: বাংলাদেশ থেকে ফেরানো হয়েছে ৭৭৮ জন ভারতীয় পড়ুয়াকে, যোগাযোগ বাকি ৪০০০ জনের সঙ্গেও

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখনও বাংলাদেশে পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ চলছে। শুক্রবারই সেখানে কার্ফু জারি করেছিল হাসিনা সরকার, বিক্ষোভ সামলাতে নামাতে হয় সেনা বাহিনীকেও।

আরও পড়ুন: গম্ভীর-ঘনিষ্ঠ হলেই ভারতীয় দলে সুযোগ? শ্রীলঙ্কায় যাচ্ছেন KKR-এর আরও দুই সতীর্থ

শনিবারই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল ভারতে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশে আটকে থাকা ৭৭৮ জন ছাত্রকে। বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশে আটকে থাকা বাকি ৪০০০ জন ছাত্রছাত্রীর সঙ্গে। শুধু তাই নয়, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে আটকে থাকা নেপাল এবং ভুটানের ছাত্রছাত্রীদের সঙ্গেও।

আরও পড়ুন: সব প্রস্তুতি ঠিকঠাক তো? ধর্মতলায় হাজির হয়ে দেখে নিলেন মমতা

বাংলাদেশে ছাত্র বিক্ষোভের জেরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃতের সঙ্গে শতাধিক। স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালেও রাজধানী ঢাকায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বাংলাদেশ পুলিশ। রামপুরার আবাসিক পাড়া এলাকায় কয়েক হাজার জন প্রতিবাদীদের মধ‍্যে আহত হয়েছেন এক ব‍্যক্তি। বিক্ষোভের ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০০ জন বাংলাদেশী পুলিশ অফিসার। বাংলাদেশের সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাত্‍কারে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র ফারুক হোসেন।