স্পষ্ট লাগছে ব্যাটে বল, তারপরও এলবিডব্লিউ দিল আম্পায়ার, সাকিবের আউট নিয়ে জোর বিতর্ক

#অ্যাডিলেড: ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত থেকে বিরাট কোহলির ফেক থ্রো, উঠেছিল নানা বিতর্ক। এবার পাকিস্তান বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচেও এড়ানো গেল না আম্পায়ারিং বিতর্ক। এবার উভয় দলেরই ডু অর ডাই ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বলে ব্যাট লাগা সত্ত্বেও তাকে ফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়র আউট দেয় বলে অভিযোগ।

বাংলাদেশের ব্যাটিংয়ের ১১ তম ওভারে ঘটে এই বিতর্কিত আউটের ঘটনা। শাদাব খানের ওভারের চতুর্থ বলে আউট হন সৌম্য সরকার। তারপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই শাদাবের লো ফুল টস প্যাডে গিয়ে লাগে। পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে আউট দেয় ফিল্ড আম্পায়ার। সঙ্গে সঙ্গে সাকিব দাবি জানায় ব্যাটে বলে লেগেছে তার। রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের সময় দেখা যায় বল ব্যাটে লাগার পর প্যাডে লাগে। স্নিকো মিটারও বল যখন ব্যাটের একেবারে কাছে সেখানে স্পার্ক হয়। তবে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেন বল ব্যাটে লাগেনি, ব্যাট মাটিতে লাগার কারণে স্নিকো মিটারে স্পার্ক হয়েছে। তাই ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রেখে আউট দেয় তৃতীয় আম্পায়রও। অবাক হয়ে যান সাকিব। তারপর আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক। তারপর হতাশ হয়ে মাঠ ছাড়েন তিনি। ধারাভাষ্যকারদেরও মত, আউট ছিলেন না সাকিব। ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা।

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজিমুল হাসান শান্তো। এছাড়া আফিফ হোসেন ২৪ ও সৌম্য সরকার ২০ রান করেন। পাকিস্তানের হয়ে দুরন্ত আগুন ঝরানো বোলিং করেন শাহিন আফ্রিদি। একাই ৪ উইকেট নেন তিনি। পাকিস্তানের টার্গেট ১২৮।