দ্বিতীয় টেস্টের আগে রাহুল দ্রাবিড়ের ক্লাসে মুশফিকুর রহিম, পেলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

#মিরপুর: রাহুল দ্রাবিড় কেমন এক চরিত্র, যার কাছে প্রয়োজনে বিপক্ষ দলের ক্রিকেটাররাও টিপস নিতে পিছপা হন না। রাহুল এর আগেও পাকিস্তান এবং বহু ভিন্ন দলের ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তারা উপকৃতও হয়েছেন। এবার ভারতের সাথে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেছেন মাত্র (১৮, ১২ ও ৭) ৩৭। ভারতীয়দের সঙ্গে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেও (২৮ ও ২৩) ব্যাট কথা বলেনি। সব মিলিয়ে সময়টা ভাল কাটছে না।

আরও পড়ুন – লাখো মানুষের মাঝে এমবাপেকে ‘অপমান’ মার্টিনেজের! আর্জেন্টিনার সেলিব্রেশনে নতুন বিতর্ক

শেরে বাংলায় উপস্থিত অল্প সংখ্যক মিডিয়াকর্মির চোখে পড়ল সেন্টার উইকেটের কাছে দাঁড়ানো মুশফিক একান্তে কথা বলছেন রাহুল দ্রাবিড়ের সাথে। মিডিয়া কর্মীদের কেউ কেউ খুব উৎসাহ নিয়ে তা জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার মুশফিক মিডিয়ার সাথে কথা বললে হয়তো জানা যেত; কিন্তু ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের কেউ প্র্যাকটিসে মিডিয়ার সামনে আসেননি।

ওদিকে অন্তর্মুখী স্বভাবের মুশফিক তার আপনজনের সাথেও এ নিয়ে খোলমেলা কথা বলেননি। আসলে তিনি কি বলেছেন, আদর্শ টেকনিক, ব্যাটিং স্কিল আর দুর্দান্ত টেম্পরামেন্টের অধিকারী রাহুল দ্রাবিড়ের কাছে মুশফিকের জিজ্ঞাসা কি ছিল? দ্রাবিড়ের কাছে কি কোনো টেকনিক্যাল বিষয় জানতে চেয়েছিলেন?

তা কারো কাছেই প্রকাশ করেননি মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক নিজেও জানেন দল তার ওপর কতটা নির্ভর করে স্কোরবোর্ডে বড় রান তোলার জন্য। তাই খারাপ ফর্ম পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া মুশফিক নিজেও।