Bank Holidays: সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে না কি বন্ধ থাকবে? দেখে নিন RBI-এর ছুটির তালিকা

আগামী সোমবার অর্থাৎ ১৭ জুন, ২০২৪ তারিখে পালিত হবে ঈদ-উল-আধা বা বকরা ঈদ। এবার এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর হলিডে ক্যালেন্ডার ২০২৪ থেকে জানা যাচ্ছে যে, সারা দেশের পাবলিক এবং প্রাইভেট ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে আগামী ১৭ জুন, ২০২৪ তারিখে। অর্থাৎ ওই দিন পূর্ণ দিবস বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এর ফলে নগদ টাকা জমা, টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স এবং অন্যান্য ব্যাঙ্কিং লেনদেনের মতো পরিষেবা মিলবে না।
আগামী সোমবার অর্থাৎ ১৭ জুন, ২০২৪ তারিখে পালিত হবে ঈদ-উল-আধা বা বকরা ঈদ। এবার এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর হলিডে ক্যালেন্ডার ২০২৪ থেকে জানা যাচ্ছে যে, সারা দেশের পাবলিক এবং প্রাইভেট ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে আগামী ১৭ জুন, ২০২৪ তারিখে। অর্থাৎ ওই দিন পূর্ণ দিবস বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এর ফলে নগদ টাকা জমা, টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স এবং অন্যান্য ব্যাঙ্কিং লেনদেনের মতো পরিষেবা মিলবে না।
যেসব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, রইল এর তালিকা:ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ - অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ - তেলঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুঅনন্তপুরম।
যেসব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, রইল এর তালিকা:
ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ – তেলঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুঅনন্তপুরম।
জুন ২০২৪-এ আসন্ন ব্যাঙ্কের ছুটি:১৫ জুন, ২০২৪ (শনিবার): তৃতীয় শনিবার (ব্যাঙ্ক খোলা) - ভারতের বেশিরভাগ জায়গায় (আইজল, ভুবনেশ্বরে বন্ধ থাকবে)
১৬ জুন, ২০২৪ (রবিবার): সাপ্তাহিক ছুটি - সারা ভারতে
১৭ জুন, ২০২৪ (সোমবার): ইদ-উল-আধা - সারা ভারতে
১৮ জুন, ২০২৪ (মঙ্গলবার): ঈদ-উল-আধা (অতিরিক্ত দিন) - জম্মু, শ্রীনগর
জুন ২০২৪-এ আসন্ন ব্যাঙ্কের ছুটি: ১৫ জুন, ২০২৪ (শনিবার): তৃতীয় শনিবার (ব্যাঙ্ক খোলা) – ভারতের বেশিরভাগ জায়গায় (আইজল, ভুবনেশ্বরে বন্ধ থাকবে) ১৬ জুন, ২০২৪ (রবিবার): সাপ্তাহিক ছুটি – সারা ভারতে ১৭ জুন, ২০২৪ (সোমবার): ইদ-উল-আধা – সারা ভারতে ১৮ জুন, ২০২৪ (মঙ্গলবার): ঈদ-উল-আধা (অতিরিক্ত দিন) – জম্মু, শ্রীনগর
সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ২০২৪ সালের জুন মাসে অনুযায়ী, ১৫ জুন হল তৃতীয় শনিবার। তাই ব্যাঙ্কগুলি সাধারণত খোলাই থাকবে। যদিও আইজল এবং ভুবনেশ্বরে স্থানীয় ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সাধারণত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ২০২৪ সালের জুন মাসে অনুযায়ী, ১৫ জুন হল তৃতীয় শনিবার। তাই ব্যাঙ্কগুলি সাধারণত খোলাই থাকবে। যদিও আইজল এবং ভুবনেশ্বরে স্থানীয় ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে ইদ-উল-আধার জন্য জম্মু এবং শ্রীনগরে অতিরিক্ত ছুটির দিন পালিত হবে। সেখানে আগামী ১৬ জুন অর্থাৎ রবিবার থেকে আগামী ১৮ জুন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর ফলে তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেখানে।
তবে ইদ-উল-আধার জন্য জম্মু এবং শ্রীনগরে অতিরিক্ত ছুটির দিন পালিত হবে। সেখানে আগামী ১৬ জুন অর্থাৎ রবিবার থেকে আগামী ১৮ জুন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর ফলে তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেখানে।
সেই কারণে যাঁদের ব্যাঙ্কের জরুরি কাজ রয়েছে, কোনও রকম সমস্যা এড়াতে তাঁদের সেইসব কাজ ১৪ জুন, ২০২৪ তারিখের মধ্যে মিটিয়ে নিতে হবে। লেনদেনের পরিকল্পনা থাকলে আগেভাগেই তা সম্পন্ন করতে হবে। তবে হ্যাঁ, যদিও এই সমস্ত দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে, কিন্তু মোবাইল কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং লেনদেনের সুবিধা পাওয়া যাবে।
সেই কারণে যাঁদের ব্যাঙ্কের জরুরি কাজ রয়েছে, কোনও রকম সমস্যা এড়াতে তাঁদের সেইসব কাজ ১৪ জুন, ২০২৪ তারিখের মধ্যে মিটিয়ে নিতে হবে। লেনদেনের পরিকল্পনা থাকলে আগেভাগেই তা সম্পন্ন করতে হবে। তবে হ্যাঁ, যদিও এই সমস্ত দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে, কিন্তু মোবাইল কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং লেনদেনের সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকরা ইন্টারনেট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং এটিএম ব্যবহার করতে পারবেন। আর মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম কিন্তু খোলা থাকে।
গ্রাহকরা ইন্টারনেট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং এটিএম ব্যবহার করতে পারবেন। আর মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম কিন্তু খোলা থাকে।